163
অনুব্রত মণ্ডল গরু পাচার মামলায় সাক্ষীদের হুমকি দিচ্ছেন বলে সুপ্রিম কোর্টে জানাল সিবিআই। আজ সুপ্রিম কোর্টে অনুব্রতের জামিনের আর্জির জোরদার বিরোধিতা করে সিবিআই জানিয়েছে, এই কারণেই তিনি জেল থেকে বার হতে পারেন না।
আজ সুপ্রিম কোর্ট গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে সিবিআইয়ের মামলার বিচার ২২ ফেব্রুয়ারি থেকে শুরু করার নির্দেশ দিয়েছে। আসানসোলের বিশেষ সিবিআই আদালতে এই মামলা চলছে। অনুব্রতের হয়ে আইনজীবী মুকুল রোহতগি আজ সুপ্রিম কোর্টে যুক্তি দেন, অনুব্রত এক বছরের বেশি সময় জেলে। এই মামলায় চারটি চার্জশিট জমা পড়েছে। এখনও বিচার শুরু হয়নি। কারণ তদন্ত শেষ হয়নি। এ দিকে মূল অভিযুক্ত-সহ অভিযুক্তদের বাকি সবাই জামিন পেয়ে গিয়েছেন। শুধু অনুব্রত জামিন পাচ্ছেন না।