
প্রতিনিধি, বিশালগড় , ৭ মার্চ।। এখনো নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়নি। কিন্তু বিজেপি দেশ জুড়ে শুরু করেছে প্রচার । বিজেপির সাংগঠনিক রাজনৈতিক কর্মকান্ডে দিশেহারা বিরেধী শিবির। রাজ্যের পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী ঘোষণা হতেই রাজনৈতিক কার্যক্রম তেজি করেছে বিজেপি। সাধারণ মানুষ বিভ্রান্তির রাজনীতি ছেড়ে বিকশিত ভারত গড়ার সংকল্প যাত্রায় সামিল হচ্ছে। বৃহস্পতিবার কমলাসাগরে ২২৩ ভোটার সিপিএম ছেড়ে বিজেপিতে যোগ দেন। এদিন দেবীপুর বাজারে বিজেপির যোগদান সভা অনুষ্ঠিত হয়। যোগদান সভায় ৪৫ পরিবারের ২২৩ ভোটার সিপিএম দল ত্যাগ করে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন । এদের মধ্যে ১৭২ ভোটার সংখ্যালঘু অংশের। যোগদান সভায় উপস্থিত ছিলেন সংখালঘু মোর্চার প্রদেশ সভাপতি বিল্লাল মিয়া, কমাসাগরের বিধায়ক অন্তরা সরকার দেব, জেলা সভাপতি গৌরাঙ্গ ভৌমিক, মন্ডল সভাপতি সুবীর চৌধুরী, বুথ সভাপতি মানিক লস্কর, কাজল সরকার, প্রসেনজিৎ ভৌমিক প্রমুখ । নবাগতদের বরণ করেন বিজেপির নেতৃবৃন্দ। বক্তব্য রাখতে গিয়ে বিল্লাল মিয়া বলেন কংগ্রেস সিপিএম এতোদিন সংখ্যালঘুদের বিভ্রান্ত করে ভোট আদায় করেছে। এখন সেই পরিস্থিতি নেই। সংখ্যালঘুরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উন্নয়নের পাশে আছে। রাজ্যের জাতি জনজাতি সংখ্যালঘু সবাই সিপিএম কংগ্রেসকে বর্জন করেছে। আগামী লোকসভা নির্বাচনে সিপিএম কংগ্রেসের জামানত জব্দ হবে বলে তিনি বলেন।