প্রতিনিধি, গন্ডাছড়া :- শনিবার করমছড়া কমিউনিটি হলে অনুষ্ঠিত হল ভারতীয় জনতা পার্টির ৪৮ করমছড়া মণ্ডল কমিটির এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক। এই বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপি-র রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য। এছাড়াও বৈঠকে অংশগ্রহণ করেন ধলাই জেলা সভাপতি পতিরাম ত্রিপুরা, মণ্ডল সভাপতি সঞ্জিত দেববর্মা, এম.ডি.সি. সঞ্জয় দাস, বিমল কান্তি চাকমা সহ দলের জেলা ও মণ্ডল স্তরের নেতৃত্বরা। বৈঠকে মূল আলোচ্য বিষয় ছিল স্থানীয় স্তরে দলের সাংগঠনিক কাঠামোকে আরও শক্তিশালী করা এবং সাধারণ মানুষের সঙ্গে দলের সংযোগ বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ। রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য দলের কার্যকর্তাদের উদ্দেশ্যে বলেন, প্রতিটি কার্যকর্তাকে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের জনমুখী ও উন্নয়নমূলক প্রকল্পগুলির তথ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে। জনগণের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তোলার মাধ্যমে দলের গ্রহণযোগ্যতা আরও বাড়ানো সম্ভব বলেও তিনি উল্লেখ করেন। তিনি আরও বলেন, দলের প্রতিটি সদস্যকে নিজেদের মধ্যে সমন্বয় বজায় রেখে, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সংগঠনের ভিত যত শক্তিশালী হবে, দলের ভবিষ্যৎ তত উজ্জ্বল হবে। মণ্ডল সভাপতি সঞ্জিত দেববর্মা তাঁর বক্তব্যে করমছড়া মণ্ডলে দলের বর্তমান সাংগঠনিক অবস্থা এবং কার্যক্রম তুলে ধরেন। তিনি জানান, দলের প্রতিটি স্তরের কার্যকর্তা সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থেকে কাজ করছেন এবং ভবিষ্যতেও এই ধারা বজায় থাকবে। এই বৈঠকে দলের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, সাংগঠনিক দিকনির্দেশনা এবং জনসংযোগমূলক কর্মকাণ্ডের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। বৈঠকের শেষে সিদ্ধান্ত নেওয়া হয় যে, দলের জনভিত্তি সম্প্রসারণ এবং সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে এই ধরনের বৈঠক ও সাংগঠনিক কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হবে। দলের একাংশের মতে, এই বৈঠক করমছড়া মণ্ডলের রাজনৈতিক প্রেক্ষাপটে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হবে, যা আগামিদিনে দলের কর্মপন্থা নির্ধারণে সহায়ক ভূমিকা পালন করবে।
ভারতীয় জনতা পার্টির ৪৮ করমছড়া মণ্ডল কমিটির এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক।
			by 										admin
									
					
											                    
						                            written by                                         admin
									
                            
																		                            
																														                    
								            
			185