
ধর্মনগর প্রতিনিধি।
উত্তর জেলার একমাত্র বিশ্ববিদ্যালয় বলতে আরিয়া ভার্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। এই ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পক্ষ থেকে ১৯ জানুয়ারি অর্থাৎ বৃহস্পতিবার স্থানীয় ককবরক ছাত্র-ছাত্রীদের উৎসাহ প্রদানে ককবরক দিবসে ধর্মনগরের হাফলং এর চিন্তা লোহার ভবনে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমল দেববর্মা, ইউনিভার্সিটির পক্ষে ট্রাস্টি রমন কুমার রোশন , ককবরক ডিপার্টমেন্টের অমিত ত্রিপুরা, একই বিভাগের বুলবুলি কলই এবং রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্টের চন্দন নাথ। ইউনিভার্সিটি পক্ষে রমান কুমার রোশন জানান এই ইউনিভার্সিটি ২০২৩ এর ডিসেম্বর মাসের ২৩ তারিখ ইউজিসি রিকগনাইজেশন পেয়ে গেছে। তাছাড়া এ ইউর মেম্বার হয়ে গেছে। ইতিমধ্যে বিভিন্ন ভাষার ক্লাসগুলি চলছে এবং প্রতিটি বিভাগে ৭৫ শতাংশ ক্লাস না করলে পরীক্ষায় বসতে দেওয়া হবে না বলে ইউনিভার্সিটি পক্ষ থেকে জানানো হয়েছে। বিভিন্ন প্রফেশনাল কোর্স চালু হয়ে গেছে। এখানে ছাত্র-ছাত্রীদের শুধুমাত্র ককবরক শিক্ষা মানে ককবরক ভাষায় জ্ঞান তাই নয় পাশাপাশি ইংরেজি এবং কম্পিউটার জ্ঞান ও দেওয়া হচ্ছে। আগামী ফেব্রুয়ারি মাসের ৫ তারিখ থেকে বিভিন্ন কোর্সের প্রথম সেমিস্টারের ভর্তির কাজ শুরু হয়ে যাবে। যুবরাজ নগরে যে জমি সরকার থেকে দেওয়া হয়েছে তার ভূমির কাজ শেষ হয়ে গেছে অতিসত্বর ভূমি পূজন দিয়ে রাতারাতি বিল্ডিংয়ের কাজ চলবে বলে এবং অতিসত্বর নতুন বিল্ডিং এ ছাত্রছাত্রীদের ক্লাস করানো হবে বলে ইউনিভার্সিটি পক্ষ থেকে জানানো হয়। এই অনুষ্ঠানে ককবরক ভাষা এবং ককবরক সংস্কৃতি নিয়ে দীর্ঘ আলোচনা হয়। তাছাড়া ককবরক ভাষায় যেসব নৃত্য ইদানিং সারা ভারতবর্ষে প্রসিদ্ধি লাভ করেছে এগুলি প্রদর্শিত হয়। রাজ্যের বাঙ্গালীদের বিভিন্ন অনুষ্ঠান এই ইউনিভার্সিটি এর পক্ষ থেকে যেভাবে পালন করা হয় পাশাপাশি ককবরক দিবসে ককবরক ভাষা দিবসের অনুষ্ঠান গুলি প্রদর্শনের মাধ্যমে ঐক্যের মিলবন্ধনের দৃষ্টান্ত স্থাপন করল আরিয়া ভার্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।