অগ্নিকাণ্ডের ঘটনা প্রায় প্রতিদিনই রাজ্যের বিভিন্ন জায়গা থেকে উঠে আসে খবরের শিরোনামে। তবে এই ধরনের ঘটনা কোনভাবেই কাঙ্খিত নয়। এবার এই অগ্নি সংযোগের আতঙ্কে রীতিমতই আতঙ্কিত হয়ে পড়েছে কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীরা। রবিবার বিশালগড় রাস্তার মাথা স্থিত রবীন্দ্রনাথ ঠাকুর মহাবিদ্যালয়ের পাশের জঙ্গলে আগুনকে ঘিরে ছড়ায় চাঞ্চল্য। অগ্নিসংযোগ এর ঘটনা চোখে পড়তেই খবর দেওয়া হয় বিশালগড় দমকল বাহিনীকে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বিশালগড়ের দমকল কর্মীরা। ঘটনার বিবরণে জানা যায় রবিবার দুপুরে বিশালগড় রবীন্দ্রনাথ ঠাকুর মহাবিদ্যালয়ের পাশের জঙ্গলে আচমকাই আগুন ধরে উঠে। কিভাবে এই অগ্নিসংযোগ ঘটেছে তা কেউই বলতে পারেনি। পরবর্তী সময় স্থানীয়রা ঘটনাটি দেখতে পেয়ে খবর পাঠায় বিশালগড় দমকল বাহিনীর কর্মীদের। তারপর দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। কলেজ চত্বরে এ ধরনের অনাকাঙ্ক্ষিত অগ্নিসংযোগের ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
118
previous post