114
প্রতিনিধি, বিশালগড় , ২৯ ফেব্রুয়ারি।। বিশালগড় মহকুমা আইন সেবা কতৃপক্ষের উদ্যোগে অনুষ্ঠিত হয় আইনি সচেতনতা শিবির। বৃহস্পতিবার বিশালগড় ব্লকের কোনাবন দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় এই শিবির। আলোচ্য বিষয় ছিল ড্রাগসের কুফল । আলোচনা করেন আইনজীবী রাজীব প্রসাদ দাস । তিনি বলেন মারাত্মক ড্রাগসের ছোবলে ছাত্র যুব সমাজ ধ্বংসের দ্বারপ্রান্তে। নেশার বিরুদ্ধে কঠোর আইন রয়েছে। কিন্তু সমাজকে ড্রাগসের কুফল থেকে রক্ষা করতে সচেতনতা প্রয়োজন। এক্ষেত্রে ছাত্র সমাজকে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে।