Home » তীব্র দাবদাহ উপেক্ষা করে চড়িলাম চষে বেড়ালেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

তীব্র দাবদাহ উপেক্ষা করে চড়িলাম চষে বেড়ালেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

by admin

প্রতিনিধি, বিশালগড়, ২ জুন।। তাপমাত্রা চল্লিশ ডিগ্রি ছুঁয়েছে। তীব্র দাবদাহে হাসফাস অবস্থা। কাঠফাটা রোদ উপেক্ষা করেই শুক্রবার দিনভর চড়িলাম চষে বেড়ালেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে কেন্দ্রীয় সরকারের নয় বছর পূর্তি উপলক্ষ্যে বিজেপির মাস ব্যাপি জনসম্পর্ক অভিযান চলছে।
কর্মসূচির অঙ্গ হিসেবে শুক্রবার চড়িলাম মন্ডলের আমতলী, আড়ালিয়া, দক্ষিণ চড়িলাম প্রভৃতি এলাকায় জনতার কাছে সরকারি প্রকল্প গুলো তুলে ধরেছেন। মহা জনসম্পর্ক অভিযানে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক ছাড়াও ছিলেন বিজেপির জেলা সভাপতি গৌরাঙ্গ ভৌমিক, সহ-সভাপতি অমল দেবনাথ, জনজাতি মোর্চার জেলা সভাপতি কানুরাজ দেববর্মা, জেলা কমিটির সম্পাদক তাপস দাস, চড়িলাম মন্ডল অফিস সম্পাদক অনুপ দেবনাথ প্রমুখ। এদিন বিশ্রামগঞ্জ মোটর স্ট্যান্ডে প্রান্তিক ভবনে নতুন ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। নতুন ভোটারদের ফুল দিয়ে বরণ করেন তিনি। এছাড়া চড়িলাম লীলাদেব স্মৃতি হলে অঙ্গনওয়াড়ী আশা এবং স্ব সহায়ক দলের মহিলাদের নিয়ে আলোচনা করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। সভায় ছিলেন বিজেপির প্রদেশ সম্পাদিকা মৌসুমী দাস, মহিলা মোর্চার মন্ডল সভানেত্রী কাকলি দেব, মন্ডল সভাপতি রাজ কুমার দেবনাথ,অঙ্গনওয়াড়ি কর্মীর পক্ষে সম্পা দত্ত, আশা কর্মীদের পক্ষে রূপালী সরকার, স্ব সহায়দলের পক্ষে জ্যোৎস্না ভৌমিক। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বলেন মায়েরা হাঁস মোরগ গরু এবং ছাগল পালন করুন। জনজাতি মায়েরা শুকর পালন, মাছ চাষ করুন। ইন্টিগ্রেটেড ফার্মিং শুরু করুন। এতে একদিকে আপনারা স্বনির্ভর হবেন। অন্যদিকে ত্রিপুরা রাজ্য দুধ এবং মাছে স্বয়ংসম্পূর্ণ হবে। আপনাদের এই কাজের জন্য যাবতীয় সহযোগিতা সরকার করবে। অন্যদিকে ব্রজপুর পঞ্চায়েত মাঠে লাভার্থীদের নিয়ে আয়োজিত জনসভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। দক্ষিণ চড়িলাম ইংলিশ মিডিয়াম উচ্চ বিদ্যালয়ে সকল মোর্চার পদাধিকারীদের নিয়ে সাংগঠনিক সভা করেন তিনি। সর্বশেষ বৈঠক হয় লালসিংমুড়া হলে। মন্ডল কমিটি, শক্তি ইনচার্জ, বুথ সভাপতি, জনপ্রতিনিধিরা বৈঠকে উপস্থিত ছিলেন। এছাড়া চড়িলামের দুই ভাই উৎপল নমঃ এবং রাকেশ নমঃ সম্প্রতি গুয়াহাটিতে কাজ করতে গিয়ে প্রাণ হারায়। শোকাহত পরিবারের সঙ্গে মিলিত হয়ে সমবেদনা জ্ঞাপন করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। তিনি পরিবারটিকে এই বিয়োগ ব্যথা সহ্য করার শক্তি প্রদানের জন্য ভগবানের কাছে প্রার্থণা করেন। অসহায় শোকগ্রস্ত পরিবারকে প্রয়োজনীয় সরকারি সহায়তা প্রদানের আশ্বাস দেন তিনি।

You may also like

Leave a Comment