প্রতিনিধি কৈলাসহর:-সরকারের উন্নয়নের ছোঁয়া পড়েছে কৈলাসহরে।এক ছাদের নীচে একসাথে চারটি সরকারি অফিসের উদ্ধোধন করলেন মন্ত্রী টিংকু রায়।আজ ৬ই মার্চ বুধবার বিকেল ৫টায় কাচরঘাট এলাকায় ব্যাক্তি মালিকাধীন এক বাড়িতে আলাদা আলাদা ফ্লোরে জেলা শিশু সুরক্ষা কেন্দ্র, ডিস্ট্রিক্ট চাইল্ড হেল্প লাইন, জেলা শিশু কল্যান কেন্দ্র এবং মহিলাদের ক্ষমতায়ন ও স্বশক্তিকরনের জেলা কেন্দ্র এই চারটি সরকারি অফিসের উদ্ধোধন করেছেন মন্ত্রী টিংকু রায়।উদ্ধোধনী অনুষ্ঠানে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা পরিসদের সহকারী সভাধিপতি শ্যামল দাস,দপ্তরের আধিকারিক দীপক লাল সাহা,বিজয়ন্ত দাস,বিদ্যাসাগর দেববর্মা সহ আরও অন্যান্য আধিকারিকরা।উদ্ধোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী টিংকু রায় জানান যে, ঊনকোটি জেলার জেলাসদর কৈলাসহর হলেও জেলার জেলাসদরের বিভিন্ন সরকারি অফিস গুলো জেলাসদরে না থেকে অন্য জায়গায় রয়েছে। তাই এবার,অন্য জায়গায় থাকা জেলাসদরের সরকারি অফিস গুলো ধাপে ধাপে জেলাসদর কৈলাসহরে স্থানান্তরিত করা হবে বলে মন্ত্রী জানান।এছাড়াও জেলাশাসকের অফিস, জেলার পুলিশ সুপারের অফিস সহ জেলাসদরের সরকারি সমস্ত অফিস গুলো একসাথে সোনামুখি এলাকায় স্থাপন করার জন্য রাজ্য সরকার ইতিমধ্যেই পরিকল্পনা নিয়ে নিয়েছে।শীঘ্রই এর নির্মান কাজ শুরু হবে বলেও মন্ত্রী জানান।দীর্ঘদিন ধরে জেলাসদরের বাইরে এই অফিস গুলো থাকায় সঠিকভাবে গোটা জেলার শিশু কিংবা মহিলারা পরিষেবা থেকে বঞ্চিত ছিলেন বলেও মন্ত্রী উল্লেখ করেন। উল্লেখ্য,২০২৩ সালের বিধানসভা ভোটে ৫২-চন্ডীপুর বিধানসভা কেন্দ্রে বিজেপি দলের প্রার্থী হিসেবে টিংকু রায় ভোটের প্রচারের সময়ে উনি চন্ডীপুরবাসী সহ গোটা কৈলাসহর মহকুমা বাসীদের কথা দিয়েছিলেন যে, উনী ভোটে জয়লাভ করলে উনার প্রথম এবং প্রধান কাজ হবে রাজ্যের সাংস্কৃতিক শহর হিসেবে পরিচিত কৈলাসহরের হৃত গৌরব ফিরিয়ে আনা অর্থাৎ,জেলাসদরের যেসমস্ত সরকারি অফিস গুলো কৈলাসহর থেকে অন্যত্র চলে গিয়েছিলো সেই সরকারি অফিস গুলো কৈলাসহরে ফিরিয়ে এনে কৈলাসহরের পুরনো গৌরব ফিরিয়ে আনবো।সেই কথা রাখলেন তিনি ।
81
previous post