প্রতিনিধি, বিশালগড় , ২ অক্টোবর।।
মহালয়ার পবিত্র তিথিতে প্রতি বছর পথ সঞ্চালনের আয়োজন করে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘ। বুধবার মহালয়া তিথিতে সারা দেশে সবগুলো জেলায় পথ সঞ্চালন অনুষ্ঠিত হয়। এরই অঙ্গ হিসেবে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘ সিপাহীজলা জেলার পথ সঞ্চালন অনুষ্ঠিত হয় কমলাসাগর বিধানসভায়। বিকাল তিনটায় সেকেরকোট মোটরস্ট্যান্ডে গৈরিক ধ্বজ উত্তোলন এবং সঙ্ঘ প্রার্থণা শেষে শুরু হয় সঞ্চালন। সেকেরকোট থেকে জাতীয় সড়ক ধরে গোকুলনগর রাস্তারমাথা স্পোর্টস মাঠে সঞ্চালনের সমাপ্তি ঘটে। প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে জেলার সবগুলো খন্ড এবং নগর থেকে পাঁচ শতাধিক স্বয়ং সেবক পূর্ণ গনবেশে পথ সঞ্চালনে অংশ নেন। রাজপথের দু’ধারে অসংখ্য নরনারী স্বয়ং সেবকদের সুশৃঙ্খল সঞ্চালন উপভোগ করতে হাজির ছিলেন। গৈরিক ধ্বজ বহনকারী বাহিনী সহ স্বয়ং সেবকদের উলুধ্বনি শঙ্খধ্বনি পুষ্পবৃষ্টিতে স্বাগত জানান মহিলারা।
কমলাসাগরে সঙ্ঘের পথ সঞ্চালন অনুষ্ঠিত
69