Home » আর কে পুর মন্ডলের উদ্যোগে ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ব্যাপক সারা উদয়পুরে

আর কে পুর মন্ডলের উদ্যোগে ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ব্যাপক সারা উদয়পুরে

by admin

প্রতিনিধি, উদয়পুর :-গোমতি জেলা স্পোর্টস সেল এর উদ্যোগে আর কে পুর মন্ডল দ্বারা আয়োজিত রাজ্যভিত্তিক অনুরাধা ঘোষ স্মৃতিতে দিবারাত্রি ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২৪ শে জানুয়ারি থেকে উদয়পুর নজরুল গ্রন্থাগার প্রাঙ্গনে শুরু হয় । ২৭ শে জানুয়ারি শনিবার সন্ধ্যায় ছিল টুর্নামেন্টের চূড়ান্ত প্রতিযোগিতা । এদিন ফাইনাল প্রতিযোগিতা খেলায় উপস্থিত ছিলেন বিধায়ক অভিষেক দেবরায়, গোমতী জিলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি দেবল দেবরায়, আর কে পুর মন্ডল সভাপতি প্রবীর দাস, পৌর চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার সহ প্রমুখ । এদিনের ফাইনাল প্রতিযোগিতার অনুষ্ঠানে ভাষণ রাখতে গিয়ে বিধায়ক অভিষেক দেবরায় বলেন , চারদিন ধরে চলা এই ব্যাডমিন্টন প্রতিযোগিতা উদয়পুরে সারা ফেলেছে । গোটা রাজ্যে থেকে খেলোয়াররা অংশ নিয়েছে । পড়াশুনার পাশাপাশি খেলাধুলা করা অত্যন্ত জরুরি । বর্তমান সরকার খেলাধুলার জন্য বিভিন্ন সুযোগ-সুবিধা দিয়ে রেখেছে গোটা রাজ্য জুড়ে । ইতিমধ্যেই খেলাধুলায় রাজ্যের নাম উজ্জ্বল করেছে রাজ্যের বিভিন্ন খেলোয়াররা। আর কে পুর মন্ডল দ্বারা আয়োজিত এই ব্যাডমিন্টন প্রতিযোগিতা করার ফলে উৎসাহ বাড়বে খেলোয়ারদের মধ্যে । এদিন ব্যাডমিন্টন প্রতিযোগিতায় বিভিন্ন রানার্স দের হাতে পুরস্কার তুলে দেন মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক অভিষেক দেবরায় ।

You may also like

Leave a Comment