Home » গর্জিতে নব নির্মিত বাজার শেড ঘুরে দেখলেন অর্থমন্ত্রী ।

গর্জিতে নব নির্মিত বাজার শেড ঘুরে দেখলেন অর্থমন্ত্রী ।

by admin

প্রতিনিধি, উদয়পুর :-

গত কয়েক বছর আগে বিধ্বংসী অগ্নিকাণ্ডে গর্জি বাজারে বিভিন্ন বাঁশের তৈরি দোকান সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায় । এই ঘটনা পরবর্তী সময়ে প্রশাসন এবং স্থানীয় বিধায়ক থেকে বার্তা দেওয়া হয় খুব শীঘ্রই গড়ে তোলা হবে বাজার শেড । সেই মতো রাজ্য সরকার অসহায় দোকান মালিকদের প্রতি একদিকে যেমন সাহায্যের হাতে বাড়িয়ে দিয়েছেন অন্যদিকে নতুনভাবে মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত এই গর্জি বাজারে নবনির্মিত বাজারে তৈরি করছেন । রবিবার দুপুরে নবনির্মিত বাজার শেডের কাজ পরিদর্শন করেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। এছাড়া সাথে ছিলেন মাতাবাড়ি কেন্দ্রের বিধায়ক অভিষেক দেবরায় ও বিজেপি স্থানীয় নেতৃত্ব এবং গ্রাম প্রধান । এদিকে মন্ত্রী পরিদর্শন শেষে ঠিকাদারের উদ্দেশ্যে নির্দেশ দেন খুব কম সময়ের মধ্যে যেন এই শেডের কাজ শেষ করা হয় । একই সাথে কাজের গুনগতমান বজায় রাখার জন্য নির্দেশ দেন তিনি । এদিন অর্থমন্ত্রী নবনির্মিত গর্জি বাজারের বাজার শেডের কাজ ঘুরে দেখার ফলে খুবই খুশি স্থানীয় ব্যবসায়ী মহল ।‌

You may also like

Leave a Comment