প্রতিনিধি, বিশালগড় , ১ এপ্রিল।। জাতীয় সড়কের বিশ্রামগঞ্জ এলাকায় প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। শনিবার সন্ধ্যা রাতে যাত্রীবাহী ইকো গাড়ি উল্টে গিয়ে মারাত্মকভাবে জখম হয়েছে ছয় জন। ঘটনাটি ঘটে জাতীয় সড়কের বিশ্রামগঞ্জের দেওয়ানবাজারে। উদয়পুর থেকে আগরতলা যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে ইকো গাড়িটি। উল্টে গিয়ে সড়কের পাশে পড়ে যায় গাড়ি। বিকট শব্দ পেয়ে স্থানীয়রা ছুটে গিয়ে গাড়িতে থাকা যাত্রীদের উদ্ধার করে। ইকো গাড়িতে থাকা ৬ জন যাত্রী গুরুতরভাবে আহত হয়েছে । খবর পেয়ে বিশ্রামগঞ্জ দমকল কর্মীরা দ্রুত ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। আহতরা হলেন অদ্রিকা রায়, তনুশ্রী রায়, রাজীব ভট্টাচার্জী, নিপা দেববর্মা, শংকর পাল, পরেশ দেববর্মা।এর মধ্যে শংকর পাল, পরেশ দেববর্মা, অদ্রিকা রায়ের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের আগরতলা জিবি হাসপাতালে রেফার করা হয়েছে । দুর্ঘটনাগ্রস্থ গাড়ি বাজেয়াপ্ত করেছে বিশ্রামগঞ্জ থানার পুলিশ।
85