আরকেপুরে সিপিআইএমে ভাঙ্গন ধরালো বিজেপি

by admin

প্রতিনিধি , উদয়পুর :-

ত্রিপুরার জনসাধারণের বিশ্বাস এবং ভরসার অপর নাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ এখন বিকাশের লক্ষ্যে দ্রুত সামনের দিকে এগিয়ে যাচ্ছে । অপরদিকে এই ত্রিপুরা রাজ্যে বামেদের দীর্ঘ বছরের অপশাসনের ফল এখনো ভোগ করতে হচ্ছে রাজ্যের মানুষকে । মানুষের মৌলিক চাহিদা পূরণে কিছুই করেনি তারা । আগামী লোকসভা নির্বাচনে মানুষ বাম কংগ্রেসের অশুভ জোটকে প্রত্যাখ্যান করবে । লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে ৩১ আরকেপুর মন্ডলের টেপানিয়া হাসপাতাল চৌমুহনীতে টেপানিয়া শক্তি কেন্দ্রের ৫ ও ৬ নং বুথের উদ্যোগে আয়োজিত নির্বাচনী বাজার সভায় অংশ নিয়ে এই কথা বলেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। এদিনের এই বাজার সভায় এই ছাড়া উপস্থিত ছিলেন , আর কেপুর মন্ডলের মন্ডল সভাপতি প্রবীর দাস, পঞ্চায়েত প্রধান অমিতা গোস্বামী সহ ৩ ,৪, ৫ ও ৬ নং বুথের বুথ সভাপতি গন । এই দিনের এই বাজার সভায় ছয় নং বুথের দশ পরিবারের ৩৬ জন ভোটার সিপিআইএম দল ত্যাগ করে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন । ভারতীয় জনতা পার্টি দলীয় পতাকা দিয়ে তাদেরকে দলে বরণ করে নেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় সহ বিজেপি মন্ডল নেতৃত্ব ।

You may also like

Leave a Comment