
প্রতিনিধি , উদয়পুর :-
উদয়পুর রাধা কিশোরপুর থানায় সোজা প্রবেশ করল দমকল বাহিনীর একটি ইঞ্জিন । মুহূর্তের মধ্যে রাধাকিশোরপুর থানার ভেতর চাঞ্চল্য ছড়িয়ে পড়ে । উদয়পুর বাজারের জনসাধারণ ভিড় করে থানায় । থানার পেছন থেকে বের হয় এক ব্যক্তির দেহ । পরে জানা যায় মদমও অবস্থায় ছিলেন সেই ব্যক্তি । জানা যায় ,মদমও অবস্থায় আসক্ত ছিলেন সেই ব্যক্তি। জানা গিয়েছে কেন্দ্রীয় বাহিনীতে কর্মরত ছিলেন সেই ব্যক্তি। এদিন মদমও সে ব্যক্তি ড্রেনের মধ্যে পড়ে গিয়ে হতভম্ব হয়ে পড়ে । একটা সময় দুর্গন্ধময় হয় গোটা থানা । এই ঘটনা দেখতে পেয়ে পথ চলতি সাধারণ মানুষ উদয়পুর দমকল দপ্তরে খবর দেয় । পরে দমকল দফতরের কর্মীরা মদমও সেই ব্যক্তিকে ড্রেনের জল থেকে উদ্ধার করে উদয়পুর টেপানিয়া জেলা হাসপাতালে নিয়ে যায়। একটা সময় চাঞ্চল্য ছড়ায় গোটা উদয়পুর শহর জুড়ে ।