Home » বিস্ময় বালিকা হিসেবে হোমশিখার নাম উঠলো ইন্ডিয়া বুক অব রেকর্ডে।

বিস্ময় বালিকা হিসেবে হোমশিখার নাম উঠলো ইন্ডিয়া বুক অব রেকর্ডে।

by admin

ধর্মনগর প্রতিনিধি, :——বিস্ময় বালিকা হিসেবে হোমশিখার নাম উঠলো ইন্ডিয়া বুক অব রেকর্ডে। হোম শিখা চক্রবর্তী পেঁচারথল দ্বাদশ মান বিদ‍্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্রী। বয়স ৯ বৎসর। হোমশিখার বাবা মিঠুন বাবু শিক্ষা দপ্তরের কেরনীর পদে চাকুরীরত। মা কণিকা দেবী শিক্ষিকা। ছোট থেকেই হোমশিখার সারারন জ্ঞানের প্রতি প্রতিভা পরিলক্ষিত হয়। সেই থেকে উনারা তালিম দিতে থাকেন। হোমশিখা সম্প্রতি ইন্ডিয়া বুক অব রেকর্ডস এর আর,বি,আর এচিভার পুরুষ্কারে সম্মানিত হয়েছে। এই প্রতিযোগিতায় বিস্ময় বালিকা হোমশিখা বিশ্বের ১৯৫ টি দেশ ও তার রাজধানীর নাম মাত্র দুই মিনিট আটাশ সেকেন্ডর মধ‍্যে বিনা বাধাঁয় বলতে পেরেছে। এছাড়াও ভারতের ২৮টি রাজ‍্য ও তার রাজধানীর নাম এবং ৮টি কেন্দ্র শাসিত অঞ্চল ও তার রাজধানীর নাম অনর্গল ২৩ সেকেন্ডে বলতে পেরেছে। অন‍্যদিকে ৩০২টি সাধারনজ্ঞানের প্রশ্নের উত্তর দিয়েছে ১৫ মিনিট ১৬ সেকেন্ডের মধ্যে। এভাবে তার বহুমুখী প্রতিবার জন্য সে এই পুরস্কার অর্জন করেছে। তার এই সাফল্যে তার মা-বাবা যেমন আপ্লুত তেমনি পেচারথলবাসিও অত্যন্ত গর্বিত।

You may also like

Leave a Comment