Home » কাঁকড়াবনে ভোটের মুখে গণহারে ভাঙছে বিরোধীদল , যোগ দিচ্ছে বিজেপিতে

কাঁকড়াবনে ভোটের মুখে গণহারে ভাঙছে বিরোধীদল , যোগ দিচ্ছে বিজেপিতে

by admin

প্রতিনিধি , উদয়পুর :-

লোকসভা ভোটের মুখে কাকড়াবনে বিধানসভা কেন্দ্র জুড়ে গণহারে ভাঙছে বিরোধী দল । এক সময় এই রাজ্যের বুকে রক্তক্ষয়ী সংঘর্ষে কালো অধ্যায় রচিত হয়েছিল বিগত বাম আমল থেকে শুরু করে ১৯৮৮ জোট আমলে । বর্তমানে এই রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর ফিরে এসেছে শান্তি এবং সম্প্রীতি । তারই ফলস্বরুপ কাকরাবন বিধানসভার অন্তর্গত কার্য্য মনি ৪২ নং বুথ ও গর্জনমুড়া ১১ নং বুথে এক যোগদান সভা অনুষ্ঠিত হয় । এই দুইটি যোগদান সভায় ভাষণ রাখতে গিয়ে বিধায়ক জিতেন্দ্র মজুমদার বলেন , লোকসভা ভোটকে কেন্দ্র করে নৈতিকতাকে বিসর্জন দিয়ে বাম কংগ্রেসের অপজোট মেনে নিতে পারছে না দুই দলের নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ ও সমর্থকরা । যার ফলে উন্নয়নের নিরিখে মানুষ একমাত্র বিকল্প হিসেবে ভারতীয় জনতা পার্টিকে । তাই প্রতিদিন কাকড়াবন বিধানসভা কেন্দ্র জুড়ে কংগ্রেস ও সিপিআইএম দল ত্যাগ করে ভোটার থেকে শুরু করে সে সকল দলের কর্মীরা যোগ দিচ্ছেন বিজেপিতে । এদিন দুই জায়গায় মোট ৩০ পরিবারের ১০৩ জন ভোটার ভারতীয় জনতা পার্টির পতাকা তলে সামিল হন ‌। তাদেরকে দলে বরণ করে নেন বিধায়ক জিতেন্দ্র মজুমদার। এই দুইটি যোগদান সভায় স্থানীয় বিজেপি নেতৃত্ব থেকে শুরু করে মন্ডল নেতৃত্ব উপস্থিত ছিলেন।

You may also like

Leave a Comment