প্রতিনিধি, তেলিয়ামূড়া।১লা এপ্রিল। গত কয়দিনের বর্ষণজনিত পরিস্থিতির কারণে মুঙ্গিয়া কামি আর ডি ব্লক এলাকার আসাম আগরতলা জাতীয় সড়কের ৪৫ মাইল এলাকার, যেখানে জাতীয় সড়ক নির্মাণের কাজ চলছিল সেখানে ভূমিধসের ফলে বেশ কিছু পরিবার প্রচণ্ড ভাবে ক্ষতিগ্রস্ত হয়। বিশেষ করে যোগাযোগের সমস্যা থেকে শুরু করে আর্থ সামাজিক সমস্ত প্রকারের সমস্যাদীর্ণ হয়ে একটা বিরাট অংশের পরিবার আঠারমুড়া ভিলেজের অন্তর্গত ৪৫ মাইল এলাকার স্থানীয় একটা বিদ্যালয় সহ দুটা অঙ্গনওয়াড়ি সেন্টারে শরণার্থী হিসেবে থাকতে শুরু করে। গতরাত থেকে তাদের এই অবস্থার কথা অবগত হয়ে আজ রাজ্যের জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা বিভিন্ন স্তরের প্রশাসনিক আধিকারিকদের সাথে করে নিয়ে ঘটনাস্থলে ছুটে যান। এই পরিদর্শনকালে মন্ত্রী শরণার্থী হিসেবে থাকা পরিবারগুলোর সাথে কথা বলে বিভিন্ন প্রকারের পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেন এবং সাথে সাথে যে 46 টি পরিবার বর্তমানে শরণার্থী হিসেবে রয়েছে তাদের খাওয়া-দাওয়ার ব্যবস্থা করা সহ আগামী দিনে তাদের এই সমস্যার কিভাবে স্থায়ী সমাধান করা যাবে সেই ব্যাপারে প্রশাসনিক কর্তাদের সিদ্ধান্ত গ্রহণের জন্য নির্দেশ প্রদান করেন।গোটা বিষয় নিয়ে সংবাদ মাধ্যমের প্রতিনিধির সাথে আলাপচারিতায় মন্ত্রী বিকাশ দেববর্মা দাবী করেন তাদের এই সমস্যার সম্পর্কে প্রশাসন অবগত হয়েছে এবং আগামী দিনে যাতে করে তাদের এই সমস্যার চির সমাধান করা যায় তার রাস্তা বের করা হবে এবং এই সময় সাপেক্ষে সব প্রকারের সাহায্য সহযোগিতা প্রশাসন থেকে করা হবে বলেও মন্ত্রী বিকাশ দেববর্মা আশাবাদ ব্যক্ত করেন। শরণার্থী হয়ে আসা পরিবারগুলোর তরফ থেকে অবিলম্বে প্রশাসনের কাছে তাদের সমস্যা সমাধানের যেমন দাবি জানানো হয় ঠিক এর পাশাপাশি অতি দ্রুততার সাথে মন্ত্রীর নেতৃত্বে সমস্যার সমাধানে প্রশাসনিক কর্তা ব্যক্তিরা ময়দানে নামায় তাদের তরফ থেকে ব্যাপক সন্তুষ্টি প্রকাশ করা হয়।
108
next post