প্রতিনিধি, বিশালগড়, ১২ ফেব্রুয়ারি।। স্মল ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সহযোগিতায় সেকেরকোটস্থিত অর্কনীড়ে শুরু হলো ১৯ তম স্বাবলম্বন মেলা ও পিঠেপুলি উৎসব। সোমবার বিকালে সাত দিন ব্যাপি মেলার উদ্বোধন করেন রাজ্যের শিল্প ও বাণিজ্য মন্ত্রী সান্ত্বনা চাকমা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক অন্তরা সরকার দেব। এছাড়া উপস্থিত ছিলেন স্থানীয় গ্রাম প্রধান দিপ্তি দে, সিডবির এজিএম দেবর্ষি বিশ্বাস, সমাজ সেবক গৌরাঙ্গ ভৌমিক, অর্কনীড়ের সহসভাপতি কপিল বরণ ভৌমিক। স্বাগত বক্তব্য রাখেন অর্কনীড়ের প্রকৌশল উপদেষ্টা প্রমোদ লাল ঘোষ। আহ্বায়ক পি এল ঘোষ বলেন ১৮ বছর আগে অর্কনীড়ের সভাপতি ড: শান্তিপদ গন চৌধুরীর হাত ধরে মেলা শুরু হয়েছিল। এ বছর ১৯ তম বর্ষে পা দিয়েছে এই মেলা। তিনি বলেন স্বউদ্যোগী মহিলাদের স্বশক্তিকরণের উদ্দেশ্যে প্রতি বছর মেলা হয়। মেলায় ৭২ টি স্টলে রাজ্যের বিভিন্ন প্রান্তের স্বউদ্যোগীরা নিজেদের উৎপাদিত পণ্যের পসরা সাজিয়ে বসেছে। প্রতিদিন বিকাল ৩ টা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত মেলা চলবে। সিডবির এজিএম দেবর্ষি বিশ্বাস বলেন সরকারের লাখপতি দিদি তৈরির ভাবনা বাস্তবায়নের লক্ষ্যে আমরা কাজ করছি। আপনারা মেলায় এলে ক্ষুদ্র শিল্পীরা উপকৃত হবে। বিধায়ক অন্তরা সরকার দেব মহিলা স্বশক্তিকরনে মহিলাদের জন্য গৃহীত প্রকল্প গুলো নিয়ে আলোচনা করেন। তিনি বলেন প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে গ্রামীণ মহিলাদের বিকল্প রোজগারের দিশা দেখানোর কাজ চলছে। স্বনির্ভর গোষ্ঠীর জন্য ব্যাঙ্কের দরজা খুলে দিয়েছে সরকার। লোক্যাল ফর ভোকালের ওপর গুরুত্বারোপ করেন তিনি। মন্ত্রী সান্ত্বনা চাকমা বলেন আত্মনির্ভর ভারত গড়ার সংকল্প বাস্তবায়নের লক্ষ্যে কাজ করছে সরকার। মহিলাদের বিকল্প রোজগারের দিশা দেখাচ্ছে সরকার। প্রতিটি মেলায় ৫০ শতাংশ মহিলাকে স্টল প্রদান করা হচ্ছে। রাজ্যের পাঁচ লক্ষ মহিলা স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত হয়েছে। কোন গ্যারান্টি ছাড়া স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের স্বল্প সুদে ঋণের ব্যবস্থা রয়েছে। সরকারের গৃহীত প্রকল্প বাস্তবায়নে সকল সংগঠন ব্যাক্তিকে এগিয়ে আসতে হবে। গ্রামের মানুষকে প্রকল্প বিষয়ে সচেতন করতে হবে। শেষে মন্ত্রী সান্ত্বনা চাকমা সহ অতিথিরা স্টলে ঘুরে মেলায় অংশগ্রহণকারী মহিলাদের উৎসাহিত করেন।
133