
বিলোনিয়া বনকর সংলগ্ন পূর্ত দপ্তরের পরিত্যক্ত আবাসিক থেকে উদ্ধার পচা গলা অবস্থায় ঝুলন্ত মৃতদেহ । প্রথমে পরিচয় জানা যায়নি । পরে মৃত দেহ জামা পেন্ট দেখে সনাক্ত করা হয় উদ্ধার কৃত মৃত ব্যাক্তির নাম রুপম সাহা । বেশ কিছুদিন ধরে তার কোন সন্ধান ছিল না । এ অবস্থায় রবিবার বিকেলে পচাগলা মৃতদেহ উদ্ধার হয়। বিলোনিয়া থানার ওসি জানিয়েছেন মৃত শরীরের এমন অবস্থা হয়ে দাঁড়িয়েছে হাসপাতালে স্থানান্তরের কোন সুযোগ নেই। সোমবার ঘটনাস্থলেই ময়নাতদন্ত হবে। তবে পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পেরেছে এটি কোন হত্যাকাণ্ডের ঘটনা নয়। ফাসিতে আত্মহত্যার ঘটনা হতে পারে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ।
এই রুপম সাহা বাড়ি আগরতলা লোকনাথ পাড়া, বিলোনিয়া কাঙ্গাল স্থিত করুণাময়ী স্মৃতি কলোনিতে শ্বশুরবাড়িতে বসবাস করে, মৃত্যুর কারণ নিয়ে যদি কিছু জানা যায়নি, মৃতদেহ উদ্ধার ঘিরে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। আগরতলা আড়ালিয়ায় মৃত রুপম সাহার বাড়ি । পেশায় শ্রমিক হিসেবে কাজ করতো। বিলোনিয়া গাঙ্গাইল রোডে অর্থাৎ পূর্ত দপ্তরের কোয়ার্টার কমপ্লেক্সের কাছেই করুনা রায় স্মৃতি কলোনিতে সে শ্বশুরবাড়িতে থাকতো। গত কিছুদিন ধরে বিলোনিয়া বনকরপূর্ত দপ্তর কোয়ার্টার কমপ্লেক্সে পচা গলা কিছুর গন্ধ পাচ্ছিল এলাকাবাসীসহ কোয়াটারে থাকা আবাসিকরা। খোঁজাখুঁজি শুরু হয়। শেষ পর্যন্ত পরিত্যক্ত একটি কোয়ার্টারে ঝুলন্ত অবস্থায় এক ব্যক্তির মৃতদেহ দেখতে পেয়ে বিলোনিয়া থানায় খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে আসে।পুলিশ একটি অস্বাভাবিক মামলা নিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে।কয়দিন আগে স্ত্রীর সাথে মৃত রূপম সাহার ঝগড়া হয়। ঝগড়ার পরে সে শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে যায়। স্ত্রী বাপের বাড়ি থেকে বোনের বাড়ি চলে যায়। স্ত্রীর চলে যাওয়াতে হয়তো অভিমানে আত্মহত্যা করেছে রুপম এমনই অভিমত অনেকের।