দলীয় কার্যালয় নির্মাণের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না, আগামী দিনে আমাদের সামনে বড় লড়াই রয়েছে। বিজেপি দল হচ্ছে একটা পরিবার। আমরা শ্যামাপ্রসাদ মুখার্জী অটল বিহারী বাজপাই এবং ভারতের যশশ্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির আদর্শকে পাথেয় করে আমরা এগিয়ে যাচ্ছি। বিজেপি দল হচ্ছে উন্নয়নের দল। সিপিএম হচ্ছে সন্ত্রাসের পার্টি এবং কংগ্রেস উশৃংখলের দল। বৃহস্পতিবার খোয়াই লালছড়া স্থিত বিজেপি খোয়াই জেলা কার্যালয়ের শুভ দারোগাটনঅনুষ্ঠানে এই কথাগুলি বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা। এদিন অনুষ্ঠানের শুরুতেই দলীয় পতাকা উত্তোলন করেন বিজেপি খোয়াই জেলা সভাপতি পিনাকী দাস চৌধুরী। এরপর ফিতা কেটে নবনির্মিত দলীয় কার্যালয়ের শুভ দ্বার উদঘাটন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এই দিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির প্রদেশ সভাপতি রাজিব ভট্টাচার্য, বিধানসভার সরকারি মুখ্যসচেতক কল্যাণীরায়, প্রদেশ কমিটির সাধারণ সম্পাদক অমিত রক্ষিত এবং টিংকু রায়, প্রদেশ কমিটির সহ-সভা নেত্রী পাতাল কন্যা জমাতিয়া এবং উত্তরা দেববর্মা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজেপির খোয়াই জেলা সভাপতি পিনাকী দাস চৌধুরী। দলীয় কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেন বর্তমান রাজ্য সরকারের আমলে সরকারি সুযোগ-সুবিধা প্রদানে কোনরকম ভেদাভেদ বিচার করা হয় না। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জি মানুষের কথা ভাবেন, দেশের কথা ভাবেন , উনার চিন্তাধারাকে পাথেয় করে দল এগিয়ে যাচ্ছে। মোদীজির চিন্তা ধারা সাধারণ মানুষের মধ্যে তাদের মৌলিক অধিকার গুলি কিভাবে পৌঁছে দেওয়া যায় তা নিয়ে ভাবেন তিনি। মানুষের উন্নয়নে কাজ করতে ভালোবাসেন তিনি। আর সিপিএম সন্ত্রাসকে ভালোবাসে। রাজ্যে কোন অবস্থায় শান্তির পরিবেশ কে বিনষ্ট করে সন্ত্রাসের রাজত্ব কায়েম হতে দেব না বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা। বিজিবি প্রদেশ সভাপতি রাজিব ভট্টাচার্য উনার বক্তব্যে বলেন আগামী কিছুদিনের মধ্যে ২০২৩ এর বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। খোয়াই জেলার ছয়টি বিধানসভা কেন্দ্রে পদ্মফুল ফুটাতে হবে। আমরা রাজ্যে ৬০- ৬০ টি আসন চাইছি। সেই দৃঢ়তা এবং সংকল্প নিয়ে আমরা এগিয়ে যাব। কারণ বিজেপি দল মানুষের জন্য কাজ করছে। বিরোধীরা বুঝতে পারছে, ২০২৩এ বিজেপিকে একা রোখা যাবে না অন্য দলের সাথে জুট করতে হবে। রাজ্যবাসী ভুলে যায়নি, ২৫ বৎসর রাজ্যে সন্ত্রাসের রাজত্ব কায়েম করে তুলেছিল সিপিএম। ২০১৮ নির্বাচনের পূর্বে বিজেপির 11 জন কার্যকর্তা লাল সন্ত্রাসীদের হাতে খুন হয়েছে। বিজেপি কর্মীদের মিথ্যা মামলায় জড়িয়ে বাড়িছাড়া করা হয়েছে। সিপিএম লাসের উপর দাঁড়িয়ে রাজনীতি করছে যা অত্যন্ত হৃদয়বিদারক এবং মর্মান্তিক। তবে বিজেপিও চুপ করে বসে থাকবে না যোগ্য জবাব দেওয়ার জন্য বিজেপির সৈনিকরা প্রস্তুত। তিনি বলেন কংগ্রেসের কাঁধে ভর করে ২৫ বছর ক্ষমতা টিকে ছিল সিপিএম রাজ্যের মানুষ ভালো করে জানে। কংগ্রেসের চরিত্র সম্পর্কে মানুষকে নতুন করে বোঝাতে হবে না। নতুন করে কংগ্রেস এবং সিপিএম মিতালীতে যুক্ত হয়েছ। নতুন করে প্রেম শুরু হয়েছে তাদের মধ্যে। সময়ে রাজ্যের মানুষ এর যোগ্য জবাব দেবেন বলে তিনি আশা ব্যক্ত করেন এবং তার সাথে আগামী বিধানসভা নির্বাচনে জেলার ছয়টি বিধানসভা কেন্দ্র পদ্মময় হয়ে উঠবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
খোয়াই লালছড়া স্থিত বিজেপি খোয়াই জেলা কার্যালয়ের শুভ দ্বার উদঘাটন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা
by admin
written by admin
122
previous post
যোগদান অব্যাহত রয়েছে চন্ডীপুরে
next post