Home » লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে আর কে পুর মন্ডল এর উদ্যোগে সাংগঠনিক সভা ।

লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে আর কে পুর মন্ডল এর উদ্যোগে সাংগঠনিক সভা ।

by admin

প্রতিনিধি , উদয়পুর :-

২০২৪ সালে দেশের সবথেকে বড় সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে লোকসভা নির্বাচন । তৃতীয়বার ফের পুনরায় ক্ষমতায় আসার জন্য দেশের শাসক দলে বিজেপি এখন থেকেই নিজেদের মধ্যে সাংগঠনিক শক্তি বাড়িয়ে চলেছে । শনিবার ৩১ রাধা কিশোরপুর মন্ডলের উদ্যোগে মন্ডলের বারোটি শক্তি কেন্দ্রে হয় সাংগঠনিক সভা । খিলপাড়া শক্তি কেন্দ্রের সংগঠনিক বৈঠকে অংশগ্রহণ করেন ৩১ আর কে পুর মণ্ডলের মন্ডল সভাপতি প্রবীর দাস, শক্তি কেন্দ্রের ইনচার্জ কুন্তল দাস সহ স্থানীয় বিজেপি নেতৃত্বরা । এদিনের সংগঠনিক সভায় বক্তব্য রাখতে গিয়ে মন্ডল সভাপতি প্রবীর দাস বলেন , রাধা কিশোরপুর বিধানসভা কেন্দ্রে শিক্ষার উন্নতির জন্য এই বিধানসভা এলাকায় সাতটি ইংরেজি মাধ্যম বিদ্যালয় এবং সিবিএস ই সিলেবাসের অন্তর্গত চারটি বিদ্যার জ্যোতি বিদ্যালয় গড়ে তুলে মানুষের চাহিদা পূরণ করা হয়েছে। জামজুরি , খিলপাড়া এবং উদয়পুর ইংলিশ মিডিয়াম বিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়নে প্রায় ২২ কোটি টাকা মঞ্জুর করা হয়েছে এবং প্রতিটি ক্ষেত্রে কাজ চলছে । এছাড়া স্বচ্ছতার ভিত্তিতে দলের উর্ধ্বে উঠে চাকুরী প্রদান , কিষান সম্মান নিধি , প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর প্রদান , পাকাসৌচালয় প্রদান , অটল জলধারার কানেকশন , উজ্জালা গ্যাস ও সৌভাগ্য যোজনার সুযোগ প্রদান , ২০০০ টাকা করে ৫০০ জনকে ভাতা প্রদান করা হয় । ৩৪৫ জন বেকার যুবককে অটো পারমিট প্রদান করে কাজের সুযোগ করে দেওয়া হয়েছে । এই সকল উন্নয়নের কাজকর্ম যেভাবে এই বিধানসভা কেন্দ্র জুড়ে চলছে সে উন্নয়নের প্রচার সাধারন ভোটারদের কাছে নিয়ে যেতে হবে প্রতিটি এলাকায় । তাই আগামী দিনে এই সকল প্রচার করে আরও বেশি করে ভোটের কাজে লাগাতে হবে বলে বক্তব্যে তুলে ধরেন মন্ডল সভাপতি প্রবীর দাস । এদিন দলীয় কর্মীদের মধ্যে আওয়াজ ওঠে ২০২৪ সালে মোদি সরকারকে তারা চাইছে ।

You may also like

Leave a Comment