খোয়াই শহরকে আধুনিকীকরণ সৌন্দর্যয়নের লক্ষে পুরপরিষদের উদ্যোগে চলছে বিভিন্ন উন্নয়নমূলক কাজ। ২০১৮সালের নির্বাচনে সরকার পরিবর্তন হওয়ার পর নতুন কমিটি দায়িত্বভার গ্রহণ করে একের পর এক উন্নয়নমূলক কাজ ত্বরান্বিত করে চলছে। বিভিন্ন ওয়ার্ড এলাকায় জল নিকাশি ব্যবস্থা, সিসি রোড, বিনোদন পার্ক, আধুনিক বাস স্ট্যান্ড নির্মাণ এবং শহরকে আলোকসজ্জিত করার কাজে অগ্রগতি এসেছে। এরই অঙ্গ হিসাবে বুধবার দিনভর খোয়াই পৌর পরিষদ এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্ম পরিদর্শন করলেন খোয়াই পৌর পরিষদের চেয়ারপার্সন দেবাশীষ নাথশর্মা, খোয়াই মহকুমা শাসক মেঘা জৈন সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। এদিন প্রথমেই সুভাষপার্ক টিকেডিকে রোডস্থিত সেল্ফি পয়েন্ট পরিদর্শন করেন উনারা। এরপর লালছড়া শশ্মান ঘাটের বিদ্যুৎচুল্লীর কাজ পরিদর্শন করে পুরানবাজার এলাকায় নব নির্মিত বাস স্ট্যান্ড পরিদর্শন করেন। এছাড়াও নিবেদিতা পার্ক এবং খোয়াই পুরাতন টাউন হলের মেরামতির কাজও পরিদর্শন করেন প্রশাসনিক দলের প্রতিনিধিরা। পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে পৌর পরিষদের চেয়ারপারসন দেবাশীষ নাথশর্মা জানান কাজের গুণগতমান বজায় রেখে শহর এলাকায় নির্মীয়মান বিভিন্ন উন্নয়নমূলক কাজ সম্পূর্ণ করা হচ্ছে কিনা পরিদর্শনকালে তা যাচাই করা হয়। পাশাপাশি আগামীর রূপরেখা সহ কাজের অবশিষ্ট অংশ দ্রুত সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়।
খোয়াই শহরকে আধুনিকীকরণ সৌন্দর্যয়নের লক্ষে পুরপরিষদের উদ্যোগে চলছে বিভিন্ন উন্নয়নমূলক কাজ।
by admin
written by admin
115