ধর্মনগর প্রতিনিধি। শুক্রবার জেলা কার্যালয়ে বিকাল 3 ঘটিকায় বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য আসেন এবং উত্তর জেলার সাংবাদিকদের সাথে মিলিত হন। তিনি জানান লোকসভা নির্বাচনের একেবারে শেষ পর্যায়ে অর্থাৎ এক জুন যে শেষ পর্যায়ে লোকসভার ভোট হতে যাচ্ছে তার প্রাক্কালে তিনি জেলা মন্ডল এর কার্যকর্তাদের সাথে এক বিশেষ বৈঠকে মিলিত হন। কারণ লোকসভা নির্বাচনের পর ই এই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন হতে চলেছে। লোকসভার গণনার চার জুন এবং পঞ্চায়েত নির্বাচন কেমন করে করবে তা নিয়ে জেলা মণ্ডল এবং অফিস বেয়ারারদের নিয়ে এক বিশেষ বৈঠক সম্পন্নের কাজে প্রদেশ সভাপতি এসেছেন। উনার সাথে উপস্থিত ছিলেন প্রদেশ সহ-সভাপতি এবং উত্তর জেলার দায়িত্বপ্রাপ্ত প্রবাহী তাপস ভট্টাচার্য, কুমারঘাট বিধানসভার কেন্দ্রের বিধায়ক ভগবান দাস, ওবিসি মোর্চার প্রদেশ সভাপতি মলিনা দেবনাথ, জেলা পরিষদের চেয়ারম্যান ভবতোষ দাস, উত্তর জেলার সভাপতি কাজল দাস প্রমূখ। তিনি জানান চার জুন আমরা সবাই মোদির তৃতীয়বারের প্রধানমন্ত্রী হওয়ার আনন্দে হোলি খেলব এবং আগামী পঞ্চায়েত নির্বাচন কেমন করে হবে তা নিয়ে জেলা মণ্ডল ও অফিস বেয়ারার দের নিয়ে এই গুরুত্বপূর্ণ বৈঠক সম্পন্ন হবে। রাজ্যের বিরোধী দলগুলি একটা স্লোগান তুলেছে যে রাজ্যে খাদ্য নেই জল নেই সবকিছুর অভাব রয়েছে। তাকে ভারতীয় জনতা পার্টি ধিক্কার জানায়। কিছুদিন আগে রাজ্যস্তরে এক ধিক্কার সম্মতভাবে অনুষ্ঠিত হয়। আগামী কাল অর্থাৎ পহেলা জুন রাজ্যজুড়ে যুব মোর্চা আবার রাজ্যজুড়ে ধিক্কার মিছিল সংঘটিত করবে। প্রধানমন্ত্রীর দয়ায় রাজ্যের গরিব অংশের মানুষদের ফ্রি রেশন দেওয়া হচ্ছে। রেশম শপের মাধ্যমে ডাল আটা সরিষার তেল চা পাতা মসলা প্রভৃতি দেওয়া হচ্ছে। ২৫ বছর সিপিআইএম শাসনকালে রাজ্যে যে স্বর্ণযুগের কথা বলা হয়েছে এখন এই স্বর্ণযুগের পাপের ঠেলায় এই রাজ্যের মানুষ দিশেহারা হয়ে পড়েছে। আগামী পঞ্চায়েত নির্বাচনে সকলের সমবেত প্রয়াসে কেমন করে বৈতরণ ী নির্ভীকতা নিয়ে পার হওয়া যায় তাই নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক সম্পন্ন হবে। সকলের সমবেত প্রয়াসে এবং কার্যকরতাদের সক্রিয় করতে এই বৈঠক এর আয়োজন করা হয়েছে।
স্বর্ণ যুগের পাপের ফল ভোগ করছে এখন রাজ্যের জনতা –প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য।
by admin
written by admin
134