প্রতিনিধি, উদয়পুর :- রান ফর ইউনিটি স্লোগানকে সামনে রেখে ভারত জুড়ে এখন চলছে রাষ্ট্রীয় একতা কর্মসূচি। ত্রিপুরা রাজ্যেও যথাযোগ্য মর্যাদায় এই কর্মসূচি উদযাপন করা হচ্ছে। এর অংশ হিসেবে শনিবার গোমতী জেলা পুলিশের উদ্যোগে উদয়পুর অনুষ্ঠিত হলো ম্যারাথন র্যালি।ম্যারাথন র্যালিটি উদয়পুর শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় কে বি আই ময়দানে শেষ হয়েছে। এতে মোট ২০০ জন পুলিশ, টিএসআর ও বিএসএফ সদস্য অংশ নেন। প্রসঙ্গত, ৩১ অক্টোবর রাষ্ট্রীয় একতা, সংহতি ও সার্বভৌমত্ব রক্ষায় নিবেদিত প্রাণ লৌহ মানব সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকী। সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকীকে সামনে রেখে গোমতী জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত রাষ্ট্রীয় একতা দিবস উদয়পুর অনুষ্ঠিত হয়েছে। এই ম্যারাথন রেলিতে উপস্থিত ছিলেন গোমতী জেলার পুলিশ সুপার নমিত পাঠক, অতিরিক্ত পুলিশ সুপার সৌভিক দে মহকুমা পুলিশ আধিকারিক অজয় দেববর্মা সহ আরো পুলিশ আধিকারিকগন
এদিন গোমতী জেলার পুলিশ সুপার নমিত পাঠক বলেন, ভারতবর্ষের জন্য সর্দার বল্লভভাই প্যাটেল অসাধারন কাজ করেছিলেন। জাতীয় অখণ্ডতা, জাতীয় ঐক্যের অঙ্গীকার এবং সর্দার বল্লভভাই প্যাটেলের অবদান সম্পর্কে সচেতনতা বাড়াতে গোমতী জেলা পুলিশ উদ্যোগে একটি ম্যারাথনের আয়োজন করা হয়েছে। এদিন তিনি আরো বলেন, সর্দার বল্লভভাই প্যাটেল ছিলেন অখণ্ড ও অবিচ্ছিন্ন ভারতের মূল কান্ডারী।
খেলাধুলা
প্রতিনিধি, বিশালগড়, ২৬ অক্টোবর।। বিধায়ক সুশান্ত দেব ফ্যান ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হয় প্রীতি ফুটবল ম্যাচ। শনিবার বিকালে কড়ুইমুড়া মাঠে আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচে বক্সনগর একাদশ খেলে কড়ুইমুড়া একাদশের সঙ্গে। ম্যাচের উদ্বোধন করেন বিধায়ক সুশান্ত দেব। হেমন্তের বিকালে ফুটবল ম্যাচ উপভোগ করতে হাজারো দর্শক সমাগম ঘটে। হাড্ডাহাড্ডি লড়াই হয় দু’পক্ষের। নির্ধারিত সময়ে ম্যাচের ফয়সালা না হওয়ায় ম্যাচ গিয়ে গড়ায় টাই ব্রেকারে। এতে ৩-২ গোলে জয়লাভ করে কড়ুইমুড়ার ছেলেরা। শেষে বিজয়ী এবং রানার্স দলের হাতে ট্রফি এবং প্রাইজমানি তুলে দেন বিধায়ক সুশান্ত দেব। এছাড়া উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সদস্য শংকর সাহা, বিজেপি নেতা দীপক শীল, বাপি সাহা প্রমুখ। বিধায়ক সুশান্ত দেব বলেন যুব সমাজকে নেশার করালগ্রাস থেকে রক্ষা করতে খেলাধুলা শরীর চর্চা ইত্যাদি কার্যক্রম আরও বেশি করতে হবে। প্রীতি ম্যাচ আয়োজন করার জন্য তিনি আয়োজকদের ধন্যবাদ জানান। এছাড়া পরবর্তী সময়ে ফুটবল টুর্নাম্যান্টের আয়োজন করলে সবধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি।
- প্রতিনিধি কৈলাসহর:-চন্ডীপুরের বিধায়ক তথা যুব ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিংকু রায়ের আন্তরিক উদ্যোগে বিগত দিনের সমস্ত রেকর্ড ভেঙে প্রত্মশহরে অনুষ্ঠিত হতে চলেছে রাজ্য ভিত্তিক যুব উৎসব।বলা যায় রাজ্যের বাইরে তথা কৈলাসহরে এই প্রথমবারের মতো যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে এই উৎসব।বছরের পর বছর রাজ্য ভিত্তিক যুব উৎসব আগরতলা কেন্দ্রীক থাকলেও এই প্রথমবার রাজধানীর বাইরে কৈলাসহরে হতে চলেছে যুব উৎসব।যার ফলে বেজায় খুশি শিল্প ও সংস্কৃতির শহরের নাগরিকরা।আগামী নভেম্বর মাসে জেলা সদরে অনুষ্ঠিত হবে যুব উৎসব ২০২৪।প্রস্তুতি সভায় এমনটাই জানালেন যুব ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিংকু রায়।আজ সকাল ১০টা থেকে রাজ্য ভিত্তিক যুব উৎসবকে কেন্দ্র করে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় কৈলাসহর সার্কিট হাউজের কনফারেন্স হলে।উক্ত সভায় উপস্থিত ছিলেন মন্ত্রী টিংকু রায়,রাজ্য যুব ও ক্রীড়া দপ্ততরের সচিব প্রদীপ কুমার চক্রবর্তী,ক্রীড়া দপ্তরের অধিকর্তা সত্যব্রত নাথ,ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস,সহকারী সভাধিপতি সন্তোষ ধর,ঊনকোটি জেলা শাসক দীলিপ কুমার চাকমা,কৈলাসহর পুর পরিষদের চেয়ারপার্সন চপলা দেবরায় সহ কৈলাসহর ও কুমারঘাটের মহকুমা শাসক,ঊনকোটি জেলার চারটি ব্লকের বিডিও ও চেয়ারপার্সন সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা।প্রস্তুতি সভাতে আলোচনাক্রমে সিদ্ধান্ত গ্রহণ করা হয় যুব উৎসব উদযাপনের বিভিন্ন বিষয় সম্পর্কে।এই যুব উৎসব উদযাপনের মধ্য দিয়ে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হবে বলে জানা যায়।প্রাধান্য দেওয়া হয়েছে লোকসংগীত এবং লোক নৃত্যকে।এই যুব উৎসব সঠিকভাবে এবং সকল রূপ দিতে দপ্তরের আধিকারিক এবং জনপ্রতিনিধিরা এক যোগে মাঠে নেমে কাজ করার উপর গুরুত্ব দিয়ে আলোচনা করেন।
প্রস্তুতি পর্বের আলোচনা শেষে মন্ত্রী টিংকু রায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান,রাজ্য ভিত্তিক যুব উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে কৈলাসহর ঊনকোটি কলাক্ষেত্রে। উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা থাকার কথা রয়েছে বলে তিনি আশা প্রকাশ করেন।কৈলাসহরে রাজ্য ভিত্তিক যুব উৎসব শেষের পর এই প্রথমবার রাজ্যের রাজধানীতে অনুষ্ঠিত হবে জাতীয় স্তরের যুব উৎসব।কৈলাসহরে রাজ্য ভিত্তিক যুব উৎসবে সারা রাজ্য থেকে প্রায় ১২শ এর অধিক শিল্পীরা অংশগ্রহন করবে বলে জানান মন্ত্রী শ্রী রায়।এছাড়া যে সকল শিল্পীরা এই যুব উৎসবে অংশগ্রহণ করবে তাদের জন্য প্রত্নতাত্ত্বিক শহরের ঊনকোটি,মনুভ্যালী চা-বাগান সহ বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করানো হবে বলে জানিয়েছেন সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী।
ধর্মনগর প্রতিনিধি, :——বিস্ময় বালিকা হিসেবে হোমশিখার নাম উঠলো ইন্ডিয়া বুক অব রেকর্ডে। হোম শিখা চক্রবর্তী পেঁচারথল দ্বাদশ মান বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্রী। বয়স ৯ বৎসর। হোমশিখার বাবা মিঠুন বাবু শিক্ষা দপ্তরের কেরনীর পদে চাকুরীরত। মা কণিকা দেবী শিক্ষিকা। ছোট থেকেই হোমশিখার সারারন জ্ঞানের প্রতি প্রতিভা পরিলক্ষিত হয়। সেই থেকে উনারা তালিম দিতে থাকেন। হোমশিখা সম্প্রতি ইন্ডিয়া বুক অব রেকর্ডস এর আর,বি,আর এচিভার পুরুষ্কারে সম্মানিত হয়েছে। এই প্রতিযোগিতায় বিস্ময় বালিকা হোমশিখা বিশ্বের ১৯৫ টি দেশ ও তার রাজধানীর নাম মাত্র দুই মিনিট আটাশ সেকেন্ডর মধ্যে বিনা বাধাঁয় বলতে পেরেছে। এছাড়াও ভারতের ২৮টি রাজ্য ও তার রাজধানীর নাম এবং ৮টি কেন্দ্র শাসিত অঞ্চল ও তার রাজধানীর নাম অনর্গল ২৩ সেকেন্ডে বলতে পেরেছে। অন্যদিকে ৩০২টি সাধারনজ্ঞানের প্রশ্নের উত্তর দিয়েছে ১৫ মিনিট ১৬ সেকেন্ডের মধ্যে। এভাবে তার বহুমুখী প্রতিবার জন্য সে এই পুরস্কার অর্জন করেছে। তার এই সাফল্যে তার মা-বাবা যেমন আপ্লুত তেমনি পেচারথলবাসিও অত্যন্ত গর্বিত।
প্রতিনিধি, বিশালগড় ,।। চড়িলামে সম্পন্ন হল স্বচ্ছতাই সেবা ফুটবল টুর্নামেন্ট। ১০ টি গ্রাম পঞ্চায়েত এবং ১১ টি ভিলেজ কমিটিকে নিয়ে এই ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছিল পণ্ডিত দিন দয়াল উপধ্যায় মিনি স্টেডিয়ামে। স্বচ্ছতাই সেবা ২০২৪ এই কর্মসূচির অংশ হিসেবে চড়িলাম ব্লক ভিত্তিক টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় মঙ্গলবার। হাজারো দর্শকের উপস্থিতিতে ফাইনাল ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করেন দক্ষিণ চড়িলাম গ্রাম পঞ্চায়েত এবং পদ্মনগর ভিলেজ কমিটি। উপস্থিত ছিলেন চড়িলাম ব্লক পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন খেলা ভৌমিক, ক্রীড়া দপ্তরের উপ-অধিকর্তা সমীর দেববর্মা, চড়িলাম ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক কৃত্তিকা সাহা, ফুটবল টুর্নামেন্টের সভাপতি ভবেশ চৌধুরী প্রমুখ।
ম্যাচের নির্ধারিত সময়ে কোন দল গোল করতে পারেননি। পরবর্তী সময়ে টাইব্রেকারে জয়লাভ করে দক্ষিণ চড়িলাম গ্রাম পঞ্চায়েত। পুরস্কার বিতরণে অংশগ্রহণ করেন সিপাহীজলা জেলার অতিরিক্ত জেলাশাসক জি গোয়েল সহ অন্যান্যরা। স্বচ্ছতাই সেবা ফুটবল টুর্নামেন্টের পাশাপাশি ব্লক ভিত্তিক ব্যাডমিন্টন, টেবিল টেনিস, বাস্কেটবল টুর্নামেন্ট গুলির চ্যাম্পিয়ন এবং রানার্স দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। টুর্নামেন্টে ম্যান অফ দ্যা ম্যাচ দক্ষিণ চড়িলাম গ্রাম পঞ্চায়েতের গোলকিপার রিপন দেবনাথের হাতে পুরস্কার তুলে দেন টুর্নামেন্ট কমিটির সভাপতি ভবের চৌধুরী। ফুটবলের চ্যাম্পিয়ন দক্ষিণ চড়িলাম গ্রাম পঞ্চায়েতের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন অতিরিক্ত জেলাশাসক জি গোয়েল, রানার্স ট্রফি তুলে দেন চড়িলাম ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক কৃত্তিকা সাহা।
এছাড়া প্রাক্তন ফুটবলার সমীর ভৌমিক ব্যক্তিগতভাবে গোলকিপার রিপন দেবনাথকে ৫০০ টাকা পুরস্কার হিসেবে তুলে দেন।
ধর্মনগর প্রতিনিধি। ২৩ শে জুন রবিবার ধর্মনগর বীর বিক্রম ইনস্টিটিউশন ময়দানে অনুষ্ঠিত হয় ত্রিপুরা – বনাম আসাম দুই প্রতিবেশী রাজ্যের মধ্যে ৪০ ঊর্ধ্ব খেলোয়ারদের নিয়ে এক প্রীতি ফুটবল টুর্নামেন্ট। বিকাল ৪:২৫ মিনিটে ধর্মনগর মর্নিং ক্লাব ১১ বনাম ভেটেরান এফ সি শিলচর এর মধ্যে এই প্রীতি টুর্নামেন্ট শুরু হয়।
টুর্নামেন্টের শুরুতেই উভয় দল পরস্পরের প্রতি আক্রমণাত্মক হয়ে ওঠে । অবশেষে প্রথমার্ধের খেলাতেই ভেটারান এফসি ধর্মনগর মর্নিং ক্লাবকে ভ্যাট ইদান এফসি শিলচরের ১০ নম্বর জার্সি পরিহিত মিহির রায় ১৭ মিনিটের মাথায় প্রথম গোল দেন। দ্বিতীয় দলটি হয় ৩২ মিনিটের মাথায় গলটি দেন ৫ নাম্বার জার্সি পরিহিত প্রসেনজিৎ সিংহ। পরপর দুটি গোল খেয়ে বিপর্যস্ত হয়ে পড়ে প্রতিপক্ষ ধর্মনগর মর্নিং ক্লাবের খেলোয়াড়রা । প্রথমার্ধ শেষে দ্বিতীয়ার্ধের শুরুতে ধর্মনগর মর্নিং ক্লাব প্রতিপক্ষ ভেটারান এফসি বিরুদ্ধে আক্রমণাত্মক হয়ে উঠলেও সঠিকভাবে কৌশল করতে না পারায় দ্বিতীয়ার্ধে কোন গোল কোনপক্ষই করতে পারেনি। ফলে সম্পূর্ণ খেলাটি ২-০ গোলে শেষ হয়। খেলার জয় ছিনিয়ে নেয় ভেটারান এফসি শিলচর। ভেটেরান এফ সি খুব সুন্দর খেলা পরিবেশন করে ফুটবল প্রেমীদের মুগ্ধ করে । মনোরম ৪০ উর্ধ প্রীতি টুর্নামেন্টটি উপভোগ করতে মাঠে ছিল কৌতুহলি ফুটবল প্রেমীদের ভিড়।
পানিসাগর আর সি পি ই এর অত্যাধুনিক মাটি পরিদর্শন করলেন রাজ্যের যুব এবং ক্রীড়া মন্ত্রী টিংকু রায়।
ধর্মনগর প্রতিনিধি। শনিবার পানিসাগর মহকুমার আর সি পি ই এর যে অত্যাধুনিক ট্রাক করা হয়েছে তা পরিদর্শন করেন রাজ্যের যুব এবং ক্রিড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। সঙ্গী ছিলেন উত্তর জেলা স্পোর্টস এর অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর অমিত কুমার যাদব। টিংকু রায় বলেন রাজ্যের মুখ্যমন্ত্রীর একান্ত প্রয়াসে এই অত্যাধুনিক ট্র্যাক ফিল্ডটি বাড়ানো হয়েছে। রাজ্য ইতিমধ্যেই বেশ কিছু ছেলেমেয়ে আন্তর্জাতিক এবং জাতীয় স্তরে বিশেষ কৃতিত্ব অর্জন করেছে। বিশেষ করে যোগা এবং বিভিন্ন খেলায় ছেলেমেয়েরা এগিয়ে এসেছে। ছেলে মেয়েদের সহ দিতে রাজ্যে একটি বিশ্বমানের ট্র্যাক ফিল্ড গঠন করা হয়েছে। এই রেখে একই সাথে দৌড়ের এবং ফুটবলের ব্যবস্থা রাখা হয়েছে। ২৯ জুন এই মাঠটি উদ্বোধন করার কথা ছিল রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। কিন্তু অনিবার্য কারণবশত তিনি দিল্লি থাকছেন তাই সম্ভবত আগামী ২ জুলাই এই মাঠের উদ্বোধন হবে। মাঠের সাথে নির্মীয়মান সুইমিং পুল যার কাজ চলছে সেটিও মন্ত্রী পর্যবেক্ষণ করেন। পানিসাগরের এই মাঠটি রাজ্যের একটি গর্ব বলে তিনি সম্বোধন করেন।
আসাম রাইফেলসের ত্রিপুরা,আসাম এবং মণিপুর জুড়ে ১০ম আন্তর্জাতিক যোগা দিবস উদযাপন*
প্রতিনিধি কৈলাসহর:-আসাম রাইফেলস আজ ২১শে জুন ১০ম আন্তর্জাতিক যোগা দিবস উদযাপন করেছে ত্রিপুরা,আসাম এবং মণিপুরের সাতটি জেলায় কর্মী,পরিবার এবং স্থানীয় সহ প্রায় ৩৬০০ জন অংশগ্রহণ কারীর ব্যাপক যোগব্যায়াম প্রদর্শনের মাধ্যমে।আগরতলা গ্যারিসনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরার মাননীয় রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু।যিনি অংশগ্রহণকারীদের সার্টিফিকেট প্রদান করেন এবং তাদের সামাজিক অবদানের জন্য আসাম রাইফেলসের প্রশংসা করেন।
রাধানগর এবং তেলিয়ামুড়ায় আর্ট অফ লিভিং ফাউন্ডেশনের প্রশিক্ষকরা সেশনের নেতৃত্ব দেন।
আসামের সোনিতপুর জেলায় আসাম রাইফেলস একটি বৃহৎ আকারের যোগব্যায়াম অনুষ্ঠান সহ-আয়োজক ছিল যা আসামের মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার উপস্থিতি দ্বারা অনুপ্রাণিত হয়েছিল। ডিমা হাসাও জেলার হাফলং গ্যারিসন একটি গণ যোগা প্রদর্শন এবং একটি বিশেষ অনুষ্ঠান পরিচালনা করে।
কেভি এবং এআরএইচএস-এ শিশুদের জন্য সেশন ছিল।
কাছাড় জেলার শ্রীকোনা গ্যারিসন তার প্রদর্শনীর মাধ্যমে সম্প্রদায়ের মঙ্গলকে উৎসাহিত করেছে।
মণিপুরে পশ্চিম ইম্ফল জেলার কাংচুপেও যোগ সেশনের আয়োজন করা হয়েছিল।
প্রতিনিধি, বিশালগড় , ১২ জুন।। আন্তর্জাতিক যুব উৎসবে দলগত লোক নৃত্য প্রতিযোগিতায় প্রথম স্থান দখল করলো ত্রিপুরা। রাজ্যের “নৃত্য রাজ ডান্স একাডেমী” নৃত্য প্রতিষ্ঠানটি নর্থ ইস্ট ইউথ ফেস্টিভেলেও প্রথম স্থান অধিকার করেছিল। এবার এলো নয়া সাফল্য। আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতায় সেরার মুকুট পড়লো ত্রিপুরা। গত
৮ই জুন থেকে ১০ জুন পর্যন্ত উড়িষ্যার বানপুর শহরে অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠান । আন্তর্জাতিক পর্যায়ের প্রতিযোগিতার আয়োজন করেন একতা পরিষদ ট্রাস্ট ও প্রজেক্ট পয়েন্ট উড়িষ্যা।
অনুষ্ঠানে ২৫ টি দেশ এবং ভারতবর্ষের ২৫ টি রাজ্য অংশগ্রহণ করেন। দলগত লোকনৃত্য প্রতিযোগিতায় ত্রিপুরা রাজ্যে আন্তর্জাতিক পর্যায়ে প্রথম স্থান দখল করেন। আয়োজক সংস্থা সহ অতিথিরা নৃত্য শিল্পীদের পুরস্কৃত করেন। লোকনৃত্যটি দর্শকদের ভূয়সী প্রশংসা কুড়িয়েছে। তাই অন্যান্য দেশ ও ভারতবর্ষের অন্যান্য রাজ্য গুলির উপস্থিত প্রতিনিধিরা ত্রিপুরার শিল্পীদের তাদের রাজ্য এবং দেশে অংশ নেয়ার আমন্ত্রণ জানিয়েছেন । নৃত্য রাজ ডান্স একাডেমির অধ্যক্ষ অজয় দেবনাথ জানান এটা একটা কঠিন চ্যালেঞ্জ ছিল। ২৫ টি দেশ এবং ২৫ টি রাজ্যের শিল্পীদের মধ্যে সেরা নির্বাচিত হয়েছে উত্তর পূর্ব ভারতের রাজ্য ত্রিপুরা। ত্রিপুরার লোক সংস্কৃতিকে বিশ্ব আঙিনায় তোলে ধরেছে রাজ্যের শিল্পীরা। ত্রিপুরাকে আরও বেশি করে বিশ্ব দরবারে তুলে ধরার প্রয়াস জারি থাকবে বলে জানান তিনি।
অনূর্ধ্ব ১৫ মহিলাদের ক্রিকেটের জন্য জাতীয় দল গঠন করা হবে। তা নিয়ে ধর্মনগরে এক দিনের ক্যাম্প সম্পাদিত।
ধর্মনগর প্রতিনিধি। অনূর্ধ্ব ১৫ মহিলাদের ক্রিকেটের জন্য জাতীয় দল গঠন এর উদ্দেশ্যে ধর্মনগরে শুক্রবার একদিনের ক্যাম্প অনুষ্ঠিত। এই ক্যাম্পে মোট চারটি মহকুমা যোগদান করেছে। ধর্মনগর , কৈলাশহর, কাঞ্চনপুর এবং লংতরাইভ্যালি এই চারটি মহকুমার প্রতিনিধি নিয়ে এই ক্যাম্প অনুষ্ঠিত হয়। ত্রিপুরা ক্রিকেট একাডেমী থেকে বিশেষজ্ঞরা আসে চারটি মহকুমার প্রতিনিধিদের থেকে ৫০ জনকে তুলে নেওয়া হবে এবং রাজধানীতে এদেরকে নিয়ে ট্রেনিং ক্যাম্প অনুষ্ঠিত হবে। তার আগে ৩ জুন তেলিয়ামুড়াতে এবং পাঁচ জুন শান্তির বাজারে অনুষ্ঠিত হয়ে গেছে। আজ ধর্মনগরে চারটি মহকুমা কে নিয়ে ট্রেনিং ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে। আগামী ৯ জুন অনুষ্ঠিত হবে আগরতলায়। আগরতলা থেকে হেড কোচ তপন কুমার দেব, ব্যাটিং কোচ সৌরভ পাল, বোলিং কোচ ইন্দ্রজিৎ ঘোষ, বোলিং স্পিন কোচ অনুপম দে এবং ফিজিওথেরাপিস্ট হিসেবে হিয়ালি দেববর্মা এই ক্যাম্পে যোগদান করেছেন। ধর্মনগর ক্রিকেট এসোসিয়েশনের সম্পাদক শেখর সিংহা জানান মহকুমার মহিলা ক্রিকেটারদের কাছে এটি একটি সুবর্ণ সুযোগ। আগরতলা থেকে যারা এসেছেন তারাই সিলেক্ট করে নেবেন কারা কারা বিভিন্ন দক্ষতা ও পারদর্শী।