প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কার্যকালের ৯ বছর পূর্তি উপলক্ষে এবং বিজেপি ত্রিপুরা প্রদেশ কমিটির মাস ব্যাপি কর্মসূচির অঙ্গ হিসেবে সোমবার খেয়াই মন্ডলের ১৬ নং বুথে বিজেপি দলের এক সভা অনুষ্ঠিত হয়। সভায় ২৪ পরিবারের ৪৮ জন ভোটার সিপিআইএম দল ত্যাগ করে বিজেপির পতাকা তলে সামিল হন। নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাদের দলে বরণ করে নেন মন্ডল সভাপতি সুব্রত মজুমদার, এছাড়াও এইদিন সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি প্রণব বিশ্বাস এবং বোথ সভাপতি সহ স্থানীয় নেতৃবৃন্দরা। এই দিন সভায় বক্তব্য রাখতে গিয়ে মন্ডল সভাপতি সুব্রত মজুমদার বলেন বাম আমলে রাজ্যের কোন উন্নয়ন হয়নি। গরিবের জন্য বরাদ্দকৃত উন্নয়নের টাকা লুটেপুটে খেয়েছে বাম দলের নেতাকর্মীরা। এখন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার নেতৃত্বে রাজ্যে উন্নয়নের জোয়ার বইছে। শিক্ষা, স্বাস্থ্য ,পানীয় জল, যোগাযোগ ব্যবস্থা সব ক্ষেত্রেই ত্রিপুরা অগ্রগতির পথে এগিয়ে যাচ্ছে। ২০১৪ সালে কেন্দ্রে ক্ষমতা দখলের পর নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার জনকল্যাণে একের পর এক যুগান্তকারী সিদ্ধান্ত নিয়ে চলছে এবং তার বাস্তবায়ন হচ্ছে। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনায় দেশের আশিকোটি মানুষকে বিনামূল্যে রেশন প্রদান করা হয়েছে। স্বচ্ছ ভারত মিশন প্রকল্পে প্রায় ১২ কোটি শোচালয় নির্মাণ করে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী আবাস যোজনায় তিন কোটির বেশি দরিদ্র পরিবারকে পাকা ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে। এছাড়া রেলওয়ে, ইন্টারনেট কানেক্টিভিটি এবং ডিজিটাল লেনদেনে ভারত বিশ্বের অন্যান্য দেশগুলিকে টক্কর দিচ্ছে। সবশেষে দেশ এবং রাজ্যে যে উন্নয়নের জোয়ার বইছে তাতে সকলকে শামিল হওয়ার আহ্বান জানান তিনি।
রাজনীতি
কল্যাণপুর প্রতিনিধি:
প্রায় প্রতিদিন রীতিমতো রুটিন কর্মসূচির মত করে কল্যাণপুর প্রমোদনগর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন প্রান্তে মথা সিপিআইএম সহ বিরোধীরা ভাঙছে। বিজেপি দলের সভাপতি জে পি নাড্ডার রাজ্যে আগমনের দিনই সংশ্লিষ্ট বিধানসভা কেন্দ্রের পূর্ব ঘিলাতলি এ ডি সি ভিলেজের অন্তর্গত বিনয় চৌমুহনীতে এক বাজার সভার মধ্য দিয়ে মথা এবং সিপিআইএম দল ত্যাগ করে ১১ পরিবারের ৩৪ জন ভোটার ভারতীয় জনতা পার্টিতে সামিল হয়। নবাগতদের দলীয় পতাকা দিয়ে বরণ করে নেন বিধায়ক তথা বিজেপি দলের জেলা সভাপতি পিনাকী দাস চৌধুরী, মন্ডল সভাপতি জীবন দেবনাথ সহ অন্যান্য নেতৃত্বরা।
এই প্রসঙ্গে নিজের অভিমত ব্যক্ত করতে গিয়ে বিধায়ক পিনাকি দাস চৌধুরী দাবি করেন গোটা ভারতবর্ষে বিজেপির নেতৃত্বে বিকাশ মুখি সরকার চলছে। সমগ্র রাজ্যজুড়ে যেভাবে সাধারণ মানুষের উন্নয়নের কর্মযজ্ঞ চলছে সেই ভাবধারায় ভাবিত হয়ে গোটা রাজ্যের বিভিন্ন প্রান্তেই বিরোধীদল থেকে মানুষ বিজেপি দলে সামিল হচ্ছেন বলে শ্রী দাস চৌধুরী দাবি করেন। এরই অঙ্গ হিসেবে আজ কল্যাণপুর প্রমোদনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বিনয় চৌমুহনিতে এই যোগদান পর্ব সম্পন্ন হয়েছে বলে বিধায়ক দাবি করেন। পাশাপাশি মন্ডল সভাপতি জীবন দেবনাথকে পাশে রেখে যথেষ্ঠ আত্ম প্রত্যয়ের সাথে বিধায়ক পিনাকী দাস চৌধুরীর দৃপ্ত ঘোষণা হচ্ছে আগামী কিছুদিনের মধ্যেই গোটা কল্যাণপুরে সিপিআইএম, মথা সহ বিভিন্ন রাজনৈতিক দলের বিরাট সংখ্যক অনুগামী ভারতীয় জনতা পার্টিতে সামিল হচ্ছেন।
দলের কেন্দ্রীয় সভাপতি রাজ্য সমাবেশকে সফল করতে মোহনপুরে পদ যাত্রায় প্রতিমা
প্রতিনিধি মোহনপুর:-বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার ত্রিপুরা সফরকে কেন্দ্র করে মোহনপুরে আয়োজিত পদযাত্রায় পামেলালেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। বৃহস্পতিবার মোহনপুর বাজার থেকে শুরু হয়ে ডিসি অফিস পর্যন্ত যায় এই পথযাত্রা। আওয়াজ তোলা হয় কেন্দ্রীয় সভাপতির সমাবেশে সকলে উপস্থিত হওয়ার।
বিজেপির মোহনপুর মন্ডল কমিটির উদ্যোগে দলের সর্বভারতের সভাপতি রাজ্য সফর ও সমাবেশকে সার্থক করে তুলতে অনুষ্ঠিত প্রকাশ্য সমাবেশে মোহনপুর বিধানসভা থেকে ব্যাপক সংখ্যক জনগণ উপস্থিত হওয়ার উপর জোর দিয়ে অনুষ্ঠিত হয় এই পদযাত্রা। এই পদযাত্রাতে দলের মহিলা মোর্চা, এসি মোর্চা, ওবিসি মোর্চা, জনজাতি মোর্চা, যুব মোর্চা, কৃষক মোর্চা সমেত বিভিন্ন সংগঠনের নেতৃত্ব ও সমর্থকরা উপস্থিত ছিলেন। এদিন মন্ডল সভাপতি ধীরেন্দ্র দেবনাথ, ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের কোষাধ্যক্ষ জয়লাল দাস এবং অন্যান্যদের নেতৃত্বে শুরু হয় এই পদযাত্রা। কেন্দ্রয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক পদযাত্রায় উপস্থিত হয়ে দলীয় কর্মীদের সঙ্গ দিলেন। এই পদযাত্রা থেকে আহ্বান করা হয় জেপি নাড্ডার ত্রিপুরা সফরকে কেন্দ্র করে অনুষ্ঠিত প্রকাশের সমাবেশেকে কেন্দ্র করে মোহনপুর বিধানসভা থেকে সমস্ত অংশের মানুষ উপস্থিত হওয়ার।
পরবর্তী সময়ে মোদি সরকারের নয় বছর পূর্তি উপলক্ষে মোহনপুর পঞ্চায়েত সমিতির কনফারেন্স হলে বিজেপি মোহনপুর মণ্ডল কমিটির উদ্যোগ অনুষ্ঠিত হয় মত বিনিময় সভা। এই সভাতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। এলাকার আশা কর্মী অঙ্গনওয়াড়ি কর্মী এবং স্বসহায়ক দলের সদস্যদের নিয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকার পরিচালনার ৯ বছর পর থেকে কেন্দ্র করে মতবিনিময় সভা থেকে সমাজের সকল স্তরের মানুষের সাথে মতবিনিময় কর্মসূচি শুরুর করেছে বিজেপি। এরই আঙ্গ হিসেবে মোহনপুর বিধানসভার স্বসহায়ক দলের সদস্যা, আশা কর্মী, অঙ্গনারী কর্মীদের নিয়ে এই মতবিনিময় সভাতে কথা বললেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। উপস্থিত মহিলাদের কাছ থেকে সরকারের এই নয় বছরে বিভিন্ন কাজকর্ম সম্পর্কে অবগত হলেন প্রতিমা ভৌমিক। এছাড়াও সরকার বিগত বছরগুলোতে যেভাবে গোটা ভারতবর্ষে কাজ করেছে তার বিভিন্ন তথ্য তুলে ধরে মতবিনিময় কর্মসূচিতে অংশীদার হলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। এই সভাতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজেপির সদর গ্রামীণ জেলা কমিটির সভাপতি অসিত রায়, মন্ডল সভাপতি বীরেন্দ্র দেবনাথ, পুরো পরিষদের চেয়ারপারসন এবং অন্যান্যরা।
নাড্ডার সমাবেশেরকে কেন্দ্র করে গেরুয়া সাজে সেজে উঠছে শান্তিরবাজার! প্রস্তুত খতিয়ে দেখলেন রাজ্য সভাপতি রাজিব ভট্টাচার্য।
আগামী ১৭ জুন দক্ষিণ জেলার শান্তির বাজারে আসছেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। শান্তির বাজার স্কুল মাঠে এক জনসভায় বক্তব্য রাখবেন তিনি। সাথে থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য্য সহ কেন্দ্র এবং রাজ্যের অনেক নেতৃত্ব। আজ সর্বভারতীয় সভাপতির আগমন স্থল অর্থাৎ সভাস্থল এর চূড়ান্ত প্রস্তুতি খতিয়ে দেখতে শান্তির বাজারে এলেন বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য্য। সাথে ছিলেন প্রদেশ সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত, বিজেপি দক্ষিণ জেলা সভাপতি শংকর রায়, মহিলা মোর্চার প্রদেশ সভানেত্রী ঝর্না দেববর্মা, শান্তির বাজারের বিধায়ক প্রমোদ রিয়াং সহ অনেক নেতৃবৃন্দ। মঞ্চ থেকে শুরু করে সাংবাদিকদের বসারস্থল এবং ভি ভিআইপি সহ সভায় আগত কার্যকর্তাদের বসার স্থান ঘুরে দেখেন। তিনি জানান ১৭ তারিখ এই শান্তির বাজারে হবে জনপ্লাবন। গেরুয়া সাজে সেজে উঠছে শান্তির বাজার মহকুমায় বিভিন্ন জনপদ। এই জনসভা থেকে বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা ২০২৪ লোকসভা নির্বাচনের আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করবেন।
প্রতিনিধি , উদয়পুর :-
২০২৪ সালের দেশের লোকসভা নির্বাচন যত সামনের দিকে এগিয়ে আসছে ততই বাড়ছে ত্রিপুরাতে যোগদানের হিড়িক। প্রতিনিয়ত ভাঙছে ত্রিপুরার বিরোধী দল গুলি । এবার মাতারবাড়ি বিধানসভা কেন্দ্রে এক যোগদানের মধ্য দিয়ে ঝড় তুললেন বিধায়ক অভিষেক দেবরায় । গামারিয়া স্কুল মাঠে ভারতীয় জনতা পার্টির এক যোগদান সভা অনুষ্ঠিত হয় । এই যোগদান সভায় উপস্থিত ছিলেন বিধায়ক অভিষেক দেবরায় সহ বিজেপি স্থানীয় মন্ডল নেতৃত্বরা । এ দিনের যোগদান সভায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক অভিষেক দেবরায় বলেন , রাজ্যকে মৎস্য চাষে স্বয়ংসম্পূর্ণ করে তোলার জন্য রাজ্য সরকার চেষ্টা করে চলেছে। তিনি বলেন পরিকাঠামো ও মৎস্যচাষীদের আর্থিক উন্নয়নে বিগত চার বছরে প্রায় ১৩৫ কোটি টাকা ব্যয় হয়েছে । রাজ্য ও কেন্দ্রীয় প্রকল্পে রাজ্যের প্রায় ১,৯৫,০০০ জন মৎস্য চাষীর অর্থ সামাজিক মান উন্নয়নে মৎস্য দপ্তর থেকে সহায়তা দেওয়া হয়েছে । এছাড়া তিনি বলেন , মুখ্যমন্ত্রী স্বনির্ভর পরিবার যোজনা (২০২১-২০২২) এই যোজনায় রাজ্যের ৩০,৫২৬ টি পরিবারকে প্রানী পালনে সহায়তা দেওয়া হয়েছে । এজন্য ব্যয়ে হয়েছে ১০.৫৫ কোটি টাকা । ২০২২ সালের মার্চ পর্যন্ত ১৬,৩০২ টি পরিবারকে মোরগ পালনে , ৩৯৪৫ টি পরিবারকে হাঁস পালনে , ৫৪৮৭ টি পরিবারকে শুকর পালনে এবং ২,৭৪৩ টি পরিবারকে ছাগল পালনে সহায়তা দেওয়া হয়েছে । এছাড়া গ্রাম স্তরে মৌলিক ক্ষেত্রগুলিতে জনগণকে মৌলিক সুবিধা দিতে ও পরিষেবা প্রদানের বিশেষ মান স্থাপনে গ্রাম গুলির মধ্যে উন্নয়নের ক্ষেত্রে প্রতিযোগিতামূলক মানসিকতা তৈরি করতে ত্রিপুরা গ্রাম সমৃদ্ধি যোজনা চালু করা হয়েছে । এই সমস্ত উন্নয়ন দেখে বিরোধী দলের সমর্থকরা প্রতিনিয়ত বিজেপি দলের যোগদান করে চলেছে। বিধায়ক অভিষেক দেবরায় বলেন এই গামারিয়া স্কুল মাঠে ২৩ পরিবারের ৮৪ জন ভোটার ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন। এদিন নবাগতদেরকে দলীয় পতাকা হাতে তুলে দিয়ে দলে বরণ করে নেন মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রে বিধায়ক অভিষেক দেবরায় ।
প্রতিনিধি , উদয়পুর :-
দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের তথা সেবা , সুশাসন এবং গরিব কল্যাণের নবম বর্ষপূর্তি উপলক্ষে একমাস ব্যাপী কর্মসূচির অঙ্গ হিসাবে আর কে পুর মন্ডলের ২২ নং বুথে সম্পর্ক থেকে সমর্থন কর্মসূচিতে অংশ নেন রাজ্যের অর্থমন্ত্রী তথা ৩১ রাধাকিশোরপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রণজিৎ সিংহ রায়। দিন কর্মীদের সাথে দলীয় সংগঠন থেকে শুরু করে সাধারণ মানুষের কাছ থেকে সমর্থন আদায় ও জনসম্পর্ক অভিযান এই তিন বিষয়ের উপর জোর দেন অর্থমন্ত্রী । পাশাপাশি ২২ নং বুথে আগামী লোকসভা নির্বাচনে আরো বেশি করে সাধারণ মানুষের কাছ থেকে জনসমর্থন আদায় করে এই বুথে লোকসভা নির্বাচনে ব্যাপক পরিমাণের লিড দেওয়া যায় সে বিষয়ে সংগঠনকে মজবুত ভাবে ঘরে তোলা বুথ সভাপতি থেকে প্রতিটি কর্মীর বিশেষ দায়িত্ব । এদিন তিনি বলেন , গত নয় বছর কেন্দ্রীয় সরকার যে সকল কাজকর্ম গোটা ভারতবর্ষ জুড়ে করেছে তার প্রচার অভিযান প্রতিটি বাড়িতে নিয়ে যেতে হবে । সেইসাথে সামাজিক মাধ্যমেও প্রচারের ঝড় তুলে দিতে হবে । বিরোধী দলগুলিকে ১ ইঞ্চিও জায়গা ছাড়া হবে না রাজনীতির ময়দানে । যদি কোন কারনে বিরোধীরা মোদি সরকারের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ছড়িয়ে দেয় তাহলে তাকে উন্নয়নের মধ্য দিয়ে জবাব দিতে হবে । এদিন ঘরোয়া সম্পর্ক থেকে সমর্থন দলীয় কার্যক্রম কে কেন্দ্র করে ২২ নং বুথের দলীয় কর্মীদের উপস্থিতি ছিল সারা জাগানো ।
কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিকের উপস্থিতিতে দলীয় কর্মীদের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়
প্রতিনিধি মোহনপুর:-মোদী সরকারের ৯ বছর পূর্তিতে বিজেপি বামুটিয়া মন্ডল কমিটির উদ্যোগে কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিকের উপস্থিতিতে দলীয় কর্মীদের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। বুধবার গান্ধীগ্রাম বৈদ্যনাথ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় এই মতবিনিময় সভা।
এক মাস ব্যাপী মোদী নেতৃত্বাধিন কেন্দ্রীয় সরকারের ৯ বছর পূর্তিকে কেন্দ্র করে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে বিজেপির উদ্যোগে। তারই অঙ্গ হিসেবে এদিন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক বামুটিয়ার বিজেপি নেতৃত্ব ও কর্মীদের সাথে সরকারের বিভিন্ন উন্নয়নমুখী কাজকর্মকে কেন্দ্র করে মতবিনিময় করেন। নরেন্দ্র মোদির নেতৃত্বে সরকার গোটা ভারতবর্ষে নয় বছর যে সমস্ত জনকল্যাণমুখী কাজগুলো করেছে সেগুলো সম্পর্কে মানুষের প্রতিক্রিয়া সম্পর্কে অবগত হলেন প্রতিমা ভৌমিক। এর পাশাপাশি সরকারের কাজের বিভিন্ন দিক নিয়ে এদিন সবার সাথে খোলামেলা কথা বললেন প্রতিমা ভৌমিক। মতবিনিময় সভাতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বামুটিয়া মন্ডল সভাপতি বিজু পাল, বামুটিয়ার প্রাক্তন বিধায়ক কৃষ্ণ ধন দাস, বামুটিয়া ব্লক পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন শিলা দাস সেন এবং অন্যান্যরা।
প্রতিনিধি, গন্ডাছড়া :- আগামী ২০২৪ লোকসভা নির্বাচনকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টি ৪৪ রাইমাভ্যালী মন্ডলের উদ্যোগে বুধবার এক যোগদান সভা অনুষ্ঠিত হয়। এদিন শম্ভুরাম পাড়ায় অনুষ্ঠিত যোগদান সভায় সিপিআইএম এবং তিপ্রা মথা দল ত্যাগ করে ১৬ পরিবারের ৪৪ ভোটার বিজেপি দলে যোগদান করেন। নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দলে বরণ করে নেন এমডিসি ভূমিকানন্দ রিয়াং । এছাড়া যোগদান সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাইমাভ্যালী মন্ডলের যুব মোর্চা সভাপতি সজল মল্লিক, বিজেপি ধলাই জেলা কমিটির সদস্য দ্বীপ দাস, রাইমাভ্যালী নেতৃত্ব উৎপল ত্রিপুরা প্রমুখরা। উল্লেখ্য গত বিধানসভা নির্বাচনের পর থেকে রাইমাভ্যালী মন্ডলে ভারতীয় জনতা পার্টির শক্তি বাড়ানোর লক্ষ্যে এমডিসি ভূমিকানন্দ রিয়াং গ্রাম থেকে পাহাড় সর্বত্র ঘুরে বেড়াচ্ছেন। লক্ষ্য ২০২৪ লোকসভা নির্বাচনের আগে পাহাড় বিরোধীশূন্য করে শক্তিশালী বিজেপি সংগঠন তৈরি করা। সেখানে আলোচনা করতে গিয়ে এমডিসি ভূমিকানন্দ রিয়াং বলেন ভারতীয় জনতা পার্টি সরকারের শাসনে গোটা রাজ্যে উন্নয়নের জোয়ার বইছে। তার থেকে পিছিয়ে নেই রাইমাভ্যালী । তিনি বলেন কেন্দ্র এবং রাজ্যে ভারতীয় জনতা পার্টির ডাবল ইঞ্জিন সরকারের একের পর এক জনকল্যাণমুখী কাজে রাইমাভ্যালীতে ব্যাপক উন্নয়ন ঘটে। সেখানে শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে স্বাস্থ্য, পানীয় জল, রাস্তাঘাট, বিদ্যুৎ সবকিছুর উন্নয়ন ঘটেছে। এমতাবস্থায় বিজেপি সরকারের জনকল্যাণমুখী কাজ দেখে পাহাড়ের মানুষ দিন দিন বিজেপি-মুখী হচ্ছেন। তিনি আশা ব্যক্ত করে বলেন গত নির্বাচন থেকে কয়েক গুণ বেশি ভোট পেয়ে পূর্ব ত্রিপুরার লোকসভা আসনে বিজেপি জয়লাভ করবে। এদিনের যোগদান সভাকে ঘিরে দলীয় কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়।
প্রতিনিধি কৈলাসহর:-চন্ডীপুর মন্ডলের অন্তর্গত ৫২ নং বুথে অর্থাৎ জলাই গ্ৰাম পঞ্চায়েতের বলেহর গ্ৰামে আজ বিকেলে এক সুবিশাল যোগদান সভা অনুষ্ঠিত হয়।এই যোগদান সভার মাধ্যমে সিপিএম এবং অন্যান্য দল ত্যাগ করে ৩০ পরিবারের ৯২ জন ভোটার ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন।তাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দলে বরণ করেন চন্ডীপুরের বিধায়ক তথা ত্রিপুরা সরকারের মন্ত্রী টিঙ্কু রায়।পাশাপাশি রাষ্ট্রবাদী আদর্শের সাথে যুক্ত হওয়ার জন্য যোগদানকারী সকলকে অভিনন্দন জানিয়েছেন মন্ত্রী টিংকু রায়।এই যোগদান সভায় এছাড়া উপস্থিত ছিলেন মন্ডল সভাপতি শ্যামকুমার সিনহা,বিজেপি নেতা পিন্টু ঘোষ সহ অন্যান্যরা।
প্রতিনিধি মোহনপুর:-২ নং মোহনপুর বিধানসভা এলাকার রামকৃষ্ণপল্লীতে এক যোগদান সভার মধ্য দিয়ে ১৫ পরিবারের ৫৯ জন ভোটার বিজেপি দলে যোগদান করেন। শুক্রবার এ দিনের এই যোগদান সভাতে উপস্থিত ছিলেন মোহনপুরে বিধায়ক তথা মন্ত্রী রতন লাল নাথ। মোহনপুর বিধানসভা এলাকাতে প্রতিনিয়ত যোগদান সভা জারি রয়েছে। বিশেষ করে সিপিআই(এম) দল ছেড়ে প্রতিনিয়ত বিজেপিতে যোগদান করছেন ভোটাররা। শুক্রবার এই যোগদান সভাতে নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দেন স্থানীয় নেতৃত্বরা। এই যোগদান সভাতে নবাগতদের আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান মোহনপুরের বিধায়ক তথা মন্ত্রী রতন লাল নাথ। তিনি নবাগতদের আহ্বান করেন পূর্বের চিন্তা ধ্যান-ধারণা ছেড়ে দিয়ে বর্তমান সরকারের উন্নয়নমুখী পরিকল্পনাকে পাথেয় করে রাজ্যের উন্নয়নে অংশীদারিত্ব হওয়ার।