প্রতিনিধি, বিশালগড় , ২ মার্চ।। এবারও মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরিক্ষার্থীদের অভিভাবকদের জন্য অস্থায়ী বিশ্রামাগার তৈরি করলেন বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেব। গত বছর থেকে তিনি এ কাজ শুরু করেছিলেন। যার পোশাকি নাম প্রশান্তি নিলয়। অস্থায়ী ছাউনিতে বসার জন্য চেয়ার, বৈদ্যুতিক পাখা এবং পানীয় জলের বন্দোবস্ত করলেন বিধায়ক। বিশালগড়ের তিনটি পরিক্ষা সেন্টারের পাশে তৈরি হয়েছে প্রশান্তি নিলয়। শনিবার মাধ্যমিক পরিক্ষার প্রথম দিনে প্রশান্তি নিলয় পরিদর্শন করে অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করেন বিধায়ক সুশান্ত দেব। তিনি জানান পরিক্ষা শুরু হওয়ার পর প্রায় তিন ঘন্টা বাইরে অপেক্ষা করে অভিভাবকরা। কেউ রোদে কেউ ছায়ার খোঁজে ছুটে এদিক ওদিক। ফাল্গুনের প্রখর রোদে ভীষণ অসুবিধা হয় তাদের। তাই অভিভাবকদের বিশ্রাম এবং জল পানের জন্য প্রশান্তি নিলয় তৈরী করা হয়েছে। গত বছরে প্রথম বিধায়ক হিসাবে নির্বাচিত হয়ে এই অভিনব ভাবনার প্রতিফলন সরূপ প্রশান্তি নিলয় তৈরি করেছিলেন তিনি। এবারেও এর ব্যাতিক্রম হয়নি। বিধায়ক জানান এ কাজ তিনি প্রতি বছর করবেন। এদিকে বিধায়কের এই উদ্যেগের ভূয়সী প্রশংসা করেন অভিভাবকরা।
বিশালগড়ে পরিক্ষা সেন্টার প্রাঙ্গণে বিধায়কের প্রশান্তি নিলয়
150