Home » লালুকে আবার তলব করল ইডি! জমির বদলে চাকরি কেলেঙ্কারিতে ডাক পড়ল বিহারের উপমুখ্যমন্ত্রীরও

লালুকে আবার তলব করল ইডি! জমির বদলে চাকরি কেলেঙ্কারিতে ডাক পড়ল বিহারের উপমুখ্যমন্ত্রীরও

by admin

আবার আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদবকে তলব করল ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ডেকে পাঠাল লালুর পুত্র বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবকেও। শুক্রবার ইডির একটি সূত্র উদ্ধৃত করে বেশ কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে পটনায় ইডির অফিসে বাবা ও ছেলেকে তলব করা হয়েছে। তবে ভিন্ন ভিন্ন দিনে ইডির অফিসে তাঁদের হাজিরা দিতে বলা হয়েছে। লালুকে ডাকা হয়েছে আগামী ২৯ জানুয়ারি। তার পর দিন, ৩০ জানুয়ারি ইডির অফিসে হাজিরা দিতে বলা হয়েছে তেজস্বীকে। বস্তুত, আগেও বাবা-ছেলেকে ইডি তলব করেছে। সে বার দু’জনেই হাজিরা এড়িয়েছেন।

জমির বদলে রেলের চাকরি দেওয়ার অভিযোগে গত কয়েক মাসে নানা জায়গায় অভিযান চালিয়েছে ইডি। এই অভিযোগটি লালু যখন রেলমন্ত্রী ছিলেন তখনকার। অভিযোগ, ২০০৪ থেকে ২০০৯ সাল পর্যন্ত লালু রেলমন্ত্রী থাকাকালীন জমির বিনিময়ে গ্রুপ ডি পদের ‘সাবস্টিটিউট’ হিসাবে বেশ কয়েক জনকে নিয়োগ করা হয়েছিল। পরে তাঁদের চাকরি স্থায়ী করা হয়। ওই অভিযোগের প্রেক্ষিতে এর আগে সিবিআই একটি মামলা করে। ওই মামলায় লালু ছাড়াও নাম রয়েছে তাঁর স্ত্রী তথা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবী, তাঁদের দুই কন্যা এবং আরও ১২ জনের। বছর দুই আগে একটি এফআইআর দায়ের হয়। ২০২২ সালের অক্টোবর মাসে ওই দুর্নীতি মামলায় লালু এবং রাবড়ির বিরুদ্ধে চার্জশিট পেশ করে সিবিআই। যদিও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন যাদব পরিবার।

You may also like

Leave a Comment