প্রতিনিধি মোহনপুর:-হেজামারা ব্লকের অন্তর্গত শানখোলা ডিসি ভিলেজ এলাকার মানুষ কেমন আছেন মানুষ কেমন আছেন সে বিষয়ে খোঁজ নিলেন রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু। শুক্রবার এই এলাকাতে সমস্ত দপ্তরের আধিকারিকদের সাথে কথা বলে এলাকার উন্নয়নমূলক কাজ এবং বিভিন্ন প্রকল্প সম্পর্কে অবগত হয়েছেন তিনি।
সুবিধাভোগী থেকে আধিকারিক, শিক্ষার্থী থেকে শিক্ষা অধিকারী, সবার কাছ থেকে একে একে বিভিন্ন সুযোগ-সুবিধা এবং সমস্যা সম্পর্কে সরাসরি কথা বললেন রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু। শানখোলা এডিসি ভিলেজ কমিটি এলাকার মানুষ কি ধরনের সরকারের সুযোগ-সুবিধা পাচ্ছেন এবং উন্নয়নমূলক কাজ কিভাবে হচ্ছে সেগুলো সম্পর্কে সরজমিনে খোঁজখবর নিতে এলেন রাজ্যপাল। সমস্ত দপ্তরের আধিকারিকদের সাথে বৈঠক করেছেন রাজ্যপাল। এদিন একে একে সমস্ত দপ্তরের আধিকারিকদের কাছ থেকে এলাকার উন্নয়নমূলক কাজ সম্পর্কে অবগত হয়েছেন তিনি। শুধুমাত্র আধিকারিকদের কথায় সন্তুষ্ট না থেকে সুবিধাভোগীদের সাথেও সরাসরি কথা বলেছেন তিনি। স্থানীয়দের কাছ থেকে রাজ্যপাল জানতে পারেন আখালিয়া ছড়া হাই স্কুলের দশম শ্রেণীর ছাত্রীরা এখনো বাইসাইকেল পারেনি। অথচ নবম শ্রেণীতে ওঠার পর তাঁদের বাইসাইকেল দেওয়ার কথা ছিল। রাজ্যপাল নির্দেশ দেন এই সমস্যা অতিসত্বর সমাধান করার জন্য। সেই মোতাবেক পশ্চিম জেলার জেলা শাসক ঘোষণা করেন আগামী সাত দিনের মধ্যে সমস্ত ছাত্রীদের বাইসাইকেল প্রদান করা হবে। এইদিন রাজ্যপাল সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন এই এলাকার উন্নয়ন এবং অগ্রগতি সম্পর্কে অবগত হওয়ার জন্যই এই সফর কর্মসূচি ছিল। তবে যে সমস্যাগুলো উঠে এসেছে সেগুলো কতটা সমাধান হয়েছে তা খতিয়ে দেখার জন্য আবার একমাস পর তিনি এই এলাকায় আসবেন বলে জানিয়েছেন। এই এলাকাতে রাজ্যপালের আগমনকে কেন্দ্র করে অত্যন্ত উৎসাহ লক্ষ্য করা গেছে স্থানীয়দের মধ্যে। এদিন রাজ্যপালের পাশাপাশি উপস্থিত ছিলেন হেজামারা আরডি ব্লকের বিডিও ওবেড ডারলং, হেজামারা বিএসি চেয়ারম্যান সুনীল দেববর্মা এবং অন্যান্যরা।
হেজামারায় উন্নয়নমূলক কাজ খতিয়ে দেখলেন রাজ্যপাল
85
previous post