Home » চন্দ্রনগরে বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপন

চন্দ্রনগরে বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপন

by admin

প্রতিনিধি, বিশালগড় ,  ।।
বিশালগড় মহকুমার বাইদ্যাদিঘী স্থিত নিউ জীবনানন্দ শিশু নিকেতন এবং ২নং চন্দ্রনগর ইসলামিয়া জুনিয়র মাদ্রাসার যৌথ উদ্যোগে বিশ্ব তামাকমুক্ত দিবস পালন করা হয়। শুক্রবার জীবনানন্দ শিশু নিকেতন প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসা শিক্ষক মহরম আলী। অনুষ্ঠানের প্রধান অতিথি সিপাহীজলা জেলা শিক্ষা আধিকারিক মলয় ভৌমিক তামাক ব্যবহারের ব্যাপক প্রাদুর্ভাব এবং স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব বিষয়ে আলোচনা করেন।
ছাত্র যুবদের তামাক মুক্ত রাখতে অভিভাবকদের প্রতি অনুরোধ করেন ত্রিপুরা রাজ্য হজ কমিটির চেয়ারম্যান শাহ আলম। অনুষ্ঠানে শিশু নিকেতন ও মাদ্রাসার ছাত্ররা বসে আঁকো প্রতিযোগিতা, বৃক্ষরোপণ কর্মসূচি ও বিভিন্ন ধরনের নৃত্যে অংশ নেয়। তাদেরকে পুরস্কৃত করেন অতিথিরা। অনুষ্ঠানে এছাড়া বক্তব্য রাখেন বিশালগড় বিদ্যালয় পরিদর্শক প্রদীপ দেববর্মা, বাইদ্যাদিঘী এইচ এস স্কুলের সহকারী প্রধান শিক্ষিকা উত্তরা চাকমা, ত্রিপুরা রাজ্য হজ কমিটির সদস্য মাওলানা জাকির হুসাইন আল-জলিলী, প্রধান রত্না শুক্লা দাস, শিক্ষক অতুল কুমার সিনহা, নিউ জীবনানন্দ শিশু নিকেতনের সম্পাদক শ্রীধাম চন্দ্র ভৌমিক, মাদ্রাসা এস এম সি কমিটির সম্পাদক আবু কাওসার, সভাপতিত্ব করেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি হাজী আলমগীর শাহ, নিউ জীবনানন্দ শিশু নিকেতনের প্রধান শিক্ষক আক্তার হোসেন।

You may also like

Leave a Comment