ধর্মনগর প্রতিনিধি;- এক নভেম্বর। মঙ্গলবার রাএি আনুমানিক এগারোটা পয়তাল্লিশ মিনিট নাগাদ উওর জেলার ধর্মনগর শহরের মহেশ স্মৃতি রোডে আকস্মিক ভাবে অগ্নিকান্ডের ঘটনায় মোট দশটি দোকান ভস্মীভূত হয়ে যায় । খবর পেয়ে ছুটে আসে ধর্মনগর এবং কদমতলা ও পানিসাগর থেকে আগত দমকলের চারটি ইঞ্জিন।আগুনের তীব্রতা অধিক পরিমানে থাকলেও দমকলের চারটি ইঞ্জিন সহ উপস্থিত জনতার সহায়তায় প্রায় আধা ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনার খবর পেয়ে ছুটে আসেন জেলাশাসক ও সমাহর্তা দেবপ্রিয় বর্ধন,জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী,মহকুমা প্রশাসক বিবেক এইচ বি সহ ধর্মনগর পুর পরিষদের চেয়ারম্যান প্রদ্যুৎ দে সরকার। আগুন নিয়ন্ত্রণে আসলেও ক্ষয়ক্ষতির পরিমান কুড়ি লক্ষাধিক টাকা ছাড়িয়ে যাবে বলে অনুমান করা হচ্ছে। জেলাশাসক ও সমাহর্তা জানিয়েছেন,অগ্নিকান্ডের ঘটনায় ক্ষতিগ্রস্তদের সাথে কথা বলে ক্ষয়ক্ষতির পরিমান নির্ধারন করে সরকারি ভাবে সহায়তার হাত বাড়িয়ে দেওয়া হবে। তবে অগ্নিকান্ডের মুল উৎস কি তা এখনো পরিস্কার নয়। অগ্নিকাণ্ডে যাদের গোডাউন পুড়ে ছাই হয়ে গেছে তাদের মধ্যে রয়েছে কাজল দাস, লিটন রায়, অজিত নাথ, মিন্টু দেব, অধির নাথ, সঞ্জু দাস সহ বাজারের বেশ কিছু ব্যবসায়ীর। বৈদ্যুতিক শর্ট সার্কিট কিংবা নাশকতা বিষয়টি ক্ষতিয়ে দেখছে ধর্মনগর থানার পুলিশ। বুধবার সকালে ধর্মনগর এর বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন এলাকা পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাথে কথা বলেন। আপাতত ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের নয় জন এবং দুইজন ক্ষুদ্র ব্যবসায়ীকে মহকুমা শাসকের ফান্ড থেকে পাঁচ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে আশ্বস্ত করেন।
ধর্মনগর মহেশ স্মৃতি রোডে পাইকারি বাজারে বিধংসী অগ্নিকাণ্ড,পুড়ে ছাই ১০টি দোকান।
by admin
written by admin
147