Home » কাঁধের চোটের জন্য বাংলাদেশ সিরিজ় থেকে ছিটকে গিয়েছেন মহম্মদ শামি

কাঁধের চোটের জন্য বাংলাদেশ সিরিজ় থেকে ছিটকে গিয়েছেন মহম্মদ শামি

by admin

কাঁধের চোটের জন্য বাংলাদেশ সিরিজ় থেকে ছিটকে গিয়েছেন মহম্মদ শামি। টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলে দেশে ফেরার পর অনুশীলনে চোট পেয়েছেন তিনি। হতাশ শামি আরও শক্তিশালী হয়ে ফিরে আসার ব্যাপারে আত্মবিশ্বাসী।

নিজের চোটের কথা জানিয়ে টুইট করেছেন শামি। সঙ্গে দিয়েছেন চিকিৎসা করানোর ছবি। শামি লিখেছেন, ‘‘চোট আপনাকে সব সময় শিক্ষা দেয়। ক্রিকেটজীবনে অনেক বার চোট পেয়েছি। সব সময় জানিয়েছি। চোট নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করে। যত বার চোট পেয়েছি, তত বার সেই আঘাত থেকে শিখেছি এবং আরও শক্তিশালী হয়ে ফিরে এসেছি।’’

চোট পাওয়ার পর বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রয়েছেন শামি। সেখানে তাঁর চিকিৎসা চলছে। শামির চোট কতটা গুরুতর বা তাঁর সম্পূর্ণ সুস্থ হতে কত দিন লাগবে, তা জানা যায়নি। রোহিত শর্মাদের সঙ্গে বাংলাদেশে যাননি তিনি। এক দিনের সিরিজ়ে তাঁর খেলার সম্ভাবনা নেই। সে কারণে তাঁর পরিবর্ত হিসাবে উমরান মালিককে বাংলাদেশে পাঠাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ১৪ ডিসেম্বর থেকে শুরু হবে ভারত-বাংলাদেশ প্রথম টেস্ট। তার আগে শামি সুস্থ হতে পারবেন কি না, সে ব্যাপারেও কিছু জানানো হয়নি।

You may also like

Leave a Comment