
প্রতিনিধি কৈলাসহর:- ১২বছর অতিক্রম করে এবছর ১৩তম বর্ষে পুষ্পরাজ ইয়থ অর্গানাইজেশনের উদ্যোগে আব্দুল করিম স্মৃতি নক আউট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে টিলাবাজার দ্বাদশ শ্রেণী বিদ্যালয় ময়দানে।আজ বিকেলে এই খেলার উদ্বোধন করেন ক্রীড়া ও যুব বিষয়ক দপ্তরের মন্ত্রী টিংকু রায়।এছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক বীরজিৎ সিনহা,ভাইস চেয়ারপার্সন নীতিশ দে,টিলাবাজারের উপ প্রধান অহিদুজ্জামান, সমাজসেবী অরুণ সাহা, সমাজসেবী সিদ্ধার্থ দত্ত সহ বিশিষ্ট ব্যাক্তিরা।অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিধায়ক বীরজিৎ সিনহা সহ অন্যান্যরা।অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী টিংকু রায় বলেন ইতোমধ্যে এই টিলা বাজার মাঠটিকে উন্নত করার জন্য রাজ্য সরকারের ক্রীড়া দপ্তর থেকে এক কোটি কুড়ি লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে।এছাড়াও ফটিকরায় মাঠকে উন্নত করার জন্য এক কোটি কুড়ি লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে।চন্ডীপুর এলাকায় অবস্থিত মনুভ্যালী মাঠকে সিন্থেটিক মাঠ হিসেবে গড়ে তোলার কাজ চলছে। এদিকে পুষ্পরাজ ইয়থ অর্গানাইজেশনের কমকর্তারা জানান এই টুর্নামেন্টের ফাইনাল খেলায় বিজয়ী দলকে অল্ট্রো গাড়ি ও রানার্স আপ দলকে পালসার বাইক উপহার হিসেবে দেওয়া হবে। বিজয়ী দলকে অল্ট্রো গাড়িটি উপহার হিসেবে দেবেন বিশিষ্ট ব্যবসায়ী তথা সমাজসেবী আব্দুল মুনিম লিটন।খেলা শুরুর আগে শান্তির দূত হিসাবে পায়রা উড়ান মন্ত্রী টিংকু রায় ও বিধায়ক বীরজিৎ সিনহা।ফুটবলে কিক মেরে খেলার উদ্বোধন করেন মন্ত্রী টিংকু রায়।উদ্বোধনী খেলায় আজ মুখোমুখি হয়েছে শ্রীনাথপুর সূর্য শক্তি ক্লাব বনাম মিজোরামের লংগাই এফ সি।উদ্বোধনী খেলায় দুই এক গোলে বিজয়ী হয়েছে শ্রীনাথপুর সূর্যশক্তি ক্লাব।টিলাবাজার স্কুল মাঠে এই ফুটবল খেলাকে কেন্দ্র করে ফুটবল প্রেমী দর্শকদের বিপুল উন্মাদনা পরিলক্ষিত হয়।