Home » চাম্পামুড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান

চাম্পামুড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান

by admin

প্রতিনিধি কমলাসাগর 19 জানুয়ারি:-

কমলাসাগর বিধানসভার চাম্পামুড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করা হয়। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বৃক্ষের গোড়ায় জল দিয়ে শুভ উদ্বোধন করেন কমলাসাগর বিধানসভার বিদায়িকা অন্তরা সরকার দেব উপস্থিত ছিলেন সমাজসেবক গৌরাঙ্গ ভৌমিক উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমীর চৌধুরী চাম্পামুড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এসএমসি কমিটির চেয়ারম্যান বিপ্লব ঘোষ সহ প্রধান উপপ্রধান ও সদস্যগণ। বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানের উদ্বোধনী ভাষণ রাখেন প্রধান শিক্ষক সমীর চৌধুরী, পরবর্তী সময়ে আলোচনা করেন কমলাসাগর বিধানসভার বিধায়িকা অন্তরা সরকার দেব আলোচনা করতে গিয়ে উল্লেখ করেন চাম্পামুড়া বিদ্যালয়ের খেলাধুলা ও পঠন-পাঠন নিয়ে রাজ্যের মধ্যে একটি সুনাম অর্জন করে রেখেছে। সেই সুনাম যেন কখনো থাকে শিক্ষক ও ছাত্রছাত্রীদের কাছে অনুরোধ জানান। তাছাড়া আলোচনা করতে গিয়ে বিদ্যালয়ে খেলাধুলার অসীম গুরুত্ব তুলে ধরেন খেলাধুলার মাধ্যমে শরীর স্বাস্থ্য ও মন সম্পূর্ণ সুস্থ থাকে। সর্বশেষে মহিলা স্বস্তি করণ নিয়ে রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের ভূমিকা ছাত্র-ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে তুলে ধরেন।

You may also like

Leave a Comment