167
কারখানায় কাজ করতে গিয়ে এক জনের হাত কাটা পড়েছিল। অন্য জন দু’টি হাতই হারিয়েছিলেন ট্রেন দুর্ঘটনায়। দুই ব্যক্তিকে হাত ‘উপহার’ দিলেন চিকিৎসকেরা। হরিয়ানার হাসপাতালে এই প্রথম সফল ভাবে প্রতিস্থাপন করা হল হাত। এই সাফল্য শুধু হরিয়ানা নয়, গোটা উত্তর ভারতেই প্রথম।
১৯ বছরের দেবাংশ গুপ্ত ট্রেন দুর্ঘটনায় দু’টি হাত এবং একটি পা হারিয়েছিলেন। তিন বছর আগের ওই দুর্ঘটনার পর থেকে বদলে গিয়েছিল দেবাংশের জীবন। অবশেষে হারানো হাত ফিরে পেয়েছেন তিনি। ১৭ ঘণ্টা ধরে জটিল অস্ত্রোপচারের মাধ্যমে তাঁর শরীরের সঙ্গে দু’টি হাত জুড়ে দেওয়া হয়েছে। ওই হাত দু’টি সুরাতের ৩৩ বছর বয়সি এক যুবকের। ব্রেন ডেথ হওয়ায় তাঁর হাতগুলি সংগ্রহ করা সম্ভব হয়েছিল। সেই হাতই জুড়ে দেওয়া হয় ১৯ বছরের দেবাংশের হাতে।