শান্তিরবাজার প্রতিনিধি: অন্যান্যবছরেরন্যায় এইবছরও একগুচ্ছ সামাজিক কর্মসূচী হাতেনিয়ে শান্তির বাজার মহকুমার সাঁচীরামবাড়ী এলাকায় অবস্থিত নবমবাহিনী টি এস আর ক্যাম্পের হেডকোয়াটারে অনুষ্ঠীত করাহয় ২৩ তম প্রতিষ্ঠাদিবস। আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথিহিসাবে উপস্থিতছিলেন ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ শ্রী অভিতাভ রঞ্জন। প্রধান অতিথির পাশাপাশি উপস্থিতছিলেন এডিশনাল ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ শ্রী জি এস রাও, ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ শ্রী চেরিভ মারাক, এসিডেন্ট ইনেস্পেক্টর জেনারেল অফ পুলিশ শ্রী আর ডারলং,দক্ষিনজেলার পুলিশ সুপার শ্রী অশোক কুমার সিনহা, নবম বাহিনী টি এস আর এর কমানডেন্ট শ্রী অলোক ভট্টাচার্য্য সহ অন্যান্যরা। অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দরা প্রথমে নবম বাহিনী টি এস আর জোওয়ানদের দ্বারা আয়োজিত রক্তদান শিবির পরিদর্শন করেন। সেখানে রক্তদানে জোওয়ানদের রক্তদানে উৎসাহিত করেন ডি জি এবং উপস্থিত অতিথিরা । রক্তদান শিবির থেকে টি এস আর জোওয়ানদের দ্বারা দেওয়া বিভিন্ন ষ্টল পরিদর্শন করেন । পরবর্তীসময় ফটো ষ্টল পরিদর্শনকরেন ডি জি। ফটো ষ্টলের মধ্যে নবম বাহিনী টি আর জোওয়ানদের বিভিন্ন কর্মসূচী প্রদর্শন করাহয়। আজকের অনুষ্ঠানে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের লোকজনদের হাতে পূজো উপলক্ষ্যে পরিধানের বস্ত্র প্রদানের পাশাপাশি ছাত্র-ছাত্রীদের স্কুল ব্যাক প্রদান করা হয়। পাশাপাশি বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়। বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন উপস্থিত অতিথিরা । সেখানথেকে অনুষ্ঠানে আমন্ত্রীত অতিথিবৃন্দরা টি এস আর জোওয়ানদেরদ্বারা আয়োজিত বৃক্ষরোপন অনুষ্ঠানে অংশগ্রহনকরে। অনুষ্ঠানে বক্তব্যরাখতেগিয়ে প্রধান অতিথি ত্রিপুরা রাজ্যের টি এস আর জোওয়ানদের বিভিন্ন কর্মসূচীর কথা জনসন্মুখে তুলেধরেন। এইবছর বন্যায় লোকজনদের সাহাযার্থে বিশেষ ভূমিকা পালন করেছে টি এস আর জোওয়ানরা। নবম বাহিনী টি এস আর জোওয়ানদেরমধ্যে নায়েবসুবেদার পিন্টু দাস বন্যাচলাকালিন লোকজনদের উদ্ধার কাজে উনার টিম নিয়ে নিষ্ঠারসহিত কাজকরেগেছেন। জানা যায় প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ৭৭ জন জোয়ান স্বেচ্ছায় রক্তদান করেন। নবম বাহিনী কমান্ডেন জানান প্রশাসনিক দায়িত্ব পালনের পাশাপাশি আগামী দিনও এই ধরনের সামাজিক কর্মসূচি জারি থাকবে নবম বাহিনীর উদ্যোগে। টি এস আর নবম বাহিনীর এর উদ্দ্যেেগে আয়োজিত আজকের অনুষ্ঠানে উপস্থিত লোকজনদেরমধ্যে ব্যাপক উৎসাহ উদ্দিপনা লক্ষ্যকরাযায়।
রক্তদানের ,খেলাধুলা, বিভিন্ন সামাজিক কর্মসূচির মধ্যে দিয়ে নবম বাহিন প্রতিষ্ঠাদিবস পালন।
by admin
written by admin
66
previous post