Home » মুসলিম সম্প্রদায় এবং তাদের ধর্মগুরু বিশ্বনবী হযরত মুহাম্মদকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কটুক্তি।প্রতিবাদে কদমতলা থানায় মামলা।

মুসলিম সম্প্রদায় এবং তাদের ধর্মগুরু বিশ্বনবী হযরত মুহাম্মদকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কটুক্তি।প্রতিবাদে কদমতলা থানায় মামলা।

by admin

ধর্মনগর প্রতিনিধ,৪ অক্টোবর :—— জাতিগত বিদ্বেষ ছড়াতে হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের কিছু বখাটে যুবক ইদানীংকালে সামাজিক মাধ্যমকে ব্যবহার করে উভয় সম্প্রদায়ের ধর্মগুরু এবং ধর্মগ্রন্থ নিয়ে কুরুচিকর মন্তব্য করে নিজের ধর্মকে বড় করে অন্য ধর্মকে ব্যঙ্গও ও ছোট্ট করায় আইনি জটিলতার শিকার হচ্ছেন।এমন ঘটনা দেশের অন্যান্য রাজ্যের পাশাপাশি আমাদের সংস্কৃতির রাজ্য ত্রিপুরাতেও নেহাত কম নয়।এ নিয়ে আইনি বেড়াজালে পড়েছেন অনেকেই।এবার রাজ্যের রাজধানী আগরতলা থেকে আশীষ পাল নামের এক যুবক বিগত কিছুদিন যাবত নিজের সামাজিক মাধ্যমে ধর্মীয় সংখ্যালঘু মুসলমানদের মহানবী হযরত মোহাম্মদকে নিয়ে একের পর এক কটুক্তি সহ সংখ্যালঘুরদের দেশ ছাড়ার হুমকি দিচ্ছে।বিষয়টি ইসলাম ধর্মাবলম্বী সচেতন মানুষের নজরে আসতেই রাজ্যের বিভিন্ন মহকুমায় শুরু হয়েছে প্রতিবাদ,এমনকি ওই বখাটে যুবক আশীষ পালের বিরুদ্ধে মামলা দায়ের করাও হচ্ছে বিভিন্ন থানায়।এই ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার সন্ধ্যায় উত্তর ত্রিপুরা জেলার কালাছড়া ব্লক এলাকা থেকে স্থানীয় জনগণ কদমতলা থানায় ডেপুটেশনের মাধ্যমে ঐ যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করেন।তাদের দাবি হিন্দু, মুসলিম ,বৌদ্ধ ও খ্রিস্টান সকল ধর্মই সমান এবং যার ধর্মে যে বিশ্বাসী তার প্রতি শ্রদ্ধা থাকা অবশ্যক।সর্ব ধর্মকে সম্মান করা উচিত মানব জাতির।তাই অভিযুক্তকে চিহ্নিত করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি প্রদানের দাবি জানান তারা।কারণ এভাবে কোন জাতি ধর্ম এবং ধর্মগুরুদের অসম্মান করে দুটি সম্প্রদায়ের ভাতৃত্ববোধকে বিনষ্ট করার চেষ্টা করছে এক শ্রেণীর বখাটে যুবকরা।তাই প্রশাসন যদি অবিলম্বে দুষ্কৃতিকারী যুবকটিকে চিহ্নিত করে আইনের আওতায় না আনা হয় তাহলে আগামী দিনে গণতান্ত্রিক পদ্ধতিতে তারা আরো বৃহত্তর আন্দোলন সংঘটিত করবে।

You may also like

Leave a Comment