প্রতিনিধি মোহনপুর:- মোহনপুর পুর পরিশোধের উদ্যোগে ১৮ জন নতুন সফাই কর্মী নিয়োগ করা হয়েছে। বৃহস্পতিবার মোহনপুরে বিধায়ক তথা মন্ত্রী রতনলাল নাথ আনুষ্ঠানিকভাবে নবনিযুক্ত এই সাফাই কর্মীদের হাতে নিয়োগপত্র তুলে দিলেন।
মোহনপুর পুর পরিষদ এলাকাকে আরো সুন্দর এবং স্বচ্ছ রাখার লক্ষ্যে নতুন করে ১৮ জন সাফাই কর্মী নিয়োগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার মোহনপুর পুর পরিষদ প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে সাফাই কর্মীদের হাতে নিয়োগপত্র, সাফাই সামগ্রী এবং তাদের পোশাক তুলে দিয়েছেন মন্ত্রী রতন লাল নাথ। তিনি নব যুক্ত সাফাই কর্মীদের প্রতি আহ্বান রাখেন মোহনপুর পুর পরিষদ এলাকাকে পরিস্কার পরিচ্ছন্ন রাখতে প্রত্যেকে সঠিকভাবে নিজের দায়িত্ব পালন করার। পাশাপাশি আগামী বছর গোটা রাজ্যের মধ্যে স্বচ্ছ শহর হিসেবে মোহনপুর পুর পরিষদকে অন্যতম জায়গায় নিয়ে যাওয়ার জন্য সাফাই কর্মী এবং পুর পরিষদ এলাকার জনগণের প্রতি দায়িত্বশীল হবার আহ্বান করলেন মন্ত্রী। এই কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোহনপুর পুরো পরিষদের সিইও সুভাষ দত্ত, চেয়ারপারসন অনিতা দেবনাথ, ভাইস চেয়ারম্যান শংকরদেব সহ অন্যান্যরা।
মোহনপুর পুর পরিষদে নব নিযুক্ত সাফাই কর্মীদের হাতে নিয়োগপত্র তুলে দিলেন মন্ত্রী
17
previous post