শান্তিরবাজার প্রতিনিধ :শান্তির বাজার মহকুমার অন্তর্গত জোলাইবাড়ী ব্যাবসায়ী কিমিটির উদ্দ্যোগে এইবছরও শারদীয় দূর্গোৎসবকে কেন্দ্রকরে দূর্গাপূজার আয়োজনকরাহয়। এইবছর বন্যার প্রভাবে বড় আকারে পূজা নাকরে সমাজসেবামূলক কাজের মধ্যদিয়ে মায়ের আরধনায়ব্রতী হতেচলছে ব্যাবসায়ী কমিটির সদস্যরা। পূজার প্রস্তুতি চলছে দ্রুতগতিতে। পূজাসম্পর্কে সংবাদমাধ্যমের সামনে জানাতেগিয়ে ব্যাবসায়ী কমিটির সম্পাদক সুদীপ গোপ জানান এই পূজা ১০০ বছরের পূরানো পূজা। এইবছর পূজার বিশেষ আকর্ষন হিসাবে রয়েছে নবদূর্গা পূজা। পূজা পেন্ডেলে মায়ের ৯ টি রূপের পূজা করাহবে। এইবছর প্রথমবারের মতো মায়ের নয়টি রূপের পূজায় মাতোয়ারা হতেচলছে কিমিটির সদস্যরা। এইবছর বন্যায় সকলের ব্যাপক ক্ষতিহয়েছে। তাই এইবছরের পূজায় জোলাইবাড়ী ব্যাবসায়ীকমিটির উদ্দ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্থ লোকজনদের মধ্যে বস্ত্র বিতরনের পরিকল্পনা হাতেনিয়েছে। কমিটির সদস্যরা আশাবাদী এইবছরে আয়োজিত পূজার মাধ্যমে সকলে আনন্দ উপভোগকরে বিগতদিনের দুঃখ কষ্ট ভুলেযেতে সক্ষমহবে। এখন শুধু সময়ের অপেক্ষা। জোলাইবাড়ী ব্যাবসায়ী কমিটির উদ্দ্যোগে আয়োজিত পূজায় কমিটির মধ্যে রয়েছে ব্যাবসায়ী কমিটির প্রেসিডেন্ট গৌতম লোধ,সম্পাদক সুদীপ গোপ, কোষাধ্যক্ষ অসীম সাহা, সদস্য রামু দত্ত সহ অন্যান্যরা। জোলাইবাড়ী ব্যাবসায়ী কমিটি আয়োজিত পূজাকে কেন্দ্রকরে সকলেরমধ্যে ব্যাপক উৎসাহ উদ্দিপনা লক্ষ্যকরাযায়।
নব দূর্গার বিশেষ আকর্ষননিয়ে মায়ের পূজার আয়োজন করছে জোলাইবাড়ী ব্যাবসায়ীকমিটির সদস্যরা।
61