- প্রতিনিধি, বিশালগড় , ২০ মার্চ।। আসাম রাজ্যের গোয়ালপাড়ায় আয়োজিত মহিলা ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিতে রাজ্য ত্যাগ করেছেন সিপাহীজলা প্লে সেন্টারের মেয়েরা। আগামী ২৩ শে মার্চ থেকে শুরু হবে টুর্নামেন্ট। ২৬ শে মার্চ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। মেয়েদের এই টুর্নামেন্টে দিল্লি, শিলিগুড়ি, কলকাতা সহ ছয়টি দল অংশ নিয়েছে। ত্রিপুরা রাজ্য থেকে সিপাহীজলা প্লে সেন্টার এই টুর্নামেন্ট অংশ নিয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যার ট্রেনে আসামের উদ্দেশ্যে রওনা দিয়েছে সিপাহীজলা প্লে সেন্টারের ক্রিকেটাররা। দলের কোচ সৈকত লস্কর, ম্যানেজার সুকান্ত ঘোষ এবং সুপ্রভা সরকার ক্রিকেট টিমকে নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় রওনা দিয়েছেন। এদিন বিকালে রাজ্যের বাইরে অংশ নিতে যাওয়া ক্রিকেটারদের শুভেচ্ছা জানান বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেব। তিনি বলেন নেশা মুক্ত সমাজ গড়ার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে খেলাধুলা। এক্ষেত্রে সিপাহীজলা প্লে সেন্টার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
খেলাধুলা
বগাফা দ্বাদশশ্রেনী বিদ্যালয়মাঠে অনুষ্ঠীতহয় মহকুমাভিত্তিক ক্রীড়া প্রতিভা অন্বেযন অনুষ্ঠান ২০২৫
শান্তিরবাজার প্রতিনিধি : বর্তমানসময়ে যুবসমাজ খেলাধূলাছেরে বিভিন্ন নেশারকরলগ্রাসে আশক্তহয়েপরছে। যুবসমাজকে সঠিকপথে ফিরিয়েআনতে ও যুবকদের শারিরিক ও মানসিক বিকাশেরজন্য বিশেষ গুরুত্বদিয়েছে রাজ্যসরকারের ক্রীড়া দপ্তর। ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী ও ক্রীড়া মন্ত্রীর অক্লান্ত প্রচেষ্টায় শান্তির বাজার মহকুমায় বিভিন্ন ইভেন্টের খেলাধূলা অনুষ্ঠীত হচ্ছে। বিগতদিনে আগরতলা শহর এলাকায় এইধরনের খেলাধূলা সীমাবদ্ধছিলো। বর্তমানসময়ে রাজ্যসরকারের অক্লান্ত প্রচেষ্টায় গ্রাম এলাকার যুবক যুবতিরাও এই খেলাধূলায় অংশগ্রহনের সুযোগসুবিধা পাচ্ছে। শুক্রবার শান্তিরবাজার মহকুমার বগাফা দ্বাদশশ্রেনী বিদ্যালয় মাঠে যুববিষয়ক ও ক্রীড়া দপ্তরের ও ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ডের যৌথ উদ্দ্যোগে শান্তির বাজার মহকুমা ভিত্তিক ক্রীড়া প্রতিভা অন্বেযন অনুষ্ঠান অনুষ্ঠীত করাহয়। বৃক্ষের মধ্যে জলদিয়ে আজকের অনুষ্ঠানের শুভসূচনা করেন শান্তির বাজার পুরপরিষদের চেয়ারম্যান সপ্না বৈদ্য। উদ্ভোধকের পাশাপাশি আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তির বাজার মহকুমাশাসক মনোজকুমার সাহা, ক্রীড়া দপ্তরের দক্ষিন জেলার এসিটেন্ট ডাইরৈক্টার মিহির শীল, শান্তির বাজার মহকুমার ক্রীড়াদপ্তরের পোগ্রাম অফিসার সজল চক্রবর্তী, শান্তির বাজার মহকুমার ক্রীড়া দপ্তরের স্কুল স্পোর্টস বোর্ডের সেক্রেটারী চন্দন দাস, পূর্ব বগাফা গ্রাম পঞ্চায়েতের প্রধান সীমা রানি দাস, বিশিষ্ট সমাজসেবী দেবাশীষ ভৌমিক সহ অন্যান্যরা। আজকের এই খেলায় অ্যাথলেটিকস ও ফুটবল অনুর্ধ ১০ বছর বালক বালিকা, খো- খো ও কবাডি অনুর্ধ ১৪ বছর বালক ও বালিকা এই ইভেন্টের মধ্যে খেলা অনুষ্ঠীত হয়। আজকের এই খেলায় শান্তির বাজার মহকুমার সবকয়টি স্কুলথেকে মোট ৩১২ জন ছাত্র ছাত্রী অংশগ্রহন করে। খেলায় অংশগ্রহনকারী মধ্যে বিভিন্ন ইভেন্টে যে সকল বালক ও বালিকা জয়ীহয়েছে তাদেরহাতে পুরষ্কার তুলেদিলেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দরা। আজকের এই কর্মসূচী সম্পর্কে সংবাদমাধ্যমের সামনে জানালেন উদ্ভোধক তথা শান্তির বাজার পুরপরিষদের চেয়ারম্যান সপ্না বৈদ্য ও দক্ষিন জেলার ক্রীড়া দপ্তরের এসিটেন্ট ডাইরেক্টার মিহির শীল।
আরকেপুর মন্ডলের যুব মোর্চার উদ্যোগে ক্রিকেট খেলায় বিজয়ী হলেন অ্যাপোলো ব্রয়লার ফিড্রস
প্রতিনিধি, উদয়পুর :- রবিবার উদয়পুর স্পোর্টস কমপ্লেক্স মাঠে প্রায় এক মাস ধরে চলা ভারতীয় জনতা পার্টির ৩১-রাধাকিশোরপুর মন্ডল যুব মোর্চা আয়োজিত ২য় স্বর্গীয় রঞ্জিত সিংহ রায় স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে আগরতলার বনিক ব্রাদার্স বনাম উদয়পুরের অ্যাপোলো ব্রয়লার এজেন্সির খেলোয়াড়দের মধ্যে উত্তেজনাময় খেলায়। শত শত দর্শকের উত্তেজনা ও উৎসাহের মাঝে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ।
নক আউট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি ছিল অ্যাপোলো ব্রয়ালার্স বনাম বণিক ব্রাদার্সের মধ্যে। ফাইনাল ম্যাচে অ্যাপোলো ব্রয়লাস বণিক ব্রাদার্সকে হারিয়ে চ্যাম্পিয়নের শিরোপা জিতে নেয়। অ্যাপোলো ব্রয়ালার্সের সর্বমোট রান হল ১৪০, বণিক ব্রাদার্সের সর্বমোট রান ১৩৬। চ্যাম্পিয়ন অ্যাপেলো ব্রয়লার্স একটি মারুতি সুজুকি ওয়াগানার গাড়ি এবং একটি ট্রফি এবং রানার্স-আপ বণিক ব্রাদার্সকে বাজাজ পালসার বাইক এবং ট্রফি প্রদান করা হয়। পাশাপাশি, অ্যাপোলো ব্রয়লার্স দলের ম্যান অফ দা ম্যাচ, সেরা ব্যাটসম্যান ও ফাইনাল ম্যাচের সেরা খেলোয়াড় এই তিনটি শিরোপা অর্জন করলেন আসিফ আলী এবং সেরা বোলার শিরোপা অর্জন করলেন আশিস দত্ত । বণিক ব্রাদার্স দলের সেরা ফিল্ডার শিরোপা অর্জন করলেন জয়কিশোর সাহা।
নক আউট ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল ম্যাচে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, গোমতী জেলার জিলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায়,ভারতীয় জনতা পার্টির গোমতী জেলার সভানেত্রী সবিতা নাগ, জনতা যুব মোর্চার গোমতী জেলার সভাপতি সুকান্ত সাহা, রাধাকিশোরপুর মন্ডলের মহিলা মোর্চার সভানেত্রী ভ্রমর সোম, রাধাকিশোরপুর মন্ডল যুব মোর্চার সভাপতি রাকেশ শীল,অন্যান্য বিশিষ্ট নেতৃবৃন্দ। মাঠের চারিদিক ছিল ক্রীড়া প্রেমীদের ভিড়ে ঠাসা এবং তাদের উচ্ছাস ছিল চোখে পরার মতো।
অনূর্ধ্ব ১৫ ক্রিকেট টুর্নামেন্টে ব্যাটে বলে দাপট কোনাবন প্লে সেন্টারের তৃষান দেব
শনিবার সকালে অনূর্ধ্ব ১৫ ছেলেদের এক ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে বিশালগড় দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ক্রিকেট মাঠে। ক্রিকেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে চলছে এই টুর্নামেন্ট।তবে শনিবারের খেলাটি ছিল দর্শকদের মন মাতানো খেলা। তৃশান দেব কোনাবন প্লে সেন্টারের হয়ে খেলতে নেমে ব্যক্তিগত ১৮২ রান করে ৯৬ টি বলে। ১৪ টি চার এবং ১৭ টি বাউন্ডারি করে দর্শকদের মন মাতিয়ে তুলে অনূর্ধ ১৪ বছরের তৃশান দেব।কোনাবন প্লে সেন্টার ১০ উইকেটে ৩৬৬ রান করে।অন্যদিকে নব উত্তোরন প্লে সেন্টার সর্বমোট ১০ উইকেটে ৮২ রান করে। কোনাবন প্লে সেন্টার ২৮৪ রানে জয়ী হয়। জয়ের পর জাঙ্গালিয়া ক্রিকেট মাঠ কাঁপিয়ে তোলে কোনাবন প্লে সেন্টার। বিশালগড় দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এর স্কুল মাঠে দর্শকদের ভিড়ছিল দেখার মত।আনন্দ উল্লাসে তৃষান দেবকে নিয়ে সারা মাঠ অতিক্রম করে বাজনা বাজিয়ে মাঠ প্রাঙ্গণ কাপিয়ে তোলে।
উত্তর ত্রিপুরার উদ্যেগে পাঁচদিন ব্যাপী Inter Exchange Youth Programme এর শুভ সূচনা
প্রতিনিধি ধর্মনগর,, ভারত সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এর অধীনস্থ মাই ভারত (নেহরু যুব কেন্দ্র) উত্তর ত্রিপুরার উদ্যেগে পাঁচদিন ব্যাপী Inter Exchange Youth Programme এর শুভ সূচনা হল বৃহস্পতিবার। ৩০শে জানুয়ারি বৃহস্পতিবার উত্তর ত্রিপুরা জেলার জেলাসদর ধর্মনগর শহরের রাজবাড়ীস্থিত হিতাসাধানী কোপারেটিভ প্রাঙ্গণে এটির শুভ উদ্বোধন হয়। এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন উওর ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি অপর্না নাথ । তৎসঙ্গে এই অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উওর ত্রিপুরা জেলার জেলাশাসক দেবপ্রিয় বর্ধন, জেলা স্বাস্থ্য আধিকারিক ডাক্তার দীপক হালদার , উত্তর ত্রিপুরা যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের অধিকর্তা বিভাবসু গোস্বামী,রাজ্য অধিকর্তা বিমল কুমার পাঠিক, নেহরু যুব কেন্দ্র সংঘঠন, ত্রিপুরা। এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সহ সভাধিপতি ভবতোষ দাস। ধন্যবাদসুচক বক্তব্য রাখেন কুনাল গৌতম জেলা যুব আধিকারিক, উত্তর ত্রিপুরা। সিকিম রাজ্যে থেকে আগত ২৬জন স্বেচ্ছাসেবক স্বেচ্ছাসেবীকারা এই অনুষ্ঠানে অংশগ্ৰহন করেছে। এই অনুষ্ঠানটি ৩০ জানুয়ারী থেকে ৩রা ফেব্রুয়ারি ২০২৫ ইং পর্যন্ত চলবে।
প্রতিনিধি, গন্ডাছড়া ২২ জানুয়ারি:- মঙ্গলবার ছিল ‘স্টেট হুড ডে’। আর এদিনই খবর আসে, ত্রিপুরার আগরতলার নিবাসী পারমিতা সরকার কিলিমাঞ্জারো অভিযান সম্পূর্ণ করেছেন। ভারতের পতাকা বুকে নিয়ে দাঁড়িয়ে আছেন ত্রিপুরার পারমিতা সরকার কিলিমাঞ্জারোর চূড়ায়। এ এক অস্বাভাবিক অনুভূতির বিষয় I ত্রিপুরা তথা ভারতবাসীর গর্বের বিষয় I হয়তো তিনি ত্রিপুরার প্রথম মহিলা, যিনি বিশ্বের সাতটি বৃহত্তম শৃঙ্গের মধ্যে একটি অন্যতম বৃহত্তম শৃঙ্গ কিলিমাঞ্জারো অভিযান সম্পূর্ণ করলেন I তার এই সাফল্যে পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন ও বন্ধুবান্ধব সকলেই অত্যন্ত খুশি ও গর্বিত।
প্রতিনিধি, বিশালগড় , ১৭ জানুয়ারি।। গোলাঘাটি ইংরেজি মাধ্যম হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শুক্রবার স্কুল মাঠে আয়োজিত ক্রীড়ানুষ্ঠানের উদ্বোধন করেন গোলাঘাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান পুষ্প রানী রায় । এছাড়াও উপস্থিত ছিলেন সমাজসেবক নারায়ণ দেবনাথ, বিদ্যালয়ের পরিচালন কমিটির চেয়ারম্যান ভবতোষ ঘোষ , সিপাহীজলা জেলা পরিষদের সদস্যা সুমিত্রা দাস, বিশালগড় পঞ্চায়েত সমিতির সদস্য রবীন্দ্র দত্ত, বিশালগড় বিদ্যালয় পরিদর্শক প্রদীপ দেববর্মা, সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত শিক্ষক বিকাশ সিংহ প্রমুখ। পিটি যোগা সহ না না কার্যক্রমে অংশ নেন ছাত্রছাত্রীরা। ছাত্রছাত্রীরা বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতায় অংশ নেন । শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপস্থিত অতিথি এবং শিক্ষক শিক্ষিকারা।
এছাড়া বাইদ্যারদিঘী নিউ জীবনানন্দ শিশু নিকেতনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ দেবপ্রসাদ ভট্টাচার্যী,
বাইদ্যারদিঘী পঞ্চায়েত প্রধান অনুপ কুমার সিনহা, পঞ্চায়েত সদস্য প্রদেশ দেবনাথ,
বাইদ্যারদিঘী দ্বাদশ শ্রেণি স্কুলের সহকারী প্রধান শিক্ষিকা উত্তরা চাকমা, বিশিষ্ট শিক্ষাবিদ মহরম আলী, শ্রীধাম চন্দ্র ভৌমিক, বাইদ্যারদিঘী নিউ জীবনানন্দ শিশু নিকেতনের প্রধান শিক্ষক আক্তার হোসেন
সহ অন্যান্যরা। এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ছাত্র-ছাত্রীরা বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন৷
বিবেকানন্দ বিদ্যাপীঠের ছাত্র বনাম শিক্ষকের মধ্যে এক প্রীতিপূর্ণ ক্রিকেট টুর্নামেন্ট।
প্রতিনিধি , উদয়পুর :- উদয়পুর বিবেকানন্দ বিদ্যাপীঠ উচ্চতর মাধ্যমিক ইংলিশ মিডিয়াম স্কুলের ৪১ তম প্রতিষ্ঠা দিবস এবং জাতীয় যুব দিবস উপলক্ষে বিদ্যাপীঠের উদ্যোগে একাধিক অনুষ্ঠান পালিত হচ্ছে। তারই অঙ্গ হিসেবে ১৩ জানুয়ারি অনুষ্ঠিত হয় বিদ্যাপীঠের ছাত্র বনাম শিক্ষকের মধ্যে এক প্রীতিপূর্ণ ক্রিকেট টুর্নামেন্ট। উদয়পুর ভগ্নি নিবেদিতা বালিকা বিদ্যালয়ের পেছনে স্পোর্টস কমপ্লেক্সের মাঠে সকাল ১১ টায় ছাত্র-শিক্ষকদের মধ্যে প্রতিযোগিতামূলক এই ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন উদয়পুর পৌর পরিষদের পৌরপিতা শীতল চন্দ্র মজুমদার মহোদয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া ও যুব বিষয়ক দপ্তরের সহ অধিকর্তা বনজিৎ বাগচী , সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উদয়পুর পৌর পরিষদের কাউন্সিলার অয়ন গুপ, রেজাউল হোসেন এবং রত্না দে (দাস)। এই প্রীতিপূর্ণ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানের স্বাগত ভাষণ রাখেন বিদ্যাপীঠের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্যামসুন্দর দত্ত মহোদয়।
সীমিত ১৫ ওভারের ক্রিকেট টুর্নামেন্টে ছাত্ররা আট উইকেটে জয়লাভ করে। প্রথমে টসে জিতে ছাত্ররা ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। শিক্ষকরা ১৫ ওভারে ৯ উইকেট হারিয়ে ১০১ রান করে। ছাত্ররা ব্যাট করতে নেমে ১০. ৩ ওভারে ১০২ রান করে ৮ উইকেটে খেলা জিতে নেয়। ছাত্রদের পক্ষে দ্বিপরাজ ঘোষ বল হাতে দুই উইকেট লাভ করে এবং ব্যাট হাতে অপরাজিত ৫২ রান করে ম্যান অফ দ্যা ম্যাচ হয়। ছাত্র বনাম শিক্ষকের মধ্যে এই প্রতিযোগিতামূলক প্রীতিপূর্ণ ক্রিকেট ম্যাচের পুরস্কার তুলে দেন পৌর পরিষদের পৌর পিতা শীতল চন্দ্র মজুমদার এবং গোমতি জেলা ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের সহ-অধিকর্তা বনজিৎ বাগচী । গোমতী জেলার স্পোর্টস কমপ্লেক্সের মাঠে অনুষ্ঠিত এই ক্রিকেট টুর্নামেন্ট টি যথাযথভাবে সম্পন্ন করার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেয় গোমতী জেলা ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তর এবং উদয়পুর পৌর পরিষদ। এই জমজমাট ক্রিকেট টুর্নামেন্ট দেখার জন্য দর্শকের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
প্রতিনিধি কৈলাসহর:-ধনবিলাস উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে গতকাল থেকে শুরু হয়েছে নক আউট ক্রিকেট প্রতিযোগিতা।ইউনিটি ফর সাক্সেস সংগঠনের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে চূড়ান্ত পর্যায়ে জয়ী দলকে ১২,০০০ টাকা এবং রানার্স আপ দলকে ৭,০০০ টাকা নগদ পুরস্কার দেওয়ার ঘোষণা করা হয়।এই অনুষ্ঠানের উদ্বোধন করেন আইনজীবী সন্দীপ দেবরায়। সঙ্গে উপস্থিত ছিলেন ধনবিলাস পঞ্চায়েত প্রধান ভদ্রমোহন সিনহা,চন্ডীপুর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান বিনয় সিনহা এবং অন্যান্যরা।উদ্বোধনী অনুষ্ঠানে সন্দীপ দেবরায় বলেন,খেলাধুলা শুধু শারীরিক সক্ষমতা বাড়ায় না,এটি সমাজকে নেশামুক্ত এবং যুবসমাজকে ইতিবাচক পথে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে।এমন একটি উদ্যোগ যুবসমাজকে নতুন দিশা দেখাবে।ইউনিটি ফর সাক্সেস এর এই প্রয়াস নিঃসন্দেহে প্রশংসার যোগ্য এবং এ ধরনের উদ্যোগ আরও নেওয়া উচিত।
এই প্রতিযোগিতার উদ্দেশ্য শুধুমাত্র খেলার প্রতি ভালোবাসা সৃষ্টি করা নয়, বরং যুবসমাজকে মাদক ও অন্যান্য বিপথগামিতা থেকে দূরে রেখে মাঠমুখী করা। আয়োজক কমিটির এই প্রয়াস স্থানীয় মানুষের কাছ থেকে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।প্রতিযোগিতায় ২৪টি দল অংশগ্রহণ করেছে বলে জানিয়েছেন আয়োজক কমিটি।
প্রতিনিধি, বিশালগড় , ৭ জানুয়ারি।। বিশালগড় মুড়াবাড়ি হাই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার স্কুল মাঠে আয়োজিত ক্রীড়ানুষ্ঠানের উদ্বোধন করেন বিধায়ক সুশান্ত দেব । তাছাড়া উপস্থিত ছিলেন ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের অবসরপ্রাপ্ত উপ অধিকর্তা বিশ্বেশ্বর নন্দী, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জিমন্যাস্ট দীপা কর্মকার, বিদ্যালয়ের পরিচালন কমিটির চেয়ারম্যান রাজু সাহা ,
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুনীতি দেববর্মা। ক্রীড়া প্রতিযোগিতা ছাড়াও এদিন স্কুলে ড্রাগসের কুফল এবং বাল্যবিবাহ বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম হাতে নেওয়া হয়।
স্কুলের ছাত্র ছাত্রীরা সংগীত নৃত্য পরিবেশন করেন। ছাত্র-ছাত্রীদের পিটি প্রদর্শন এবং পিরামিড ছিল আকর্ষণীয়। বিভিন্ন ইভেন্টের চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নেন ছাত্রছাত্রীরা । শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন উপস্থিত অতিথি এবং বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক সুশান্ত দেব বলেন ছাত্র-ছাত্রীদের দৈহিক এবং এবং মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে খেলাধুলা এবং শরীরচর্চা। শিশু-কিশোরদের নিয়মিত খেলার মাঠে নিয়ে আসার জন্য অভিভাবকদের অতি আহ্বান জানান তিনি।