Home » কল্যাণপুরের উত্তর মহারানীপুরে প্রয়াত মন্ত্রী এন সি দেববর্মার পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হয়

কল্যাণপুরের উত্তর মহারানীপুরে প্রয়াত মন্ত্রী এন সি দেববর্মার পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হয়

by admin

নিজস্ব প্রতিনিধি কল্যাণপুর_কল্যাণপুরের উত্তরমহারানী তে পুরনো রাষ্ট্রীয় মর্যাদায় প্রয়াত মন্ত্রী এন সি দেববর্মার শেষকৃত্য সম্পন্ন হয়। চোখের জলে চির বিদায় জানালো রাজস্ব মন্ত্রী কে কল্যাণপুরে। প্রয়াত হন রাজ্যের রাজস্ব ও বনদপ্তরের মন্ত্রী নরেন্দ্র চন্দ্র দেববর্মা। উনার পৈত্রিক ভিটা কল্যাণপুরের উত্তর মহারানীপুরের নকশিরাই পাড়াতে সোমবার চোখের জলে চির বিদায় জানানো হয়। উনার নিতুর দেহ আগরতলা থেকে কল্যাণপুর এর বাড়িতে আসতেই কান্নায় ভেঙ্গে পড়েন পরিবার-পরিজনরা। বাড়িতে এক ঝলক উনাকে দেখতে ভিড় জমান এলাকার সাধারণ অংশের মানুষজনরা। মরদেহে ফুল মালা দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করলেন, ত্রিপুরা পুলিশের আইজি সৌমিত্র ধর জেলার পুলিশ সুপার রতিরঞ্জন দেবনাথ,খোয়াই জেলার জেলাশাসক ডি কে চাকমা, তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক প্রশোন কান্তি ত্রিপুরা,তেলিয়ামুড়া মহকুমা মহকুমা শাসক অভিজিৎ চক্রবর্তী, কল্যাণপুরের বিধায়ক পিনাকী দাস চৌধুরী, কৃষ্ণপুরের বিধায়ক অতুল দেববর্মা, ইএম কমল কলই, ডিস্ট্রিক্ট ফরেস্ট অফিসার, টিএসআর ১২,১০ এবং ৬ নং বেটেলিয়ানের কমান্ডেন্ট, বনদপ্তরের আধিকারিক, খোয়াই জেলা কংগ্রেসের সভাপতি শব্দ কুমার জমাতিয়া সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় প্রয়াত রাজ্যের মন্ত্রী এন সি দেববর্মার কে শেষকৃত্য সম্পন্ন হয় উনার পৈতৃক ভিটা উত্তর মহারানীপুরের নকশী রাই পাড়াতে। শেষে উনার বাড়ির পাশেই শেষকৃত্যে ঢল নামে সাধারণ মানুষের।

You may also like

Leave a Comment