প্রতিনিধি, বিশালগড়, ২ সেপ্টেম্বর।। বিশালগড়ের কৃতি সন্তান ডঃ অরুণোদয় সাহা। ভারত সরকার কর্তৃক অনন্য নাগরিক সম্মাননা পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছেন । তার এই অনন্য কৃতিত্বকে সম্মান জানানো হয় বিশালগড়ে। বিশালগড়ের সামাজিক সংগঠন ত্রয়ীর উদ্যোগে মঙ্গলবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে পদ্মশ্রী ডঃ অরুণোদয় সাহাকে “বিশালগড় রত্ন” সম্মানে ভূষিত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক সুশান্ত দেব, বিশালগড় পুর পরিষদের চেয়ারম্যান অঞ্জন পুরকায়স্থ, বিশালগড় পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন অতসী দাস, পঞ্চায়েত সমিতির সদস্য তপন দাস সহ ত্রয়ীর পক্ষে প্রসেনজিৎ রায়, গৌতম ঘোষ এবং প্রসেনজিৎ চক্রবর্তী। বক্তারা বিশালগড়ের সামাজিক জীবনে ডঃ অরুণোদয় সাহার অবদান সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন । নিজের বক্তব্যে ডঃ অরুণোদয় সাহা বলেন তিনি তার শিক্ষা এবং কর্মজীবনে পৃথিবীর বিভিন্ন প্রান্তে গেছেন, অনেক কিছু শিখেছেন, কিন্তু তার সবকিছুতেই বিশালগড়ের মাটির টান তিনি অনুভব করেছেন। বিশালগড়ের সাথে তাঁর নাড়ির সম্পর্ক তাঁকে বার বার উদ্বেলিত করেছে। এদিনের এই অনুষ্ঠানে বিশালগড় রত্ন সম্মানে পেয়ে তিনি আপ্লুত বলেই আবেগ প্রকাশ করেছেন। এদিনের অনুষ্ঠানে ত্রয়ীর আয়োজনে গত ২৫ শে আগষ্ট অনুষ্ঠিত পদ্মপুরাণ পুঁথি পাঠ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেওয়া হয়।
ডঃ অরুণোদয় সাহাকে “বিশালগড় রত্ন” সম্মানে ভূষিত করলো “ত্রয়ী”
52