92
প্রতিনিধি, বিশালগড় , ১ এপ্রিল ।। সিপাহীজলা জেলার কাঁঠালিয়া ব্লকের থলিবাড়িতে অনুষ্ঠিত হবে ২১ তম রাজ্যভিত্তিক বুইসু তের (উৎসব)। উৎসব সর্বাঙ্গিন সুন্দর করতে প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয় বিশ্রামগঞ্জে। শনিবার সিপাহীজলা জেলা শাসকের মিলনায়তনে আয়োজিত প্রস্তুতি বৈঠকে উপস্থিত ছিলেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা। এছাড়া ছিলেন সিপাহীজলা জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, এমডিসি পদ্মলোচন ত্রিপুরা, ডিসিএম সুমন রক্ষিত, অতিরিক্ত জেলা পুলিশ সুপার রনধীর দেববর্মা সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা। আগামী ১২ এবং ১৩ এপ্রিল রাজ্যভিত্তিক বুইসু উৎসব অনুষ্ঠিত হবে। থলিবাড়ি দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে হবে এই উৎসব । উৎসবকে সফল রূপ দেওয়ার গুরুত্বারোপ করেন মন্ত্রী বিকাশ দেববর্মা।