প্রতিনিধি, বিশালগড় , ২৬ মে।। বিশালগড় বিধানসভার ১৩ টি পঞ্চায়েত গত পাঁচ বছরে মানুষের স্বার্থে কাজ করেছে। কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের গৃহীত প্রকল্প বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন জনপ্রতিনিধিরা। এই পঞ্চায়েত জনপ্রতিনিধিদের সম্মাননা প্রদান করেন বিধায়ক সুশান্ত দেব। মূলত আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিশালগড় বিধানসভার ১৩ টি গ্রাম পঞ্চায়েতে জয় সুনিশ্চিত করতে কার্যকর্তা সম্মেলন করেন বিধায়ক সুশান্ত দেব। অনুষ্ঠানে পঞ্চায়েত প্রতিনিধিদের হাতে তুলে দেয়া হয় শুভেচ্ছা স্মারক। রবিবার সন্ধ্যা রাতে বিশালগড়ের সূর্য কিরণ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক সুশান্ত দেব, মন্ডল সহসভাপতি জিতেন্দ্র চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক তপন দাস, জেলা সহসভাপতি অমল দেবনাথ, প্রবীণ কার্যকর্তা বরুণ কর্মকার, শিক্ষাবিদ গণেশ ভৌমিক প্রমুখ। মন্ডল, বুথ, স্তরের কার্যকর্তা গ্রাম পঞ্চায়েত প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ভাষণে বিধায়ক সুশান্ত দেব বলেন কার্যকর্তারা দলের শক্তি এবং সম্পদ। আপনাদের নিরলস পরিশ্রমের ফলে আমি বিধায়ক নির্বাচিত হয়েছি। আমি যেখানেই যাই আমার প্রাণ বিশালগড়ে পড়ে থাকে। বেশ কয়েকদিন ভিন রাজ্যে সাংগঠনিক কাজ করেছি। তখন বারবার শুধু আপনাদের কথা মনে পড়েছে। তাই রাজ্যে ফিরে এসেই আপনাদের সকলের সঙ্গে সাংগঠনিক আলোচনা মতবিনিময় এবং নৈশভোজ করার জন্য এই অনুষ্ঠানের আয়োজন। সামনেই পঞ্চায়েত নির্বাচন। ১৩ টি পঞ্চায়েতে একদিন করে প্রবাস করবেন বলে তিনি ঘোষণা দেন। সেই সঙ্গে তিনি বলেন সরকারি প্রকল্প বাস্তবায়নে মূল ভূমিকা থাকে পঞ্চায়েত প্রতিনিধিদের। কোন অহংকার নয়, বরং মানুষের সঙ্গে আরও নিবিড় সম্পর্ক স্থাপন করতে হবে। মানুষের সমস্যা সমাধানের চেষ্টা করতে হবে। প্রবীণ নবীন সকল কার্যকর্তাদের নিয়ে শ্রেষ্ঠ বিশালগড় গড়ার কথা বলেন তিনি। শেষে যুব মোর্চার প্রদেশ সদস্য তথা বিশিষ্ট সংগীত শিল্পী রাজেশ ঘোষের সংগীতানুষ্ঠান মাতিয়ে তুলে সভাগৃহ। সবশেষে মিলিত ভোজন পর্বের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
রাজনীতি
ধর্মনগর প্রতিনিধি।
রাষ্ট্র সেবিকা সমিতি অখিল ভারতীয় হিন্দু মহিলা সংগঠন। রাষ্ট্র সেবিকা সমিতির দক্ষিণ আসাম প্রান্তের ধর্মনগর বিভাগের( উত্তর ত্রিপুরা, ঊনকোটি ও ধলাই ত্রিপুরা) প্রাথমিক শিবির ১৮ই মে ধর্মনগরের রাজবাড়ী ,দ্বাদশতম বালিকা বিদ্যালয় শুরু হয়েছিল, উদঘাটনের ছিলেন দক্ষিণ আসাম প্রান্তে প্রান্ত কার্যবাহিকা স্নিগ্ধা দাস,এই বর্গের বর্গাধিকারী রুমা দাসও প্রধান অতিথি ছিলেন ধর্মনগর কলেজের প্রফেসর ডক্টর উমা নমশূদ্র। বর্গে পুরা সময় উপস্থিত ছিলেন , ধর্মনগর বিভাগের বিভাগ কার্যবাহিকা লতিকা দাস, ও উত্তর ত্রিপুরা জেলা কার্যবাহিকা মীনাক্ষী নাথ।
এই শিবিরে তিন জেলা থেকে কিশোরী তরুণী ও গৃহিণী মিলে ৭৮ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন, প্রবন্ধিকা শিক্ষিকা ও অধিকারী ও অতিথি মিলে মোট ১২০ জনের মতো মোট ১২০ জনের মতো শিবিরে উপস্থিত ছিলেন।
তাছাড়া শিবিরে উপস্থিত ছিলেন প্রান্ত অধিকারী প্রান্ত সহকার্য সহায়িকা সুচরিতা সোম দেব ও ক্ষেত্র সহ কার্যবাহিকা কৃষ্ণা ভট্টাচার্য ও প্রান্ত প্রচারিকা তথা অখিল ভারতীয় সহ-সেবা প্রমুক মাননীয়া সুপর্ণা দে মহোদয়া। উনারা আমাদের বিভিন্ন বিষয়ে বৌদ্ধিক, চর্চা ও বৈঠক নিয়ে আমাদের মার্গ দর্শন করেছেন।
রাষ্ট্র সেবিকা সমিতির উদ্দেশ্য তেজস্বী হিন্দু রাষ্ট্রের পুনঃনির্মাণ আর কাজের মাধ্যম হচ্ছে শাখা। শাখার মাধ্যমে আমাদের শারীরিক মানসিক ও আধ্যাত্মিক বিকাশ হয়।
শাখা হলো চরিত্র নির্মাণের বিশ্ববিদ্যালয়।এই শিবিরে সেবিকাদের দিনশূচি সাড়ে চারটায় জাগরণ সিটি,৫:১৫ থেকে শুরু ,প্রাতস্মরন ,যোগাসন ও শাখা।সাখাতে গুরু ভগবা ধ্বজের সামনে আমরা ভারত মাতার উদ্দেশ্যেআমরা প্রার্থনা করি ও বিভিন্ন শারীরিক অভ্যাস করি গণ সমতা,শাখা লাগানো আচার পদ্ধতি,নিযুক্ত ,দন্ড ,য়েস্টি ও খেলা।
দুপুরে বিভিন্ন বিষয়ে যেমন ভারতীয় সংস্কৃতি, হিন্দুত্ব,কুশল সংগঠক মৌসিজি,শাখা,সমিতি প্রার্থনা,ভগবা ধ্বজ, ও বিভিন্ন বিষয়ে বৌদ্ধিক ও চর্চা হয়।বর্গ গীত ও বিভিন্ন,দেশ ভক্তিমূলক গীত শেখানো হয়।সন্ধ্যা তে সায়ম স্মরণ, ভজন, কার্যশালা ও বন্দে মাতরম।।২৩ শে মে সকালে শিবিরের সমাপন হয়।। চারদিনব্যাপী চলে এই সম্মেলন।
প্রতিনিধি, উদয়পুর :- গোমতী জেলা বিজেপি ওবিসি মোর্চার উদ্যোগে শুক্রবার বিকেল পাঁচটায় এক সাংবাদিক সম্মেলন করা হয়, উদয়পুর ব্রম্মাবাড়ী বিজেপি দলীয় অফিসে । সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন , ওবিসি মোর্চার গোমতি জেলা সভাপতি বিপুল কর্মকার , ওবিসি মোর্চার প্রদেশের জেলা প্রভারী জগদীশ পাল ও বিজেপি অফিস সম্পাদক ত্রিদিব আচার্যি সহ প্রমূখ । সাংবাদিক সম্মেলনে নেতৃত্বরা বলেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেভাবে সংবিধানকে তোয়াক্কা না করে ওবিসি সার্টিফিকেট দিয়েছেন অবৈধভাবে তা সম্পূর্ণভাবে খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। পশ্চিমবঙ্গের একনায়কতন্ত্র যেভাবে চালিয়েছে মমতা ব্যানার্জি তার এক প্রকার যবনিকা দিয়েছে হাইকোর্ট। হাইকোর্টের এই ধরনের সিদ্ধান্তকে স্বাগত জানান গোমতী জেলা ওবিসি মোর্চার নেতৃত্ব। । পাশাপাশি মমতা ব্যানার্জিকে তীব্র আক্রমণ শানান নেতৃত্ব । দেশের সুপ্রিম কোর্টে এই নিয়ে পশ্চিমবঙ্গ সরকার দারস্থ হবে ওবিসির সার্টিফিকেট বহাল থাকার জন্য। এনিয়ে বার্তা দিয়েছেন মমতা ব্যানার্জি। কিন্তু সুপ্রিম কোর্টে তা খারিজ করে দেবে বলে আশা ব্যক্ত করেন গোমতী জেলা ওবিসি নেতৃত্বরা ।
প্রতিনিধি মোহনপুর:- অভীচরণ বাজারে নির্মীয়মান দ্বিতল সুপার মার্কেটের নির্মাণ কাজকে কেন্দ্র করে অনিয়মের অভিযোগ করেছিল স্থানীয়রা। এই অভিযোগের ভিত্তিতে শুক্রবার নির্মাণ স্থল পরিদর্শন করলেন মন্ত্রী রতন লাল নাথ। অভিযোগের সত্যতা পাওয়ায় আধিকারিকদের নির্দেশ দিলেন সঠিক সামগ্রী ব্যবহার করে নির্মাণ কাজ করার।
অভিচরন বাজারের ব্যবসায়ীদের দীর্ঘদিনের সমস্যা সমাধান করতে নির্মাণ করা হচ্ছে দ্বিতল সুপার মার্কেট। ইতিমধ্যেই পিলার বসানোর কাজ সম্পন্ন হয়েছে। এরই মধ্যে স্থানীয়দের তরফে অভিযোগ উঠেছে নিম্নমানের ইট, সিমেন্ট ব্যবহার করার। এই অভিযোগকে কেন্দ্র করে দপ্তরের আধিকারিকদের নিয়ে নির্মাণ কাজ পরিদর্শন করলেন এলাকার বিধায়ক তথা মন্ত্রী রতনলাল নাথ। নির্মাণ কাজের দায়িত্বে থাকা দপ্তরের আধিকারিকদের সাথে কথা বলে সঠিক সামগ্রী ব্যবহার করার নির্দেশ দিয়েছেন তিনি। পাশাপাশি এই প্রতিষ্ঠানকে সুন্দরভাবে গড়ে তুলতে বেশ কিছু সংযোজন করা হয়েছে এদিন। আগামী দিনে গুণগত মান নিয়ে কোন ধরনের ছিনিমিনি না খেলে কাজ করার জন্য নির্দেশ দিয়েছেন মন্ত্রী।
প্রতিনিধি , উদয়পুর :-উদয়পুর মহকুমা অধীন সিএনজি স্টেশন গুলোতে সিএনজি গ্যাসের জন্য প্রতিদিন অটো রিক্সার দীর্ঘ লাইন সৃষ্টি হয় । এর ফলে ব্যবসায় বড় ক্ষতি দেখা দিয়েছে অটো শ্রমিকদের । একদিকে যেমন ব্যাংকের লোন পরিশোধ করতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে আবার অন্যদিকে পরিবার চালাতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে তাদের । সিএনজি গ্যাসের এই ধরনের সমস্যার কথা জানতে পেরে মঙ্গলবার বিকেল সাড়ে চারটা নাগাদ গোমতী জেলাশাসক তড়িৎ কান্তি চাকমার নিকট এক ডেপুটেশানে মিলিত হয় ভারতীয় মজদুর সংঘের গোমতী ত্রিপুরা অটো রিক্সা মজদুর সংঘ ও ট্যাক্সি চালক সংঘের নেতৃত্বরা । এদিন পাঁচজনের একটি প্রতিনিধি দল জেলাশাসকের সাথে দেখা করেন । এদিনের ডেপুটেশানে অংশ নেন বিএমএসের জেলা সভাপতি গৌতম দাস, সহ-সভাপতি স্বপন মন্ডল , গোমতী ত্রিপুরা অটো রিক্সা মজদুর সংঘের সভাপতি মুকতুল হোসেন ,
সম্পাদক প্রদীপ মজুমদার , ট্যাক্সিচালক সংঘের সভাপতি কৃষ্ণ বৈদ্য সহ প্রমূখ । এই ডেপুটেশানে দাবিগুলির মধ্যে প্রধান দাবি ছিল , অবিলম্বে খিলপাড়া স্থিত সিএনজি স্টেশন এবং গর্জি সিএনজি স্টেশন চালু করা , ব্রম্মাবাড়ী সিএনজি স্টেশনে ২৪ ঘন্টা দুইটি ডিসপেন্সার চালু রাখা , জামজুরি ও মাতাবাড়ি সিএনজি স্টেশান ২৪ ঘন্টা পরিসেবা চালু রাখা ও সিএনজি সরবরাহকারী গাড়ির সংখ্যা বৃদ্ধি করা ইত্যাদি সাত দফা দাবি নিয়ে এদিন ডেপুটেশান দেওয়া হয় । ডেপুটেশান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নেতৃত্বরা জানান , গোমতী জেলা শাসক তড়িৎ কান্তি চাকমা সাত দফা দাবি নিয়ে কথা বলেছেন এবং তিনি আশ্বস্ত করেছেন আগামী দিনে এই সকল সমস্যার সমাধান করার জন্য সিএনজি আধিকারিকদের সাথে কথা বলবেন। তাছাড়া প্রশাসনিকভাবে এক বৈঠক তিনি করবেন এই সমস্যা দূরীকরণের জন্য। এই বৈঠক শেষে এক সমাধান সূত্র বের হয়েছে বলে জানান ভারতীয় মজদুর সংঘের গোমতী জেলা নেতৃত্বরা ।
জগন্নাথ দিঘী পার্কের সৌন্দর্য রক্ষার্থে ডেপুটেশন দিল মহকুমা শাসকের নিকট আর কেপুর মন্ডল সভাপতি
প্রতিনিধি, উদয়পুর :- রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা হাত ধরে উদ্বোধন হয়েছিল সরোবর নগরী উদয়পুর জগন্নাথ দিঘির পার্ক। এই জগন্নাথ দীঘির পার্ক উদ্বোধন হওয়ার পর থেকে বিভিন্ন ছোট বৈদ্যুতিক লাইটের খুঁটি ভেঙে ফেলেছে দুষ্কৃতিকারীরা। রবিবার সকালে জগন্নাথ দীঘির পার্কে বেশ কিছু ছোট বৈদ্যুতিক লাইটের খুঁটি ভাঙ্গা অবস্থা দেখতে পায় প্রাত ভ্রমণে বেরিয়ে পড়ো নাগরিকরা । কেন এই ধরনের ঘটনা সংঘটিত করা হয়েছে রাতের অন্ধকারে তা বুঝে উঠতে পারছে না শহরবাসী । তাই এই জগন্নাথ দিঘী সৌন্দর্যায়নের নষ্ট না করাকে নিয়ে সোমবার বিকেল সাড়ে চারটা নাগাদ উদয়পুর মহকুমা শাসক জয়ন্ত ভট্টাচার্যের নিকট বিজেপি ৩১ রাধা কিশোরপুর মন্ডলের তরফ থেকে এক প্রতিনিধি দল ডেপুটেশান প্রদান করেন। এই ডেপুটেশানে উপস্থিত ছিলেন বিজেপি ৩১ রাধা কিশোরপুর মন্ডল সভাপতি প্রবীর দাস সহ আরো অন্যান্য নেতৃবৃন্দগণ। মন্ডল সভাপতি বললেন, জগন্নাথ দিঘীর পার্কে এক ধরনের দুষ্কৃতিকারীরা অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। বিজেপি সরকার গঠন হওয়ার পর থেকেই বিভিন্ন উন্নয়নমূলক কাজগুলির সৌন্দর্যায়নের রূপ দিয়েছে। সেই সৌন্দর্য গুলির মধ্যে এক ধরনের দুষ্কৃতিকারীরা সেই জায়গায় কিছু না কিছু সরঞ্জাম ভেঙ্গে ফেলে দিচ্ছে । জগন্নাথ দিঘীর পার্কে এই ধরনের অত্যাচার যেন বন্ধ করা হয় আবেদন করেন মন্ডল সভাপতি প্রবীর দাস ।
প্রতিনিধি, উদয়পুর :-আগামী জুন মাসে গোমতী জেলায় অনুষ্ঠিত হবে ভারতীয় মজদুর সংঘের কার্যকারিনী বৈঠক । বৈঠকের আগে এখন থেকেই সাংগঠনিক দিক দিয়ে নিজেদের সংগঠনকে সাজিয়ে তোলার জন্য শুরু হয়েছে প্রচার অভিযান এবং প্রস্তুতি বৈঠক । রবিবার দুপুরে টেপানিয়া পন্ডিত দীনদয়াল আশ্রয় নিবাসের কনফারেন্স হল ঘরে আয়া কর্মী , সাফাই কর্মী , নিরাপত্তা রক্ষী কর্মী ও ১০২ অ্যাম্বুলেন্সের কর্মী সংঘের কর্মীদেরকে নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয় । এই বৈঠকে উপস্থিত ছিলেন , গোমতী জেলা বিএমএস এর সভাপতি গৌতম দাস , মিডিয়া সেলের ইনচার্জ দ্বিগবিজয় ভাওয়াল, টেক্সি চালক সংঘের সভাপতি কৃষ্ণ বৈদ্য ও বিএমএসের গোমতী জেলা প্রভারী হেলেন দেববর্মা সহ প্রমূহ । কার্যকারিনী বৈঠকের প্রস্তুতি বৈঠক নিয়ে বিএমএসের জেলা সভাপতি গৌতম দাস বলেন , আজকে উদয়পুর টেপানিয়া ও মহকুমা হাসপাতালে সমস্ত কর্মীদেরকে নিয়ে এক প্রস্তুতি বৈঠক করা হয়। সেই সাথে কার্যকরণী বৈঠকের এডহক কমিটি তৈরি করা হয়েছে । সেই সাথে বর্তমানে বিভিন্ন হাসপাতাল গুলিতে চলছে রক্তের সংকট। এই রক্তের সংকট মেটানোর জন্য এক মেগা রক্তদান শিবির অনুষ্ঠিত হবে। এদিনের বৈঠকে এছাড়া সাংগঠনিক আলোচনা করা হয় এবং তাদের কি ধরনের সমস্যা রয়েছে সমস্ত বিষয়ে অবগত হয়েছে রাজ্য এবং জেলা নেতৃত্ব। গোটা বৈঠকে ঘিরে কর্মীদের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায় ।
প্রতিনিধি , উদয়পুর :-আগামী ২০ মে বনগাঁ দক্ষিণ লোকসভা কেন্দ্রে অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ । তার আগে বিজেপি নির্বাচনী প্রচারে ঝড় তুলতে শুরু করেছে । শনিবার বনগাঁ দক্ষিণ বিধানসভার ৪ নং মন্ডলের পিপলি বাজারে এক বাজার সভা অনুষ্ঠিত হয় । এই বাজার সভায় লোকসভার বিজেপি মনোনীত প্রার্থী শান্তনু ঠাকুরের সমর্থনে বাজার সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক অভিষেক দেবরায়। বাজার সভায় অভিষেক বক্তব্য রাখতে গিয়ে বলেন , বনগাঁ লোকসভা কেন্দ্রটি বরাবর বিজেপির দখলে রয়েছে । এর ফলে এই লোকসভা কেন্দ্রের বিভিন্ন বিধানসভা কেন্দ্রগুলিতে সাধারণ মানুষ বিভিন্ন সুযোগ-সুবিধা পেয়ে থাকেন । কিন্তু কিভাবে মানুষকে সে সকল সুযোগ-সুবিধা থেকে দূরে রাখা যায় সেদিকে প্রতিনিয়ত চেষ্টা করে চলেন তৃণমূল কংগ্রেস । তিনি বলেন , কেন্দ্রীয় প্রকল্পের সমস্ত সুযোগ সুবিধা সাধারণ মানুষ পেয়ে যাচ্ছেন সরাসরি। কিন্তু পঞ্চায়েত স্থরে তৃণমূল কংগ্রেসের দুর্নীতির আতর ঘর তৈরি হয়েছে । এমনিতে যেমন রেশন দুর্নীতি , চাকরি দুর্নীতি , বিভিন্ন মন্ত্রীর বাড়ি থেকে কেন্দ্রীয় এজেন্সি তথা সিবিআই এবং ইডি উদ্ধার করেছে কোটি কোটি টাকা । এছাড়া সিন্ডিকেট রাজ থেকে শুরু করে কয়লা মাফিয়া, বালি খাদান , গরু পাচার এই সকল কাছ থেকে কাট মানি নিচ্ছে তৃণমূল কংগ্রেস । এইসব দুর্নীতি বন্ধ করতে হলে পুনরায় বনগাঁ লোকসভা কেন্দ্রে বিজেপি মনোনীত প্রার্থীকে জেতাতে হবে । তাই কুড়ি তারিখ সকালে নিজেদের মূল্যবান ভোট ভোটকেন্দ্রে গিয়ে প্রদান করে এই বনগাঁ লোকসভা কেন্দ্র থেকে একটি পদ্মফুল ভারতের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর উদ্দেশে পাঠাতে হয় । তাহলে তৃণমূল কংগ্রেসের একতরফা আধিপত্য রয়েছে পশ্চিমবঙ্গে । তার জন্য-বিচূর্ণ হয়ে পড়বে গোটা পশ্চিমবঙ্গে। মমতা বালা ঠাকুর বিগত দিনে যখন এই কেন্দ্রের সাংসদ ছিলেন কোন উন্নয়ন তিনি করেননি । সাংসদ তহবিলের টাকা তিনি খরচ করেননি সে সময়। শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের পার্টি ফান্ডে পার্টির তহবিল বাড়িয়ে চলেছিলেন। অন্যদিকে মাফিয়াদের বারবারন্ত তিনি বাড়িয়ে চলেছিলেন এই লোকসভা কেন্দ্রে এর ফলে তৃণমূল কংগ্রেস বিজেপি উপর আক্রমণ প্রতিনিয়ত করে গিয়েছে আক্রান্ত হয়েছেন কর্মীরা । বর্তমানে যখন ভারতীয় জনতা পার্টির এই প্রার্থী গত লোকসভা জয় লাভ করে তারপর থেকে মাফিয়া গিরি অনেকটা বন্ধ করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। তাই এবারও নিজেদের অধিকার প্রয়োগ করে পুনরায় বিজেপি প্রার্থীকে জয়ী করার আহ্বান রাখেন ত্রিপুরার মাতারবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক অভিষেক দেবরায় । এই দিনের বাজার সভায় বিজেপি কর্মীদের উপস্থিতি ছিল সাড়া জাগানো ।
প্রতিনিধি, উদয়পুর :-শুক্রবার বিকেল পাঁচটা নাগাদ উদয়পুর ব্রম্মাবাড়ী স্থিত বিজেপি জেলা কার্যালয় তথা অটল ভবনে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয় । সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন , গোমতী জেলা বিজেপির সহ-সভাপতি জিতেন্দ্র মজুমদার , সহ-সভাপতি বাবুল দেব সহ প্রমূখ। সাংবাদিক সম্মেলনে জেলা বিজেপির সহ-সভাপতি জিতেন্দ্র মজুমদার বলেন , বামেরা রাজ্যজুড়ে সামাজিক মাধ্যমে বিভিন্ন অপপ্রচার শুরু করেছে । তার প্রতিবাদে এই সাংবাদিক সম্মেলন । তিনি বলেন , সিপিআইএমের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী সাংবাদিক সম্মেলন করে শাসক দল বিজেপিকে তীব্র আক্রমণ শানান। কিন্তু যেসব বিষয় নিয়ে সাংবাদিক সম্মেলন করা হয়েছে সম্পূর্ণ সাংবাদিক সম্মেলনের সমস্ত বক্তব্য ভিত্তিহীন বলে বিধায়ক জিতেন্দ্র মজুমদার দাবি করেন। রাজ্যে সর্বত্র উন্নয়নের কাজ চলছে। পাশাপাশি সাধারণ মানুষ থেকে শুরু করে শ্রমিকরা কাজ করে চলেছে। এত কাজ হওয়ার পরেও মিথ্যা কথা বলে চলেছেন বামেরা । এদিকে ২০১৮ সাল থেকে শুরু করে ২০১৯ সাল এবং ২০২৩ সালেও বামেদের বাজেয়াপ্ত গিয়েছে এই রাজ্যের বুকে । সবমিলিয়ে বামেরা বর্তমানে বিপর্যস্ত অবস্থায় রয়েছে । অপরদিকে তিনি দাবি করেন আগামী ৪ ঠা জুন বিজেপি সরকার ৪০০ আসন নিয়ে ক্ষমতায় ফিরবে । সেই সাথে তিনি বলেন , যেভাবে বামেরা মিথ্যাচার করে চলেছে তার প্রতিবাদে শনিবার বিকেল চারটা নাগাদ উদয়পুরের রাজপথে প্রতিবাদ মিছিল সংঘটিত করবে ভারতীয় জনতা পার্টি। পাশাপাশি তিনি উদয়পুর পৌর পরিষদের পৌর কর্মচারীকে মারধরের ঘটনা নিয়েও বামেদেরকে তীব্র আক্রমন শানান। সেইসাথে উদয়পুর রাধাকিশোরপুর থানার ওসি বাবুল দাসের ভূমিকা নিয়েও তিনি অকপটে ক্ষোভ প্রকাশ করে । তিনি পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের সরকারকেও তীব্র আক্রমণ শানিয়েছেন । তিনি দাবি করেন , ২০১৯ সালের লোকসভায় যে কয়টি আসন পেয়েছিল বিজেপি তার থেকে এবার অধিক আসন নিয়ে পশ্চিমবঙ্গ দখল করবে ভারতীয় জনতা পার্টি । এইদিনের গোটা সাংবাদিক সম্মেলনে বামেদের নিশানা করতে ছাড়েননি বিধায়ক জিতেন্দ্র মজুমদার ।
প্রতিনিধি, উদয়পুর :-গোমতী ত্রিপুরা অটো রিক্সা মজদুর সংঘের রাজারবাগ টাউন সার্ভিস শাখার উদ্যোগে শুক্রবার সকাল ১১ টায় উদয়পুর রাজারবাগ মোটরস্ট্যান্ডে বিভিন্ন যান চালক থেকে শুরু করে পথ চলতি সাধারণ মানুষের মধ্যে শরবত বিতরণ করা হয় । এদিন শরবত বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় মজদুর সংঘের গোমতী জেলা সভাপতি গৌতম দাস, সাধারণ সম্পাদক পার্থ সারথি ঘোষ , গোমতী ত্রিপুরা অটো রিক্সা মজদুর সংঘের জেলা সম্পাদক প্রদীপ মজুমদার ও সভাপতি মকতুল হোসেন সহ প্রমুখ । শরবত বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিএমএসের জেলা সভাপতি গৌতম দাস বলেন , গোটা রাজ্য জুড়ে চলছে বর্তমানে তীব্র দাবদাহ । এর ফলে মানুষের জনজীবন না বিশ্বাস হয়ে উঠেছে । তাই অটো রিক্সা মজদুর সংঘের উদ্যোগ উদয়পুর রাজারবাগ মোটর স্ট্যান্ডে সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন ছোট- বড় যান চালকদের মধ্যে শরবতের বিতরণ করা হচ্ছে। অটো রিক্সা শ্রমিকদের মধ্যে এই ধরনের উদ্যোগ প্রশংসার যোগ্য রাখে। তিনি আবেদন করেন গোমতি জেলার অন্যান্য অটো রিক্সা স্ট্যান্ড গুলোতে যেন এই ধরনের উদ্যোগ গ্রহণ করা হয় । এদিন রাজারবাগ টাউন সার্ভিস শাখার উদ্যোগে কলেজ ছাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে এই ধরনের শরবত বিতরণ করার ফলে খুবই খুশি রাজারবাগ মোটর স্ট্যান্ডে আসা সাধারণ মানুষ