Home ত্রিপুরা ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটির উদ্যোগে খোয়াইসরকারি দ্বাদশ শ্রেণী বালক বিদ্যালয় এর মাঠে এক মেগা লিগ্যাল সার্ভিস কেম্প অনুষ্ঠিত হয়।

ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটির উদ্যোগে খোয়াইসরকারি দ্বাদশ শ্রেণী বালক বিদ্যালয় এর মাঠে এক মেগা লিগ্যাল সার্ভিস কেম্প অনুষ্ঠিত হয়।

by admin
0 comment 69 views

ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটির উদ্যোগে খোয়াইসরকারি দ্বাদশ শ্রেণী বালক বিদ্যালয় এর মাঠে এক মেগা লিগ্যাল সার্ভিস কেম্প অনুষ্ঠিত হয়। আজ সকালে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোয়াই ডিস্ট্রিক্ট জজ শ্রীমতি শংকরী দাস, অতিরিক্ত ডিস্ট্রিক্ট জজ রাজিব ভট্টাচার্য, খোয়াই মহকুমা পুলিশ আধিকারিক শ্রী পোষণ কান্তি মজুমদার, পাবলিক প্রসিকিউটর শ্রী অভিজিৎ ভট্টাচার্য, খোয়াই বার এসোসিয়েশনের সভাপতি শ্রী ননীগোপাল দেবনাথ, সহ অন্যান্যরা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে খোয়াই জেলা ও দায়রা জজ আদালতের মাননীয়া বিচারক শ্রীমতি শংকরী দাস মহোদয়া নিজের অভিমত ব্যক্ত করতে গিয়ে বলেন দেশে কি হচ্ছে, দেশের সরকার জনকল্যাণে কি কি কাজ করছে একজন নাগরিক হিসেবে তা প্রত্যেকের জানার অধিকার রয়েছে। কারণ আমাদের দেশ জন কল্যাণমুখী দেশ। তিনি বলেন এস সি, এস টি, মহিলা এবং বিপিএল ভুক্ত লোকেরা সুপ্রিম কোর্ট পর্যন্ত বিনামূল্যে লয়ার পাবে এটাও kসকলের জানা উচিত। ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটির উদ্যোগে এখানে যে সরকারি বিভিন্ন স্টল খোলা হয়েছে তার থেকে আমাদের অনেক কিছু জানার ও শিক্ষনীয় বিষয় রয়েছে। যেমনটা ডিজেস্টার ম্যানেজমেন্ট এর মাধ্যমে প্রাকৃতিক দুর্যোগের সময় আমাদের কি কি করনীয় এই বিষয়ে অবগত হওয়া। শ্রম দপ্তরের মাধ্যমে যারা অসংগঠিত শ্রমিক তাদের জন্য সরকারি কি স্কিম রয়েছে তা আমরা জানতে পারবো। এছাড়া এই লিগ্যাল সেল এর মেঘা শিবিরে রয়েছে বিভিন্ন সরকারি দপ্তরের স্টল। এবং খোয়াই অগ্নি নির্বাপক দপ্তরের উদ্যোগে মহড়া প্রদর্শন।

Related Post

Leave a Comment