প্রতিনিধি কৈলাসহর:-গৌরনগর ব্লকের উদ্যোগে ৪ঠা ডিসেম্বর ব্লক ভিত্তিক লাভার্থী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে গৌরনগর ব্লক প্রাঙ্গণে।এই সুশাসন মেলায় ত্রিপুরা সরকারের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর,কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর,বনদপ্তর গৌরনগর ব্লক,মৎস্য দপ্তর, প্রাণিসম্পদ বিকাশ দপ্তর, প্রধানমন্ত্রী শ্রমযোগি মানধন অর্থাৎ শ্রম দপ্তর সহ অন্যান্য দপ্তরের স্টল এই সুশাসন মেলায় ছিল।প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন গৌরনগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান নারাণ সিনহা।স্বাগত বক্তব্য রাখেন গৌরনগর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক রামেশ্বর চক্রবর্তী।এই অনুষ্ঠানের মাধ্যমে গৌরনগর ব্লক এলাকার পাঁচটি স্ব-সহায়ক গোষ্ঠী তার মধ্যে মিম সহায়ক দল,সুলতানা,আশা,রোজ এবং মোহনা সহায়ক গোষ্ঠীর হাতে ব্যাংক লোনের চেক তুলে দেওয়া হয়েছে।তার সাথে গৌরনগর ব্লক এলাকায় সফলতার সাথে কাজ করতে থাকা আরও পাঁচটি স্ব-সহায়ক দলের হাতে মুখ্যমন্ত্রীর শংসাপত্র তুলে দেওয়া হয়েছে।এই অনুষ্ঠানের মাধ্যমে ত্রিপুরা সরকারের বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের আধিকারিকরা সরকারের বিভিন্ন প্রকল্প সম্পর্কে আলোচনা করেছেন এবং তার সুফল কিভাবে সুবিধাভোগীরা পেতে পারে সে বিষয়ে তথ্য প্রদান করেছেন। অনুরূপভাবে এই অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন দপ্তর থেকে সুবিধা পেয়ে লাভবান হয়েছেন এমন কয়েকজন লাভার্থীরাও মঞ্চে এসে তাদের অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন এবং সরকার তাদেরকে সহযোগিতা করার জন্য প্রধানমন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী কে ধন্যবাদ জানিয়েছেন।এই অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন গৌরনগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান নারাণ সিনহা,ভাইস চেয়ারম্যান শিব শঙ্কর অধিকারী,এডিশনাল ভিডিও সৌমেশ দেবনাথ, পঞ্চায়েত সমিতির সদস্য নৃপেশ মাহিষ্য দাস,অনামিকা সিনহা ও ময়ূজ উদ্দিন সহ বিভিন্ন দপ্তরের জেলা ও মহকুমা আধিকারিকরা।
114
previous post