
প্রতিনিধি, বিশালগড় , ১ ফেব্রুয়ারি।। বিশালগড় ব্লকের রাউৎখলা গ্রাম পঞ্চায়েতের ৬ নং ওয়ার্ডে পেভার ব্লকে নির্মাণ করা হয় রাস্তা। এতে খরচ হয়েছে প্রায় কুড়ি লক্ষ টাকা। উপকৃত হবে কয়েক হাজার মানুষ। বৃহস্পতিবার নবনির্মিত রাস্তার উদ্বোধন করেন বিধায়ক সুশান্ত দেব। উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত। ছিলেন গ্রামের প্রধান সুমন দেবনাথ সহ স্থানীয় জনপ্রতিনিধি এবং নাগরিকরা। ভাষণে বিধায়ক সুশান্ত দেব বলেন একসময় শহরে পেভার ব্লকে রাস্তা তৈরি করা হতো। গ্রামে পেভার ব্লকে রাস্তার স্বপ্ন দেখেনি কেউ। কিন্তু বর্তমান সরকার কথায় নয় কাজে বিশ্বাস করে। এই ওয়ার্ডের মানুষের দুর্ভোগ লাঘবের জন্য তৈরি হয় উন্নত মানের গ্রামীণ সড়ক। জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত বলেন আমরা গ্রাম এবং শহরের মধ্যে প্রার্থক্য দূর করতে চাই। এখন সকল গ্রামে স্ট্রিট লাইট, বিশুদ্ধ পানীয় জল, উন্নত শৌচ ব্যবস্থা, উন্নত রাস্তা নির্মাণ হচ্ছে। এগুলো একসময় শহরে হতো।