প্রতিনিধি, উদয়পুর :-
প্রথমবারের বিধায়ক হয়ে মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টিতে নিজ বিধানসভা কেন্দ্রে সাধারণ মানুষের মধ্যে সারা ফেলে দিয়েছে বিধায়ক অভিষেক দেবরায়। একদিকে যেমন জেলা সভাপতি হিসেবে দলের সমস্ত দায়িত্ব পালন করে যাচ্ছে গোটা গোমতী জেলা জুড়ে । আর অন্যদিকে বিধায়ক হিসেবে এলাকার উন্নয়নে চলছে প্রতিদিন নানা কাজকর্ম । ভারতীয় জনতা পার্টি ২০১৮ সালের বিধানসভা নির্বাচনে ২৫ বছরের বাম শাসনকে হারিয়ে ক্ষমতার মসনদে বসে । গত পাঁচ বছর কাটিয়ে পুনরায় ২০২৩ সালে বিধানসভা নির্বাচনে আবার দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় আসে বিজেপি। টানা দ্বিতীয়বারের সরকারে এবার মাতারবাড়ি বিধানসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির প্রার্থী অভিষেক দেবরায় জয়লাভ করে একের পর এক বিভিন্ন সরকারি প্রকল্প থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন সুযোগ সুবিধা যাতে সাধারণ মানুষ পেতে পারে তার জন্য সরাসরি প্রতি সপ্তাহে জনগণের দুয়ারে চলে যাচ্ছে অভিষেক। দলীয় প্রচারে এগিয়ে রয়েছে সামাজিক মাধ্যমে মাতারবাড়ি বিধানসভা। আর এবার সমতল ছাড়িয়ে পাহাড়ে দলের ভিত মজবুত করার লক্ষ্যে প্রতিনিয়ত চষে বেড়াচ্ছে ভারতীয় জনতা পার্টির কর্মীরা। শুক্রবার দুপুরে মাতারবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত লাভ স্টোরি তৌহর চুং পাড়ার নিবাসী তথা ভারতের জনতা পার্টির কর্মী রাজভক্ত জমাতিয়ার বাড়িতে বাবা গরিয়ার এক অনুষ্ঠানে যোগ দেয় বিধায়ক । পরবর্তী সময় এলাকার বিভিন্ন বাড়ির মধ্যে ছোট্ট করে দলীয় প্রচার ও সেরে নেন তিনি । দলীয় বছরের ফাঁকে উপজাতি ভোটারদের সাথে সেলফিতে ফ্রেমবন্দি করে বিধায়ক নিজেকে। এই ধরনের বিগত দিনে কখনো কোন বিধায়ককে উপজাতি ভোটারদের সাথে মাতারবাড়ি বিধানসভা কেন্দ্রে মিশে যেতে কখনো দেখিনি মাতার বাড়ি এলাকার ভোটাররা। যা বর্তমান সময়ে দাঁড়িয়ে এক নজির সৃষ্টি করেছে গোটা মাতারবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক অভিষেক দেবরায়।