প্রতিনিধি, উদয়পুর :-
গত দুদিন আগে বাগমা বগাবাসা এলাকায় রাতের অন্ধকারে বিজেপি কর্মীদেরকে ব্যাপক মারধর করে কংগ্রেস কর্মীরা । এই ঘটনায় মামলা করা হয় রাধা কিশোরপুর থানায় । বিজেপি কর্মীদের ওপর আক্রমণের ঘটনার প্রতিবাদে রবিবার বিকেলে ৩০ বাগমা মন্ডলের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয় বাগমা বাজারে । উপস্থিত ছিলেন , শিল্পমন্ত্রী রামপদ জমাতিয়া, গোমতী জেলা প্রভারী রতন ঘোষ , বিজেপি গোমতী জেলা সভাপতি অভিষেক দেবরায়, জেলার যুব মোর্চার সভাপতি সুকান্ত সাহা ও বাগমা মন্ডলের নির্বাচনী প্রভারী বিপিন দেববর্মা সহ প্রমুখ । এইদিনের সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে , গোমতী জেলার বিজেপি সভাপতি অভিষেক দেবরায় তীব্র আক্রমণ শানান কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনকে । একই সাথে সিপিআইএম ও কংগ্রেসকে এক নিশানায় নিয়ে এসে আক্রমণ করতে ছাড়েননি তিনি । সেই সাথে হুঁশিয়ারি দেন যদি আজকের পর থেকে কোন বিজেপি কর্মীর উপর আক্রমণ ও বাড়িঘর ভাঙচুর করা হয় তাহলে কোন কংগ্রেস কর্মীকে আর ছেড়ে কথা বলা হবে না । এদিকে শিল্পমন্ত্রী রামপদ জমাতিয়া বক্তব্য রাখতে গিয়ে , তীব্র আক্রমণ শানান রাজ্য সিপিআইএম নেতৃত্বকে । এদিন তিনি বলেন বিগত দিনে দিল্লিতে কংগ্রেসের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলেছিলো মানিক সরকার । সেই সম্পর্ককে কাজে লাগিয়ে দীর্ঘ ২৫ বছর এই রাজ্যে ক্ষমতার মসনদে বসে ছিলো বামফ্রন্ট । আর ত্রিপুরাতে গত ২৫ বছর কুস্তি করে গিয়েছে । আর যখন বর্তমানে রাজ্যে একটি রাষ্ট্র বাদী সরকার চলছে তখন এই সরকারকে কিভাবে ফেলে দেওয়া যায় তার চক্রান্ত চালাচ্ছে কংগ্রেস ও সিপিআইএম । তার সাথে যোগ দিয়েছে তিপ্রা মথা নামে একটি দল । তিনটি রাজনৈতিক দল মিলে যে স্বপ্ন দেখতে শুরু করেছে রাজ্যে ক্ষমতায় আসার , সে স্বপ্ন কখনো পূরণ হবে না এই রাজনৈতিক দলগুলির । এদিন সমাবেশ শেষে বাগমা বাজারে এক বিক্ষোভ মিছিল বের করে ভারতীয় জনতা পার্টির কর্মীরা । এই দিনের মিছিলে মহিলা মোর্চা ও যুব মোর্চার কর্মীদের উপস্থিতি ছিলো সারা জাগানো ।