ধর্মনগর প্রতিনিধি। আবারো উত্তর জেলার পুলিশ নেশা বিরোধী অভিযানে সাফল্য অর্জন করল। প্রায় ২৫ কোটি টাকার হিরোইন সহ দুইজনকে গ্রেফতার করল দান ছড়া থানার পুলিশ। গোপন সূত্রে ভিত্তিতে উৎপেতে বসেছিল দাম ছড়া থানার পুলিশ। hyundai টিআর ০১ বিডব্লিউ 0595 নম্বরের একটি গাড়িকে তল্লাশি চালায় পুলিশ। তল্লাশিতে ১৭৭ প্লাস্টিক কে স ধরা পড়ে যার মধ্যে ২ কেজি ২১২ গ্রাম হিরোইন রয়েছে বলে পুলিশ জানিয়েছে। দুজনকে গ্রেফতার করা হয়েছে সাহিদুল রহমান বয়স 35 বছর, পিতা মৃত সিদ্দিকুর রহমান কুলুবানী,সোনা মোড়া এবং অপরজন জসীমউদ্দীন বয়স ৩৫ বছর পিতা আলকাস মিয়া ঠাকুরমোড়া সোনামুড়া। উত্তর জেলার পুলিশ সুপার ভানু পদ চক্রবর্তী জানিয়েছেন এই হিরোইনের কালোবাজার মূল্য প্রায় ২৫ কোটি টাকা হবে । দীর্ঘদিন কোন ধরনের নেসা জাতীয় সামগ্রী ধরার জন্য উত্তর জেলা পুলিশ আবার সাফল্য অর্জন করল পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী নেতৃত্বে।
অপরাধ
প্রতিনিধি, উদয়পুর :- প্রায়শই শহর অথবা গ্রামীন এলাকা থেকে গবাদি পশু চুরি হওয়ার ঘটনা ব্যাপক বেড়ে গিয়েছে। এর ফলে ক্ষতির সম্মুখীন হচ্ছেন গবাদি পশুর মালিকরা । কখনো রাতের অন্ধকারে আবার কখনো দিনের আলোতে গরু চুরি করে পার্শ্ববর্তী বাংলাদেশে সীমান্ত পেরিয়ে পাড়ি দিচ্ছে চোরা কারবারিদের হাত ধরে । বাংলাদেশের চোরাকারবারিদের সাথে ব্যবসার মুনাফা অর্জন করার জন্য ত্রিপুরার বিভিন্ন জায়গার গরু পাচারকারীরা যুক্ত রয়েছে। এবার গোপন খবরের ভিত্তিতে রবিবার সন্ধ্যা রাতে টিআর ০১ এক্স ১৮২৮ নাম্বারের একটি বোলেরো গাড়িকে ছোট-বড় দশটি গরুসহ আটক করে বাগমা পুলিশ ফাঁড়ি থানা । থানার ওসি সাংবাদিকদের জানান , বিশ্রামগঞ্জ হয়ে উদয়পুর শালগড়ায় এই গরুগুলিকে নিয়ে যাওয়া হচ্ছিল । তখন নাকা চেকিং আসতে বাগমা ফাঁড়ি থানার সামনে গাড়িটিকে দাঁড় করানো হয়। গ্রেফতার করা হয় গাড়ির চালক প্রসেনজিৎ দাস নামে এক যুবককে। ওসি জানান , সোমবার দুপুরে উদয়পুর জেলা আদালতে সোপর্দ করা হবে প্রসেনজিৎকে এবং পশু আইনে মামলা নেওয়া হয়েছে। শালগড়া এলাকায় কোথায় নিয়ে যাওয়া হচ্ছিলো গরুগুলিকে এই নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। দিনের পর দিন উদয়পুর দিয়ে বহু গরু পাচার করছে বাংলাদেশে বিক্রি করার জন্য। একাংশ গরু পাচারকারী যুবক পুলিশের চোখে ধুলো দিয়ে এই ধরনের অপকর্ম চালিয়ে যাচ্ছে গভীর রাতে। গোটা ঘটনায় ব্যাপক ক্ষোভ ছড়িয়েছে বাগমা এলাকার শুভবুদ্ধি সূম্পন্ন মানুষের মধ্যে ।
প্রতিনিধি, উদয়পুর :- চুরির ঘটনা নিত্যদিন বেড়ে চলেছে উদয়পুর ও কাকরাবন থানা এলাকা জুড়ে । এবার জামজুরী স্কুলে কম্পিউটারের ব্যাটারি চুরি করে নিয়ে যায় চোরের দল । এই ঘটনায় বিদ্যালয় কর্তৃপক্ষ কাকড়াবন থানায় লিখিতভাবে মামলা দায়ের করে । পুলিশ মামলা গ্রহণ করে তদন্তে নামে । আটক করা হয় এক কিশোরকে । পুলিশি জিজ্ঞাসাবাদে কিশোর জানান , উদয়পুর শহরে শিশু পার্ক সংলগ্ন একটি পুরানো লোহার দোকানে এই ব্যাটারি বিক্রি করা হয়েছে । তার বিনিময়ে কিছু অর্থ রাশি দিয়েছে দোকান মালিক। পরে এই ঘটনার তথ্য পেয়ে কাকরাবন থানার পুলিশ রবিবার রাত নয়টা নাগাদ উদয়পুরের সেই পুরনো লোহার দোকানে ছুটে আসে তদন্ত করার জন্য । পুলিশ গোটা দোকানটি তল্লাশি শুরু করে । কিন্তু কোথাও ব্যাটারির উদ্ধার করতে পারেনি কাঁকরাবন থানার পুলিশ । চুরির ঘটনার খবর পেয়ে সাংবাদিকরা এই সংবাদ নেওয়ার জন্য দোকানের সামনে ছুটে গেলে দোকান মালিক দেবাশীষ পাল খারাপ ব্যবহারের লিপ্ত হয় সাংবাদিকের সাথে । এই ঘটনায় রীতিমত উত্তেজনা সৃষ্টি হয় উদয়পুর শহরে । পরে পুলিশ জিজ্ঞাসাবাদ এর জন্য দোকান মালিক দেবাশীষ কে আটক করে কাঁকড়াবন থানায় নিয়ে যায় । এখন দেখার জামজুরি স্কুলের চুরি যাওয়া কম্পিউটারের ব্যাটারি উদ্ধার করতে পারে কিনা পুলিশ সে দিকে তাকিয়ে বিদ্যালয় কর্তৃপক্ষ ।
প্রতিনিধি, উদয়পুর :- রাতের অন্ধকারে ত্রিপুরা সরকারের আরডি দপ্তরের সরকারি গাড়ি চুরি । ঘটনার শনিবার রাতে উদয়পুর ফুলকুমারী এলাকায় । রবিবার সকালে গাড়ি চালক টিটু নাগ উদয়পুর রাধা কিশোরপুর থানায় চুরি যাওয়ার ঘটনার এই বিষয়ে পুলিশকে জানানোর পর পুলিশ তদন্তে নামে। ঘটনার বিবরণে জানা যায় , অন্যান্য সময় আর ডি দপ্তরের গাড়িটি অফিসের গ্যারেজ ঘরে রাখা হতো। কিন্তু টিটু নাগ শনিবার নিজ বাড়ির সামনে গাড়িটি রেখে দেয়। পরবর্তী সময় ঘটে এই চুরির ঘটনা। পরে পুলিশ এই ঘটনায় খোঁজখবর নিতে গিয়ে জানতে পারে সিপাহীজলা জেলার সোনামুড়া মহকুমা রয়েছে সরকারি গাড়িটি। পরে মেলাঘর থানার সাহায্য নিয়ে রাধাকিশোরপুর থানার পুলিশ গাড়িটিকে রবিবার সন্ধ্যায় উদ্ধার করে উদয়পুর রাধা কিশোরপুর থানায় নিয়ে আসে । কিন্তু প্রশ্ন উঠছে কিভাবে সরকারি গাড়ি উদয়পুর থেকে পার করে সোনামুড়া মহকুমায় নিয়ে যাওয়া হয়েছে ? পুলিশ জানিয়েছে তদন্তের স্বার্থে গাড়ি চালক টিটু নাগ কে জিজ্ঞাসাবাদ করা হবে । গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি উদয়পুর জুড়ে ।
প্রতিনিধি কৈলাসহর:- প্রত্ম শহর কৈলাসহরের বুকে গত পাঁচ জুন ঘটে যাওয়া মূর্তি ভাঙার ঘটনায় শুধু কৈলাসহর বা সমগ্র ত্রিপুরায় নয় পার্শবর্তী দেশ বাংলাদেশের কবি বুদ্ধিজীবীদের মধ্যেও প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।
গত পাঁচ জুন রাতের অন্ধকারে কাঁজিরগাও স্থিত তেমাথার মোড়ে অবস্থিত রাজ্যের সনামধন্য কবি হিমাদ্রি দেবের আবক্ষ মূর্তি দুষ্ককৃতিকারীরা ভেঙে দেয়। ২০১১ সালেও একবার কবির মূর্তির মুখ বিকৃত করে দেয় কিছু সমাজদ্রোহী।সংস্কার ভারতীর মূল ধারা হচ্ছে শিল্প-সংস্কৃতি নিয়ে কাজ করা।সর্বভারতীয় সংগঠন সংস্কার ভারতীর ত্রিপুরা প্রান্ত এবং ঊনকোটি জেল সমিতি এই দুর্ভাগ্যজনক ঘটনার তীব্র নিন্দা জানায় এবং প্রশাসনের কাছে দোষীদের শাস্তি বিধানের আর্জি জানিয়েছে। গতকাল সকাল ৮ ঘটিকায় সংস্কার ভারতী ঊনকোটি জেলা সংগঠনের সম্পাদক জয়ন্ত দেব,সহ-সম্পাদক বিশ্বম্ভর মজুমদার সহ সকল সদস্যরা কবির মূর্তির ভগ্ন অবস্থা পরিদর্শন করেন।এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ঊনকোটি জেলার সহ-সম্পাদক বিশ্বম্ভর মজুমদার বিবৃতি দিয়েছেন।তিনি জানান সংস্কার ভারতী এই ঘটনাটিকে সংস্কৃতির উপরে আঘাত হিসেবে বিবেচনা করছে।একটি দুষ্টচক্র বহুদিন ধরেই কৈলাসহরের সামাজিক সাংস্কৃতিক পরিমন্ডলকে কূলষিত করতে সচেষ্ট।তিনি শহরের সংস্কৃতি প্রিয় সকল মানুষের কাছে আবেদন করেন যে,কোন প্রকার প্ররোচনায় যাতে প্রতিক্রিয়া ব্যক্ত না করেন এবং পাশাপাশি ভবিষ্যতে যাতে এ ধরনের দুষ্কর্ম কেউ করতে না পারে সে বিষয়ে যেন সবার সজাগ দৃষ্টি থাকে এই আহবান করেন।সেই সাথে প্রশাসনের কাছে এই অপরাধের সাথে জড়িত সকলের শান্তি দাবি করেন। পাশাপাশি এই প্রতিবাদ কর্মসূচীতে সংস্কার ভারতীর সাথে অংশ নিয়েছেন ভাইস চেয়ারম্যান নীতিশ দে।তিনিও এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।
প্রতিনিধি তেলিয়ামুড়া : – মুঙ্গিয়া কামি থানা এলাকা থেকে প্রচুর পরিমাণে অবৈধ নেশা সামগ্রী ফেনসিডিল, গাঁজা সহ আটক করা হয়েছে তিনজন ‘কে। আটক তিন জনের মধ্যে রয়েছে মুঙ্গিয়াকামি এলাকার মাদক মাফিয়া, বনদস্যু সঞ্জয় গান্ধী দেববর্মা ওরফে গান্ধী। মহাকুমা পুলিশ আধিকারিক সুধাম্বিকা আর বক্তব্য হচ্ছে ধৃতদের বিরুদ্ধে উপযুক্ত এন.ডি.পি.এস ধারা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঘটনার বিবরণে পুলিশ জানায়, সুনির্দিষ্ট গোপন খবরের ভিত্তিতে মুঙ্গিয়াকামি এলাকার তথাকথিত মাদক মাফিয়া সঞ্জয় গান্ধী দেববর্মার গোপন ডেরায় তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিকের নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে পুলিশ অবৈধ এই বিপুল পরিমাণ ১২,০১৮ বোতল ফেনসিডিল সহ ৪ কেজি গাঁজা আটক করতে সক্ষম হয়েছে এবং এর পাশাপাশি গাঁজা প্যাকেটিং করতে ব্যবহৃত বিভিন্ন মেশিনও উদ্ধার করা গেছে বলে পুলিশের দাবি। আটককৃত এই অবৈধ নেশা সামগ্রী গুলির বাজার মূল্য কয়েক লক্ষাধিক টাকা হবে বলে ধারণা করা হচ্ছে। যদিও তদন্তের সাপেক্ষে পুলিশ সংবাদ মাধ্যমের সামনে আটককৃতদের নাম পরিচয় এবং ছবি প্রকাশ করেনি পুলিশ। যেভাবে দিনের পর দিন রাজ্যের বিভিন্ন জায়গায় গাঁজা সহ অবৈধ নেশা সামগ্রী আটকের ঘটনাগুলো সামনে আসছে, তা নিশ্চিতভাবে উদ্বেগ এবং উৎকণ্ঠা তৈরি করে চলেছে। ধৃত মাদক মাফিয়াদের মুঙ্গিয়াকামি থানাতে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। এখানে প্রসঙ্গত উল্লেখ্য, ধৃতদের মধ্যে গান্ধী মুঙ্গিয়াকামি ও আঠারোমুড়া এলাকাতে নানান অপকর্মের সাথে জড়িত রয়েছে। ইতিপূর্বেও মুঙিয়াকামি ও তার আশপাশ এলাকাতে বনজ সম্পদ পাচারের একাধিক অভিযোগ রয়েছে। এছাড়া ও গান্ধীর বিরুদ্ধে মুঙ্গিয়াকামী ও তার আশপাশ এলাকাতে উন্নয়নমূলক কাজে বাধা দেওয়ারও অভিযোগ রয়েছে। এলাকার সাধারণ অংশের মানুষদের বিভিন্ন সময়ে ভয়- প্রদর্শনের অভিযোগও রয়েছে। প্রতিবারই রাজনৈতিক ক্ষমতাকে পুঁজি করে গান্ধী সব অভিযোগ থেকে রেহাই পেয়ে যেত বলেও অভিযোগ। আজ গান্ধীর ডেরা থেকে নেশা সামগ্রী উদ্ধার এবং আটক হওয়ার খবরে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে। স্থানীয় মানুষদের পুলিশের কাছে দাবি এবার যেন গান্ধীর বিরুদ্ধে সঠিক তদন্ত করে শাস্তির ব্যবস্থা করে।
নিজস্ব প্রতিনিধি , আগরতলা :- বলদাখাল এলাকার বিজয় সরকার গতকাল পূর্ব আগরতলা থানায় একটি মামলা নথিভূক্ত করে জানায় যে ২৮ মে থেকে ৬ জুন পর্যন্ত তারা কৈলাসহর শ্বশুরবাড়িতে ছিল। সেই সুযোগে উনার বাড়িতে চুরির ঘটনা সংঘটিত হয়। ছয় তারিখ বাড়িতে এসে উনি দেখতে পায় উনার ঘরের জানালা ভাঙ্গা এবং আলমারী ভাঙ্গা অবস্থায়। উনি অভিযোগ করেন উনার ঘর থেকে সোনার কানের দুল দু জোড়া এবং একটি চেইন সহ ক্যাশ পঁচিশ হাজার টাকা চোরের দল নিয়ে যায়। এই ঘটনা তদন্ত নেমে পূর্ব আগরতলা থানার পুলিশ সুজিত দাস নামে এক চোরকে আটক করেন। তার কাছ থেকে একটি সোনার চেইন ও একজোড়া কানের দুল উদ্ধার হয়। জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেই চুরির ঘটনা এবং তার সঙ্গে বাপন দেবনাথ নামে আরেকজন জড়িত বলে সে জানায়। পুলিশ বাপন দেবনাথ কে আটক করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তাকে আটক করলে অন্য জিনিসগুলো উদ্ধার করা যাবে বলে জানান পূর্ব আগরতলা থানা ওসি সনজিৎ সেন। আজ তাকে কোর্টে প্রেরণ করা হবে এবং রিমান্ডের আবেদন জানাবে পুলিশ।
চুরাইবাড়ি থানার রুটিন তল্লাশিতে অর্ধ কোটি টাকার শুকনো গাঁজা জব্দ।চালক পলাতক।
কিষান মল্লিক চুরাইবাড়ি প্রতিনিধি ৬ জুন :—- বহুদিন পর বিপুল পরিমাণ গাঁজা আটক চুরাইবাড়িতে।প্রায় অর্ধ কোটি টাকার গাঁজা আটক করলেও পুলিশের আছ বুঝে চালক গা ঢাকা দেয়।যাই হোক পুলিশের প্রাথমিক অনুমান মতে ত্রিপুরার রাজধানী আগরতলা থেকে বিহারে পাচারের পথে চুরাইবাড়ি থানার নাকা পয়েন্টে ধরা পড়ে গাড়িটি।বিবরণে প্রকাশ, বৃহস্পতিবার রাত আটটা নাগাদ আগরতলার দিক থেকে এএফসি ট্রান্সপোর্টের WB73D-5911 নম্বরের দশ চাকার একটি কন্টেইনার গাড়ি বহিঃরাজ্যে পাচারের জন্য চুরাইবাড়ি নাকা পয়েন্টে আসে।এমন সময় ওসি সমরেশ দাসের নেতৃত্বে পুলিশ রুটিন তল্লাশি চালায়। প্রথমে সমস্ত গাড়িতে তল্লাশি চালালেও গাড়ির কোথাও গাঁজা পাওয়া যায় নি।পরে গাড়ির চালকের পেছনের গোপন কেবিনে লোহার সিটের বাক্সের মধ্যে থাকা এই বিপুল পরিমাণ শুকনো গাঁজা জব্দ করা হয়। পাঁচ কেজি ওজনের পনেরো পেকেট ও দশ কেজি ওজনের কুঁড়ি পেকেটে করে মোট দুইশো পঁচাত্তর কেজি গাঁজা, যার কালোবাজারি মূল্য প্রায় পঞ্চাশ লক্ষ টাকা বলে জানান মহকুমা পুলিশ আধিকারিক দেবাশীষ সাহা।
এদিকে, পুলিশের এই তল্লাশি ব্যবস্থা দেখে গাড়ির চালক পালিয়ে যায়।তাই ধরপাকড়ের কোনো খবর নেই।
এছাড়া এই অভিযানে চুরাইবাড়ি থানার ওসি সমরেশ দাস ও মহকুমা পুলিশ আধিকারিক দেবাশীষ সাহা ছাড়াও ডিসিএম জিনিয়াস দেববর্মা উপস্থিত ছিলেন। মহকুমা পুলিশ আধিকারিক জানান সম্পূর্ণ তদন্ত করে একান্ডে জড়িতদের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা দায়ের করা হবে।
প্রতিনিধি, উদয়পুর :- নেশার টাকা জোগাড় করতে এক বাড়িতে দুঃসাহসিক চুরির কান্ড। ঘটনা উদয়পুর ধ্বজনগর পুলিশ লাইনস্থিত আসাম রাইফেলস স্কুল সংলগ্ন এলাকা। বুধবার সকাল সাড়ে নয়টা নাগাদ উদয়পুর ধজ্জনগর পুলিশ লাইনস্থিত আসাম রাইফেলস স্কুল সংলগ্ন এলাকার বাসিন্দা ডেলি জমাতিয়ার বাড়িতে ১৩০০০ টাকা, দুইটি মোবাইল ও একটি ব্যাগ কে বা কাহারা চোরের দল চুরি করে নিয়ে যায়। পরবর্তী সময় ডেলি জমাতিয়া রাধাকিশোর পুর থানা এসে মামলা করেন। যার মামলা নাম্বার ৫০। ৩৮০ ধারায় এই অভিযোগ নিয়ে রাধাকিশোরপুর থানার পুলিশ তদন্ত শুরু করেন ওই এলাকায়। ঐ এলাকা থেকে চোরের বাড়িতে হানা দিয়ে রাধাকিশোরপুর থানার বিশাল পুলিশ বাহিনী জানতে পারে যে হান্তে জমাটিয়া নামক এক চোর ডেলি জমাতিয়ার বাড়ি থেকে চুরি করে। তৎক্ষণাৎ হান্তে জমাতিয়া বাড়িতে রাধাকিশোরপুর থানার পুলিশ অভিযান চালায় । তাতে করে হান্তে জমাতিয়া ডেলি জমাতিয়ার বাড়ি থেকে চুরি কাজ সংগঠিত করেছেন স্বীকার করেন। পড়ে তাকে গ্রেফতার করে নিয়ে আসে থানায় । কিন্তু বৃহস্পতিবার দুপুরে অভিযুক্ত চোর শৌচাগারে গিয়ে ভেলটিটেশান দিয়ে থানা থেকে বের হয়ে চম্পট দেয় । পরে পুলিশ তাকে গ্রেপ্তার করার জন্য থানা থেকে দৌড়ঝাঁপ শুরু করে। পরবর্তী সময়ে রাধাকিশোরপুর থানার পুলিশ উদয়পুর পুলিশ লাইন থেকে তাকে গ্রেপ্তার করে পুনরায় থানায় নিয়ে আসে এবং পরবর্তী সময় হান্তে জমাতিয়াকে জেলা আদালতে প্রেরণ করা হবে।
কিষান মল্লিক চুরাইবাড়ি প্রতিনিধি।।মঙ্গলবার সীমান্ত পারাপারের সময় 139 নং বিএসএফের ব্যাটেলিয়ানের হাতে বড়ুয়াকান্দি তে গ্রেপ্তার এক বাংলাদেশী। ঘটনার বিবরণে জানা যায় বাংলাদেশের সিলেট থেকে ২০১৮ সালে টুরিস্ট ভিসায় দুবাই হয়ে ফ্রান্সে গিয়েছিল আজিমউদ্দিন। সে গতকাল ধর্মনগরে এসে ভারত থেকে বাংলাদেশে সীমান্ত পারাপারে যায় দালাল ইসলাম উদ্দিনকে পনেরশো টাকা দিয়ে। কিন্তু আজিম উদ্দিন বড়ুয়াগান্দি দিয়ে সীমান্তপারপনের সময় বিএসএফের হাতে গ্রেপ্তার হয়ে যায় এবং তাকে বিএসএফের পক্ষ থেকে ধর্মনগর থানায় হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার বিএসএফের পক্ষ থেকে ধর্মনগর থানায় আজিম উদ্দিনকে তুলে দেওয়া হয়। তার বিরুদ্ধে আয়নানুগ ব্যবস্থা নিয়ে তদন্ত শুরু করেছে ধর্মনগর থানার পুলিশ।