- প্রতিনিধি শান্তির বাজার: ঘটনার বিবরনে জানাযায় বুধবার সকাল আনুমানিক ৯ টা ৪০ মিনিট নাগাদ শান্তির বাজার মহকুমার বীরচন্দ্র নগর এলাকায় জাতীয় সড়কে টি আর ০৮ ১৮৯০ নাম্বারের রাবার বোঝাই ট্রাক ও টি আর ০১ আর ৮০২৪ নাম্বারের বাইকের মধ্যে সংঘর্ষ ঘটে। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুততার সহিত ঘটনাস্থলে ছুটেযায় মনপাথর ফাঁড়ী থানার পুলিশ ও শান্তির বাজার দমকল বাহিনীর কর্মীরা। মনপাথর ফাঁড়ী থানার ওসি জয়ন্ত দাস ও শান্তির বাজার দমকল বাহিনীর কর্মীদের তৎপরতায় দুর্ঘটনায় আহত তিনজনকে দ্রুততার সহিত ঘটনাস্থলথেকে উদ্ধারকরে চিকিৎসার জন্য শান্তির বাজার জেলাহাসপাতালে নিয়ে আসাহয়। জানাযায় দুর্ঘটনায় আহতরা হলো ট্রাক চালক বাবুল মগ,হেল্পার প্রকাশ চৌঁধুরী ও প্রশান্ত সেন। ট্রাক চালক পশ্চিম চরকবাই ও বাকি দুইজন বাইখোড়ার বাসিন্দা বলে জানাযায়। এই দুর্ঘটনায় বাইক চালকের কোনোপ্রকার খোঁজ পাওয়াযায়নি বলে জানাযায়। অনেকের অভিমত বাইকটি দারানো অবস্থায় ছিলো। তাই বাইক চালকের কিছু হয়নি। ট্রাকটি দ্রুতগতিতে থাকার ফলে নিয়ন্ত্রয় হারিয়ে এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারনা করাহচ্ছে। দুর্ঘটনার সঠিককারন জানতে তদন্তে নেমেছে পুলিশ।
Uncategorized
প্রতিনিধি, তেলিয়ামুড়া।।২৮ই মে।মুষলধারে বৃষ্টির প্রভাবে তেলিয়ামুড়া থানার অন্তর্গত বাইশঘড়িয়া এলাকাতে সংখ্যালঘু অংশের কবরস্থানের বাউন্ডারি ওয়াল ধসে পড়লে প্রতিবেশী এক যুবকের ঘর যেমন ভেঙে পড়ে ঠিক এর পাশাপাশি সংশ্লিষ্ট বাড়ির গবাদি পশুর মর্মান্তিকভাবে মৃত্যু হয়। গোটা ঘটনার জেরে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে সংশ্লিষ্ট এলাকা জুড়ে।
ঘটনার বিবরণে প্রকাশ সংশ্লিষ্ট এলাকার জনৈক প্রবীর দাস কবরস্থানের বাউন্ডারি ওয়াল থেকে কমপক্ষে আট থেকে দশ হাত দূরে উনার বসতঘর নির্মাণ করেছিলেন এবং সেই বসতঘরের পাশেই গরু ঘর রয়েছে। অভিযোগ গতকাল বৃষ্টি চলাকালীন সময়ের সন্ধ্যা আনুমানিক ছয়টা সাড়ে ছয়টা নাগাদ কবরস্থানের সংশ্লিষ্ট ওয়ার্ডটি হুরমুরিয়ে প্রবীর দাসের ঘরে ভেঙে পড়ে, এর পরিপ্রেক্ষিতে উনার ঘরের ওয়াল যেমন ক্ষতিগ্রস্ত হয়েছে ঠিক এর পাশাপাশি ঘরের পাশে থাকা বড় আকারের একটি গরু ঘটনাস্থলেই মৃত্যুমুখে পতিত হয়।
প্রবীর দাসের অভিযোগ হচ্ছে অপরিকল্পিতভাবে এবং গুণগতমান বজায় না রেখে সংশ্লিষ্ট বাউন্ডারি ওয়াল তৈরি করার ফলে এই অনভিপ্রেত ঘটনা সংঘটিত হয়েছে। শেষ সংবাদ প্রেরণ পর্যন্ত তহশীলদারসহ স্থানীয় গ্রাম প্রধান ক্ষতিগ্রস্ত বাড়িটি পরিদর্শন করলেও শীর্ষ পদের কোন আধিকারিক যাননি। ক্ষতিগ্রস্ত ব্যক্তিসহ এলাকাবাসীর দাবি হচ্ছে এই বিষয়ে প্রশাসন উপযুক্ত ক্ষতিপূরণের ব্যবস্থা করুক।
পাশাপাশি তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে সাইড ওয়ালের একটা অংশ বৃষ্টির পরিপ্রেক্ষিতে ভেঙ্গে পড়ায় জনমনে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
এছাড়াও তেলিয়ামুড়ার বাইশঘড়িয়াতে অবস্থিত মাদ্রাসাতেও এই বৃষ্টির ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে খবর। এদিকে প্রচন্ড বৃষ্টিতে খোয়াই নদীর জল স্থল অনেক বেড়ে গেছে। রাত্রিতে বৃষ্টি হলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে মহকুমা প্রশাসন।
কনটেম্পোরারি ফাউন্ডেশন ফর আর্ট এন্ড ক্রাফটের পক্ষ থেকে বার্ষিক পুরস্কার বিতরণী, সংবর্ধনা অনুষ্ঠান এবং অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

ধর্মনগর প্রতিনিধি।
রবিবার সকাল দশটায় ধর্মনগরের বিবেকানন্দ সার্ধশতবার্ষিকীভবনে কনটেম্পোরারি ফাউন্ডেশন ফর আর্ট এন্ড ক্রাফট এর উদ্যোগে বার্ষিক পুরস্কার বিতরণী, সম্বর্ধনা অনুষ্ঠান ও অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। গাছে জল সিঞ্চন এর মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন স্থানীয় বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। উপস্থিত ছিলেন পুর পরিষদের চেয়ারম্যান প্রদ্যুৎ দে সরকার, বিশিষ্ট সমাজসেবী শ্যামল নাথ, সমাজসেবী অমিত দত্ত, কাজল দাস এবং কণটেম্পোরারি ফাউন্ডেশন ফর আর্ট এন্ড ক্রাফ্ট এর প্রতিষ্ঠাতা সদস্য পরেশ চন্দ্র নাথ। এই অনুষ্ঠানে ৩০০ জন প্রতিযোগীকে পুরস্কারের মাধ্যমে এবং 25 জন প্রতিযোগী যারা জাতীয় স্তরে বিভিন্ন ক্ষেত্রে নিজের পারদর্শিতা দেখিয়েছে তাদের মধ্যে এক লক্ষ টাকা নগদ মূল্য পুরস্কার স্বরূপ বিতরণ করা হয়। ছয় জন প্রতিবন্ধী কে হুইল চেয়ারের মাধ্যমে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। তাছাড়া এই অনুষ্ঠানে গুণীজন যারা রয়েছে তাদেরকে বিশেষ সংবর্ধনার আয়োজন এর মাধ্যমে সম্মান জানানো হয়। অঙ্কন প্রতিযোগিতায় ধর্মনগর তথা উত্তর জেলার বিভিন্ন মহকুমা থেকে দলে দলে প্রতিযোগিরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে অনুষ্ঠানকে সাফল্য মণ্ডিত করে তোলে। এই অনুষ্ঠানকে সাফল্যমন্ডিত করে তোলার জন্য কনভেনার সৌরভ রায়, সুরোজ ঘোষ এবং বাপ্পা চক্রবর্তী অভিভাবক ও প্রতিযোগীদের অভিনন্দন জ্ঞাপন করেছেন। এই ধরনের জাতীয় স্তরের একটি বেসরকারি আর্ট এন্ড ক্রাফটের সংস্থা যেভাবে ছাত্র-ছাত্রী এবং অভিভাবকদের উৎসাহ দিয়ে যাচ্ছে তাকে অভিনন্দন জানান উপস্থিত অতিবর্গরা।

প্রতিনিধি। তেলিয়ামুড়া।১০ই মার্চ।
অধুনা ঘিলাতলী গ্রাম পঞ্চায়েতকে বিভাজিত করে প্রশাসনিক কাজকর্মের সুবিধার্থে দক্ষিণ ঘিলাতলি গ্রাম পঞ্চায়েতের আত্মপ্রকাশ ঘটেছিল বাম আমলেই। কিন্তু তদানীন্তন সময়ে না প্রশাসকেরা, না রাজনৈতিক দলের কথিত প্রতিভুরা পঞ্চায়েতের কাজকর্ম পরিচালনার জন্য পঞ্চায়েত ঘরের ব্যবস্থা করেননি। ফলে বাধ্য হয়েই অস্থায়ী ঠিকানায় বছরের পর বছর কল্যাণপুর আর ডি ব্লকের অন্তর্গত দক্ষিণ ঘিলাতলী গ্রাম পঞ্চায়েতের কাজকর্ম পরিচালিত হচ্ছিল। অবশেষে আজ স্থানীয় বিধায়ক পিনাকী দাস চৌধুরী, ব্লক চেয়ারম্যান সোমেন গোপ , গ্রাম পঞ্চায়েতের প্রধান জয় কুমার দাস প্রমুখ দের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে দক্ষিণ ঘিলাতলী গ্রাম পঞ্চায়েতের নতুন পাকা ভবনের পথ চলা শুরু হল। সংশ্লিষ্ট অনুষ্ঠানে নিজের আলোচনায় অংশগ্রহণ করে বিধায়ক পিনাকী দাস চৌধুরী দাবি করেছেন এই নতুন পাকা ভবনের ফলে এখন থেকে নিশ্চিতভাবে দক্ষিণ ঘিলাতলি গ্রাম পঞ্চায়েতের প্রশাসনিক কাজকর্ম পরিচালনায় সুবিধে হবে এবং সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবি পূরণ হয়েছে বলেও বিধায়ক শ্রী দাস চৌধুরী দাবি করেন। পাশাপাশি বিধায়ক সাহেব ওনার আলোচনার মধ্য দিয়ে দীর্ঘ বাম আমলে কেন পঞ্চায়েত ভবন তৈরি করার উদ্যোগ গ্রহণ করা হয়নি, সে বিষয় নিয়ে উসমা প্রকাশ করেন। শ্রীদাস চৌধুরী দাবি করেন বর্তমান সময়ে ডাবল ইঞ্জিন সরকারের বদান্যতায় শুধুমাত্র কল্যাণপুর না, গোটা রাজ্য জুড়েই উন্নয়নের কর্মযজ্ঞ চলছে
এদিকে আজ দক্ষিণ ঘিলাতলী গ্রাম পঞ্চায়েতের নবনির্মিত এই পঞ্চায়েত ভবনের উদ্বোধনের সাক্ষী হতে এলাকার সাধারণ মানুষের মধ্যে দারুন ইতিবাচক সাড়া পরিলক্ষিত হয়।
খাদ্যে স্বয়ং নির্ভরতার জন্য প্রত্যেকের কাজ করা দরকার তবেই স্বয়ং নির্ভর রাজ্য প্রতিষ্ঠা সম্ভব।

ধর্মনগর প্রতিনিধি।
বৃহস্পতিবার একগুচ্ছ সরকারি প্রকল্পের উদ্বোধনের মাধ্যমে উত্তর জেলা আসেন রাজ্যের কৃষিমন্ত্রী রতনলাল নাথ। যুবরাজ নগর কৃষি মহকুমা উদ্বোধন এবং নতুন এগ্রিকালচ সুপারেনডেন্ট অফিসের উদ্বোধন করলেন রাজ্যের সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ। তিনি জানান উত্তর জেলার যতগুলি কৃষি মহকুমা রয়েছে তার মধ্যে যুবরাজনগর হচ্ছে একমাত্র কৃষি মহকুমা, যার খাদ্য নিজেরাই যোগান দিতে সক্ষম। এই মহকুমার জন্য বাহির থেকে খাদ্য আমদানি করতে হয় না। এখন অগ্রগতির সাথে সাথে এমন অবস্থা দাঁড়িয়েছে লোক সংখ্যা প্রচন্ডভাবে বৃদ্ধি পাচ্ছে। তাই শুধুমাত্র একজন বা দুইজনকে কাজ করলে খাদ্যের যোগান সম্পূর্ণরূপে দেওয়া সম্ভব নয়। খাদ্যের যোগান দেওয়ার জন্য প্রত্যেককে কাজে এগিয়ে আসার আহ্বান জানান। তার জন্য আবশ্যকীয় সার বীজ কীটনাশক অত্যাধুনিক যন্ত্রপাতি যা যা দরকার সমস্ত কিছু সরকার দিয়ে সাহায্য করবে। কাজ করার জন্য উৎসাহ দেন এবং প্রয়োজনীয় সার্বিক সাহায্যের হাত সরকার বাড়িয়ে আছে উৎপাদনে রাজ্যকে স্বয়ং নির্ভর করে তোলার জন্য। যুবরাজ নগরে মোট ১৫৭৯৪ হেক্টর জায়গা রয়েছে তার মধ্যে ৫৬৩১ সেক্টর চাষযোগ্য এবং ৬৭০০ জন কৃষক রয়েছেন। মোট লোক সংখ্যা ৭৮ হাজার ৮ জন। আত্মনির্ভর ত্রিপুরা স্বনির্ভর ত্রিপুরা গড়ার জন্য 58 টি কৃষি ব্লক এর মাধ্যমে সরকার উন্নয়নের হাত বাড়িয়ে দিয়েছে। এই সারাদিনব্যাপী অনুষ্ঠানে কৃষিমন্ত্রী রতনলাল নাথের সফর সঙ্গী ছিলেন ওবিসি মোর্চার চেয়ারম্যান মলিনা দেবনাথ, বাগ বাসা বিধানসভা কেন্দ্রের বিধায়ক যাদব লাল নাথ, যুবরাজ নগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শ্রীপদ দাস, যুবরাজনগর কৃষি মহকুমার নতুন সুপারেনডেন্ট বিজন শর্মা প্রমূখ। যুবরাজ নগর কৃষি মহকুমা সারাবো শনি ছড়ায় ফার্মার নলেজ সেন্টার এবং দেওছড়া খাসিয়াবাড়ি মাশরুম ল্যাবের উদ্বোধন করেন কৃষিমন্ত্রী রতন লাল নাথ।

প্রতিনিধি মোহনপুর:-বিজেপি ২ নং মোহনপুর মন্ডল কমিটি আয়োজিত অটল বিহারী বাজপেয়ি স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয় রবিবার। মোহনপুর উচ্চ মাধ্যমিক স্কুল মাঠে প্রদীপ প্রজ্বলনের করে এই টুর্নামেন্টের উদ্বোধন করলেন মোহনপুরে বিধায়ক তথা মন্ত্রী রতন লাল নাথ। মোট ৬২টি দল এই খেলায় অংশগ্রহণ করেছে। এদিন মন্ত্রী খেলার উদ্বোধন করে বলেন যুব সমাজকে ব্যাপকভাবে এই খেলার সাথে যুক্ত করতে হবে। নেশার পথ থেকে যুব সমাজকে ফিরিয়ে আনতে এই খেলার ওপর আরো গুরুত্ব দেওয়ার আহবান করলেন মন্ত্রী। এই খেলা যেভাবে মানুষের মন এবং দৈহিক বিকাশে ভূমিকা রাখে তা একটি সুস্থ রাষ্ট্র গঠনে সহায়ক হবে বলে আশা ব্যক্ত করেন তিনি। পাশাপাশি আহ্বান করেন শুধুমাত্র ক্রিকেট খেলা নয় ফুটবল, ভলিবল, সুইমিং সহ বিভিন্ন খেলাতে ছেলেমেয়েরা অংশগ্রহণ করার জন্য। এদিন এই খেলার উদ্বোধনী পড়বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মোহনপুর পুর পরিষদের চেয়ারপারসন অনিতা দেবনাথ, এসটি কর্পোরেশনের চেয়ারম্যান মঙ্গল দেববর্মা সহ অন্যান্যরা।

প্রতিনিধি, তেলিয়ামুড়া।১৮ই ফেব্রুয়ারী। রাজ্যে প্রথমবারের মতো অনুষ্ঠিত হওয়া ১০ দিবস ব্যাপী হস্ত কারু মেলার অষ্টম দিন তথা রবিবার উপচে পড়া ভিড় মেলা প্রাঙ্গনে।
চলতি মাসের ১১ ফেব্রুয়ারী তারিখ থেকে তেলিয়ামুড়া পুরাতন হাসপাতাল প্রাঙ্গনে রাজ্যে প্রথম বারের মতো অনুষ্ঠিত হওয়া এই হস্ত কারু মেলায় রাজ্য সহ বহিঃ রাজ্যের মোট ৫০ টি স্থলে রকমারি পরসা নিয়ে হাজির হয়েছে দোকানীরা। এখানে বলে রাখা প্রয়োজন, রাজ্যে সহ তেলিয়ামুড়া’তে এই মেলা প্রথম বারের মতো অনুষ্ঠিত হওয়ায় সকলে স্বতঃস্ফূর্ততা’র সহিত এই মেলায় অংশগ্রহণ করছে। দপ্তর সূত্রে জানা গেছে,, অষ্টম দিন পর্যন্ত এই মেলায় আগত দোকানীরা প্রায় পনেরো লাখ টাকার উপর বিক্রি হয়েছে। তারা আশাবাদী, আগামী দুই দিনে বিক্রির পরিমাণ আরও বাড়বে।
তবে যাই হোক সব মিলিয়ে জমজমাট রাজ্য তথা তেলিয়ামুড়ার বুকে প্রথম বারের মতো অনুষ্ঠিত হওয়া এই হস্ত কারু মেলা। মেলাতে প্রথম দিন থেকেই তথ্য সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠানে রোজই স্থানীয় শিল্পীরা নানান অনুষ্ঠান পরিবেশন করে। বিশেষ করে শিল্পীদের লোকসংগীত পরিবেশন মেলা প্রাঙ্গণকে উজ্জীবিত করে রেখেছে।
লালুকে আবার তলব করল ইডি! জমির বদলে চাকরি কেলেঙ্কারিতে ডাক পড়ল বিহারের উপমুখ্যমন্ত্রীরও

আবার আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদবকে তলব করল ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ডেকে পাঠাল লালুর পুত্র বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবকেও। শুক্রবার ইডির একটি সূত্র উদ্ধৃত করে বেশ কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে পটনায় ইডির অফিসে বাবা ও ছেলেকে তলব করা হয়েছে। তবে ভিন্ন ভিন্ন দিনে ইডির অফিসে তাঁদের হাজিরা দিতে বলা হয়েছে। লালুকে ডাকা হয়েছে আগামী ২৯ জানুয়ারি। তার পর দিন, ৩০ জানুয়ারি ইডির অফিসে হাজিরা দিতে বলা হয়েছে তেজস্বীকে। বস্তুত, আগেও বাবা-ছেলেকে ইডি তলব করেছে। সে বার দু’জনেই হাজিরা এড়িয়েছেন।
জমির বদলে রেলের চাকরি দেওয়ার অভিযোগে গত কয়েক মাসে নানা জায়গায় অভিযান চালিয়েছে ইডি। এই অভিযোগটি লালু যখন রেলমন্ত্রী ছিলেন তখনকার। অভিযোগ, ২০০৪ থেকে ২০০৯ সাল পর্যন্ত লালু রেলমন্ত্রী থাকাকালীন জমির বিনিময়ে গ্রুপ ডি পদের ‘সাবস্টিটিউট’ হিসাবে বেশ কয়েক জনকে নিয়োগ করা হয়েছিল। পরে তাঁদের চাকরি স্থায়ী করা হয়। ওই অভিযোগের প্রেক্ষিতে এর আগে সিবিআই একটি মামলা করে। ওই মামলায় লালু ছাড়াও নাম রয়েছে তাঁর স্ত্রী তথা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবী, তাঁদের দুই কন্যা এবং আরও ১২ জনের। বছর দুই আগে একটি এফআইআর দায়ের হয়। ২০২২ সালের অক্টোবর মাসে ওই দুর্নীতি মামলায় লালু এবং রাবড়ির বিরুদ্ধে চার্জশিট পেশ করে সিবিআই। যদিও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন যাদব পরিবার।