Home » এক যান দুর্ঘটনায় গুরুতর আহত হলেন ৯ জন

এক যান দুর্ঘটনায় গুরুতর আহত হলেন ৯ জন

by admin

মঙ্গলবার এক যান দুর্ঘটনায় গুরুতর আহত হলেন ৯ জন। এদের মধ্যে চারজনকে আশঙ্কা জনক অবস্থায় খোয়াই জেলা হাসপাতাল থেকে আগরতলা জিবি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ঘটনার বিবরনে জানা যায় তুলাশিখরের কুইচা বাড়ি এলাকায় জলের ট্যাঙ্কার গাড়ি উল্টে আহত হন ৯ জন গ্রামবাসী। এদের মধ্যে চারজনকে গুরুতর অবস্থায় আগরতলা জিবিতে রেফার করা হয়। অবশিষ্টদের আঘাত গুরুতর না হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর তাদের ছেড়ে দেওয়া হয়। জানা যায় আহতদের মধ্য থেকে প্রথমে দুজনকে এবং এর পরে আরো দুজন সর্বমোট চারজনকে অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে সঙ্গে সঙ্গে আগরতলা জিবি হাসপাতালে রেফার করে দেয় কর্তব্যরত চিকিৎসক। যে চারজনকে রেফার করা হয়েছে তারা হল মহাদেব শুক্ল দাস(41), নিখিল দাস(56), লিটন দেব(24), শান্তা দেব(55) এই ঘটনায় মুহূর্তের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয় গোটা এলাকায়। উল্লেখ্য গ্রীষ্মের তীব্র দাবদাহ এবং সুখা মৌরসুমের ফলে খোয়াই মহকুমার প্রত্যন্ত এলাকাগুলোতে তীব্র জনসংকট তৈরি হয়েছে। এই জলসংকট দূর করতে প্রশাসনের পক্ষ থেকে গাড়ি করে বিভিন্ন এলাকায় জল সরবরাহ করা হচ্ছে। কিন্তু মঙ্গলবারের এই দুর্ঘটনায় বিপত্তির সৃষ্টি হয়।

You may also like

Leave a Comment